ETV Bharat / sports

তিকিতাকা পছন্দ হয়, ফুটবলে চাই গোল : কিবু - mohanbagan

"তিকিতাকা শুধুই পাসের ফুলঝুরি । কিন্তু ফুটবলের শেষ কথা গোল ।" আজ প্র্যাকটিসের পরে মোহনবাগান কোচ একথা বললেন কিবু ভিকুনা ৷

কিবু
author img

By

Published : Jul 26, 2019, 5:20 PM IST

Updated : Jul 26, 2019, 11:04 PM IST

কলকাতা, 26 জুলাই : তিনি স্পেনের ঘরানায় ফুটবল পাঠ নিলেও তিকিতাকায় বিশ্বাস রাখেন না । আজ প্র্যাকটিসের পরে মোহনবাগান কোচ কিবু ভিকুনা এভাবেই নিজের ফুটবল দর্শন মেলে ধরলেন । তাঁর মতে তিকিতাকা শুধুই পাসের ফুলঝুরি । কিন্তু ফুটবলের শেষ কথা গোল । তার জন্য নিখাদ আক্রমণাত্মক ফুটবলেই আস্থা রাখতে চান ।

ভিডিয়োয় শুনুন কিবুর বক্তব্য

মাঠ সমস্যায় কলকাতা লিগের প্রথম ম্যাচ বাতিল । পিয়ারলেসের বিরুদ্ধে খেলার জন্যে তৈরি ছিল দল । তা জোর দিয়ে ফের জানিয়েছেন । পরিবর্তিত পরিস্থিতিতে ডুরান্ড কাপের খেলা দিয়ে মোহনবাগান নতুন মরশুম শুরু করবে । প্রথম ম্যাচে কিবু ভিকুনার দলের প্রতিপক্ষ মহমেডান । সবুজ মেরুনের প্রাক্তনী সুব্রত ভট্টাচার্যের প্রশিক্ষনাধীন মহমেডান ম্যাচ কঠিন হবে জানেন । ইতিমধ্যে হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন । নতুন যোগ দেওয়া বিদেশি ফুটবলারদের মানিয়ে নেওয়ার সময় দরকার বলে আগেই জানিয়েছেন । বাকিদের প্র্যাকটিস পারফরমেন্সে খুশি । নাম নয়, পারফরমেন্স যে তাঁর কাছে শেষ কথা, সেটাও টিম মিটিংয়ে বুঝিয়েছেন । একই সঙ্গে দলের রিংটোন যে আক্রমণাত্মক ফুটবলই হবে তাও জানিয়ে দিলেন সবুজ মেরুন হেডস্যার কিবু ভিকুনা ।

কলকাতা, 26 জুলাই : তিনি স্পেনের ঘরানায় ফুটবল পাঠ নিলেও তিকিতাকায় বিশ্বাস রাখেন না । আজ প্র্যাকটিসের পরে মোহনবাগান কোচ কিবু ভিকুনা এভাবেই নিজের ফুটবল দর্শন মেলে ধরলেন । তাঁর মতে তিকিতাকা শুধুই পাসের ফুলঝুরি । কিন্তু ফুটবলের শেষ কথা গোল । তার জন্য নিখাদ আক্রমণাত্মক ফুটবলেই আস্থা রাখতে চান ।

ভিডিয়োয় শুনুন কিবুর বক্তব্য

মাঠ সমস্যায় কলকাতা লিগের প্রথম ম্যাচ বাতিল । পিয়ারলেসের বিরুদ্ধে খেলার জন্যে তৈরি ছিল দল । তা জোর দিয়ে ফের জানিয়েছেন । পরিবর্তিত পরিস্থিতিতে ডুরান্ড কাপের খেলা দিয়ে মোহনবাগান নতুন মরশুম শুরু করবে । প্রথম ম্যাচে কিবু ভিকুনার দলের প্রতিপক্ষ মহমেডান । সবুজ মেরুনের প্রাক্তনী সুব্রত ভট্টাচার্যের প্রশিক্ষনাধীন মহমেডান ম্যাচ কঠিন হবে জানেন । ইতিমধ্যে হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন । নতুন যোগ দেওয়া বিদেশি ফুটবলারদের মানিয়ে নেওয়ার সময় দরকার বলে আগেই জানিয়েছেন । বাকিদের প্র্যাকটিস পারফরমেন্সে খুশি । নাম নয়, পারফরমেন্স যে তাঁর কাছে শেষ কথা, সেটাও টিম মিটিংয়ে বুঝিয়েছেন । একই সঙ্গে দলের রিংটোন যে আক্রমণাত্মক ফুটবলই হবে তাও জানিয়ে দিলেন সবুজ মেরুন হেডস্যার কিবু ভিকুনা ।

Intro:তিনি নিজের স্পেনের ফুটবল সংষ্কৃতি তে ফুটবল পাঠ নিলেও তিকিতাকায় বিশ্বাস রাখেন না। শুক্রবার প্র্যাকটিসের পরে মোহনবাগান কোচ কিবু ভিকুনা এভাবেই নিজের ফুটবল দর্শন মেলে ধরলেন। তার মতে তিকিতাকা শুধুই পাসের ফুলঝুরি। কিন্তু ফুটবলের শেষ কথা গোল।তার জন্য নিখাদ আক্রমনাত্মক ফুটবলেই আস্থা রাখতে চান। মাঠ সমস্যায় কলকাতা লিগের প্রথম ম্যাচ বাতিল। পিয়ারলেসের বিরুদ্ধে খেলার জন্যে তৈরি ছিল দল।তা জোর দিয়ে ফের জানিয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে ডুরান্ড কাপের খেলা দিয়ে মোহনবাগান নতুন মরসুম শুরু করবে। প্রথম ম্যাচে কিবু ভিকুনার দলের প্রতিপক্ষ মহমেডান। সবুজ মেরুনের প্রাক্তনী সুব্রত ভট্টাচার্যের প্রশিক্ষনাধীন মহমেডান ম্যাচ কঠিন হবে জানেন। ইতিমধ্যে হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন। নতুন যোগ দেওয়া বিদেশি ফুটবলারদের মানিয়ে নেওয়ার সময় দরকার বলে আগেই জানিয়েছেন। বাকিদের প্র্যাকটিস পারফরম্যান্সে খুশি। নাম নয়, পারফরম্যান্স যে তার কাছে শেষ কথা হবে সেটাও টিম মিটিং এ বুঝিয়েছেন।একই সঙ্গে দলের রিংটোন যে আক্রমনাত্মক ফুটবলই হবে সেটাও বুঝিয়ে দিলেন সবুজ মেরুন হেডস্যার কিবু ভিকুনা।


Body:ভিকুনা


Conclusion:
Last Updated : Jul 26, 2019, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.