কলকাতা, 26 জুলাই : তিনি স্পেনের ঘরানায় ফুটবল পাঠ নিলেও তিকিতাকায় বিশ্বাস রাখেন না । আজ প্র্যাকটিসের পরে মোহনবাগান কোচ কিবু ভিকুনা এভাবেই নিজের ফুটবল দর্শন মেলে ধরলেন । তাঁর মতে তিকিতাকা শুধুই পাসের ফুলঝুরি । কিন্তু ফুটবলের শেষ কথা গোল । তার জন্য নিখাদ আক্রমণাত্মক ফুটবলেই আস্থা রাখতে চান ।
মাঠ সমস্যায় কলকাতা লিগের প্রথম ম্যাচ বাতিল । পিয়ারলেসের বিরুদ্ধে খেলার জন্যে তৈরি ছিল দল । তা জোর দিয়ে ফের জানিয়েছেন । পরিবর্তিত পরিস্থিতিতে ডুরান্ড কাপের খেলা দিয়ে মোহনবাগান নতুন মরশুম শুরু করবে । প্রথম ম্যাচে কিবু ভিকুনার দলের প্রতিপক্ষ মহমেডান । সবুজ মেরুনের প্রাক্তনী সুব্রত ভট্টাচার্যের প্রশিক্ষনাধীন মহমেডান ম্যাচ কঠিন হবে জানেন । ইতিমধ্যে হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন । নতুন যোগ দেওয়া বিদেশি ফুটবলারদের মানিয়ে নেওয়ার সময় দরকার বলে আগেই জানিয়েছেন । বাকিদের প্র্যাকটিস পারফরমেন্সে খুশি । নাম নয়, পারফরমেন্স যে তাঁর কাছে শেষ কথা, সেটাও টিম মিটিংয়ে বুঝিয়েছেন । একই সঙ্গে দলের রিংটোন যে আক্রমণাত্মক ফুটবলই হবে তাও জানিয়ে দিলেন সবুজ মেরুন হেডস্যার কিবু ভিকুনা ।