ETV Bharat / sports

এই ধারাবাহিকতা রাখলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব : কিবু ভিকুনা - এই ধারাবাহিকতা রাখলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব

পঞ্জাব FC-র বিরুদ্ধে জয়ের সঙ্গে সঙ্গে নয় ম্যাচ অপরাজিত মোহনবাগান । সমর্থকরা আই লিগের স্বপ্ন দেখতে শুরু করেছেন । ম্যাচের গ্যালারিতে টিফো নিয়ে এসেছিলেন তাঁরা ‌। তাতে কিবু ভিকুনাকে গডফাদার ও আর্টিস্ট বলে বর্ণনা করা হয়েছে ।

Kibu Vicuña
কিবু ভিকুনা
author img

By

Published : Feb 9, 2020, 11:17 PM IST

কল্যাণী, 9 ফেব্রুয়ারি : চ্যাম্পিয়ন হওয়ার জন্যে ম্যাজিক পয়েন্ট কত তা নিয়ে কোনও শব্দ ব্যয় করতে রাজি হননি কিবু ভিকুনা । তবে পঞ্জাব FC-র বিরুদ্ধে যেভাবে দল খেলেছে তাতে খুশি । একই সঙ্গে যোগ করেছেন এই ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বলে মনে করেন ।

পঞ্জাব FC-র বিরুদ্ধে জয়ের সঙ্গে সঙ্গে নয় ম্যাচ অপরাজিত মোহনবাগান । সমর্থকরা আই লিগের স্বপ্ন দেখতে শুরু করেছেন । ম্যাচের গ্যালারিতে টিফো নিয়ে এসেছিলেন তাঁরা ‌। তাতে কিবু ভিকুনাকে গডফাদার ও আর্টিস্ট বলে বর্ণনা করা হয়েছে । আই লিগের জানুয়ারি মাসে কোচদের পারফরম্যান্সের বিচারে সেরা কোচের সম্মান পেলেন মোহনবাগান কোচ । মাঠে তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় । পুরস্কার নেওয়ার পরে দলের কোচিং ব্রিগেড ও ফুটবলারদের ডেকে নেন সবুজ মেরুন হেডস্যার । বলেন তাঁর কাছে ব্যক্তি নয় দল সবার আগে ।

ধারাবাহিকতা ধরে রাখলে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী মোহনবাগান কোচ

পঞ্জাব FC ম্যাচের পরে মোহনবাগান কল্যাণী স্টেডিয়ামে নেরোকা FC-র বিরুদ্ধে খেলবে । চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে তাড়াহুড়ো করতে চান না । ম্যাচ ধরে এগোনোর পরিকল্পনা । ইতিমধ্যে তাঁর দলের রক্ষনভাগ ড্যানিয়েল সাইরাসের অনুপস্থিতিতেও ভালো খেলছেন । তাই মোহনবাগান যেন অশ্বমেধের ঘোড়া । যার একমাত্র গন্তব্য এখন আই লিগ চ্যাম্পিয়ন খেতাব ।

কল্যাণী, 9 ফেব্রুয়ারি : চ্যাম্পিয়ন হওয়ার জন্যে ম্যাজিক পয়েন্ট কত তা নিয়ে কোনও শব্দ ব্যয় করতে রাজি হননি কিবু ভিকুনা । তবে পঞ্জাব FC-র বিরুদ্ধে যেভাবে দল খেলেছে তাতে খুশি । একই সঙ্গে যোগ করেছেন এই ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বলে মনে করেন ।

পঞ্জাব FC-র বিরুদ্ধে জয়ের সঙ্গে সঙ্গে নয় ম্যাচ অপরাজিত মোহনবাগান । সমর্থকরা আই লিগের স্বপ্ন দেখতে শুরু করেছেন । ম্যাচের গ্যালারিতে টিফো নিয়ে এসেছিলেন তাঁরা ‌। তাতে কিবু ভিকুনাকে গডফাদার ও আর্টিস্ট বলে বর্ণনা করা হয়েছে । আই লিগের জানুয়ারি মাসে কোচদের পারফরম্যান্সের বিচারে সেরা কোচের সম্মান পেলেন মোহনবাগান কোচ । মাঠে তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় । পুরস্কার নেওয়ার পরে দলের কোচিং ব্রিগেড ও ফুটবলারদের ডেকে নেন সবুজ মেরুন হেডস্যার । বলেন তাঁর কাছে ব্যক্তি নয় দল সবার আগে ।

ধারাবাহিকতা ধরে রাখলে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী মোহনবাগান কোচ

পঞ্জাব FC ম্যাচের পরে মোহনবাগান কল্যাণী স্টেডিয়ামে নেরোকা FC-র বিরুদ্ধে খেলবে । চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে তাড়াহুড়ো করতে চান না । ম্যাচ ধরে এগোনোর পরিকল্পনা । ইতিমধ্যে তাঁর দলের রক্ষনভাগ ড্যানিয়েল সাইরাসের অনুপস্থিতিতেও ভালো খেলছেন । তাই মোহনবাগান যেন অশ্বমেধের ঘোড়া । যার একমাত্র গন্তব্য এখন আই লিগ চ্যাম্পিয়ন খেতাব ।

Intro:চ্যাম্পিয়ন হওয়ার জন্যে ম্যাজিক পয়েন্ট কত তা নিয়ে কোনও শব্দ ব্যয় করতে রাজি হননি কিবু ভিকুনা।তবে পঞ্জাব এফসির বিরুদ্ধে যেভাবে দল খেলেছে তাতে খুশি। একই সঙ্গে যোগ করেছেন এই ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বলে মনে করেন।
পঞ্জাব এফসির বিরুদ্ধে জয়ের সঙ্গে সঙ্গে নয় ম্যাচ অপরাজিত মোহনবাগান। সমর্থকরা আই লিগের স্বপ্ন দেখতে শুরু করেছেন। ম্যাচের গ্যালারিতে টিফো নিয়ে এসেছিলেন তারা‌।তাতে কিবু ভিকুনা কে গডফাদার ও আর্টিস্ট বলে বর্ননা করা হয়েছে। আই লিগের জানুয়ারি মাসে কোচেদের পারফরম্যান্সের বিচারে সেরা কোচের সম্মান পেলেন মোহনবাগান কোচ। মাঠে তার হাতে পুরস্কার তুলে দিলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। পুরস্কার নেওয়ার পরে দলের কোচিং ব্রিগেড ও ফুটবলারদের ডেকে নেন সবুজ মেরুন হেডস্যার।বলছেন তার কাছে ব্যক্তি নয় দল সবার আগে।
পঞ্জাব এফসি ম্যাচের পরে মোহনবাগান কল্যানী স্টেডিয়ামে নেরোকা এফসির বিরুদ্ধে খেলবে।চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে তাড়াহুড়ো করতে চান না। ম্যাচ ধরে এগোনোর পরিকল্পনা।ইতিমধ্যে তার দলের রক্ষনভাগ ড্যানিয়েল সাইরাসের অনুপস্থিতিতেও ভালো খেলছে।তাই মোহনবাগান যেন অশ্বমেধের ঘোড়া। যার একমাত্র গন্তব্য এখন আই লিগ চ্যাম্পিয়ন খেতাব।


Body:মোহনবাগানের


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.