ETV Bharat / sports

চ্যালেঞ্জ নিতে তৈরি বেইটা, ঘুরে দাঁড়াতে মরিয়া ভিকুনা

ইস্টবেঙ্গল শক্তিশালী দল ৷ তবে, চ্যালেঞ্জ নিতে তৈরি তাঁর ছেলেরা ৷ ডার্বির আগে বললেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা ৷

ভিকুনা
author img

By

Published : Sep 1, 2019, 3:11 AM IST

Updated : Sep 1, 2019, 6:09 AM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর : ডার্বি প্রস্তুতির বেলাশেষের প্র্যাকটিসে পর্দার আড়ালে দেখা গেল কিবু ভিকুনাকে । মরশুমের প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে অভ্যাসের বদল ঘটালেন মোহনবাগান কোচ ।

গতকাল সকালে অনুশীলনের পর প্রশ্নবাণ এড়ানোর চেষ্টা করতে দেখা গেল ফুটবলারদের । শেষ পর্যন্ত বেইটার সংক্ষিপ্ত উত্তর, "ডার্বির চ্যালেঞ্জ নিতে আমি তৈরি।" আরেক স্প্যানিশ ফুটবলার ফ্রান গঞ্জ়ালেস নিজেদের নিংড়ে দেওয়ার শপথের কথা শোনালেন ।

এই সংক্রান্ত আরও খবর : দলের ফুটবলারদের উপর আস্থা রয়েছে, ডার্বির আগে বললেন আলেয়ান্দ্রো

ফুটবলারদের হার না মানা মনোভাব বড় ম্যাচে কিবু ভিকুনার USP । ডুরান্ড ফাইনালে হার, কলকাতা লিগে ভালো শুরু না হলেও কল্যাণী স্টেডিয়ামে দল জয়ে ফেরায় সবুজ-মেরুন সাজঘর জুড়ে ওয়েক আপ কল । ডিফেন্সে ফ্রান গঞ্জ়ালেস, মাঝমাঠে বেইটা, আক্রমণে সালভো চামারো মোহনবাগানের মেরুদণ্ড । কিবু ভিকুনা জানেন, মেরুদণ্ড সচল থাকলেই বাজিমাত সম্ভব । বলেন," ডার্বির লড়াই 11 বনাম 11-র । আমি জানি দল হিসেবে ইস্টবেঙ্গল ভালো এবং শক্তিশালী । মাঝমাঠ যথেষ্ট ভালো । কিন্তু আমি কৌশল নিয়ে আলোচনা করতে চাই না । তবে বলতে পারি আমার দল পিছিয়ে নেই ।"

এই সংক্রান্ত আরও খবর : ডার্বি নিয়ে অঙ্ক কষা শুরু কিবু ভিকুনার

দুপুর তিনটের গরমে ভালো ফুটবল সম্ভব নয়, আলেয়ান্দ্রোর মতো তিনিও তা মানেন ৷ দলেও সামান্য সমস্যা রয়েছে মানছেন । একইসঙ্গে বলেন, দলের ফিটনেসের উন্নতি ধীরে ধীরে হচ্ছে । সমালোচকরা ফিজ়িকাল ট্রেনারের দিকে আঙুল তুললেও কিবু ভিকুনা ঢাল হয়ে দাঁড়িয়েছেন । কোলাডো ডার্বিতে ফের গোল করার চ্যালেঞ্জ ছুড়ছেন । যা মোহনবাগান রক্ষণের পক্ষে চিন্তার । কিন্তু ডার্বি ঘুরে দাড়ানোর মঞ্চ । আর সেই মঞ্চেই নতুনভাবে ঘুরে দাঁড়াতে চায় মোহনবাগান ।

এই সংক্রান্ত আরও খবর : শুধু কোলাডো নয়, ইস্টবেঙ্গল দলকেই গুরুত্ব দিচ্ছেন কিবু ভিকুনা

কলকাতা, 1 সেপ্টেম্বর : ডার্বি প্রস্তুতির বেলাশেষের প্র্যাকটিসে পর্দার আড়ালে দেখা গেল কিবু ভিকুনাকে । মরশুমের প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে অভ্যাসের বদল ঘটালেন মোহনবাগান কোচ ।

গতকাল সকালে অনুশীলনের পর প্রশ্নবাণ এড়ানোর চেষ্টা করতে দেখা গেল ফুটবলারদের । শেষ পর্যন্ত বেইটার সংক্ষিপ্ত উত্তর, "ডার্বির চ্যালেঞ্জ নিতে আমি তৈরি।" আরেক স্প্যানিশ ফুটবলার ফ্রান গঞ্জ়ালেস নিজেদের নিংড়ে দেওয়ার শপথের কথা শোনালেন ।

এই সংক্রান্ত আরও খবর : দলের ফুটবলারদের উপর আস্থা রয়েছে, ডার্বির আগে বললেন আলেয়ান্দ্রো

ফুটবলারদের হার না মানা মনোভাব বড় ম্যাচে কিবু ভিকুনার USP । ডুরান্ড ফাইনালে হার, কলকাতা লিগে ভালো শুরু না হলেও কল্যাণী স্টেডিয়ামে দল জয়ে ফেরায় সবুজ-মেরুন সাজঘর জুড়ে ওয়েক আপ কল । ডিফেন্সে ফ্রান গঞ্জ়ালেস, মাঝমাঠে বেইটা, আক্রমণে সালভো চামারো মোহনবাগানের মেরুদণ্ড । কিবু ভিকুনা জানেন, মেরুদণ্ড সচল থাকলেই বাজিমাত সম্ভব । বলেন," ডার্বির লড়াই 11 বনাম 11-র । আমি জানি দল হিসেবে ইস্টবেঙ্গল ভালো এবং শক্তিশালী । মাঝমাঠ যথেষ্ট ভালো । কিন্তু আমি কৌশল নিয়ে আলোচনা করতে চাই না । তবে বলতে পারি আমার দল পিছিয়ে নেই ।"

এই সংক্রান্ত আরও খবর : ডার্বি নিয়ে অঙ্ক কষা শুরু কিবু ভিকুনার

দুপুর তিনটের গরমে ভালো ফুটবল সম্ভব নয়, আলেয়ান্দ্রোর মতো তিনিও তা মানেন ৷ দলেও সামান্য সমস্যা রয়েছে মানছেন । একইসঙ্গে বলেন, দলের ফিটনেসের উন্নতি ধীরে ধীরে হচ্ছে । সমালোচকরা ফিজ়িকাল ট্রেনারের দিকে আঙুল তুললেও কিবু ভিকুনা ঢাল হয়ে দাঁড়িয়েছেন । কোলাডো ডার্বিতে ফের গোল করার চ্যালেঞ্জ ছুড়ছেন । যা মোহনবাগান রক্ষণের পক্ষে চিন্তার । কিন্তু ডার্বি ঘুরে দাড়ানোর মঞ্চ । আর সেই মঞ্চেই নতুনভাবে ঘুরে দাঁড়াতে চায় মোহনবাগান ।

এই সংক্রান্ত আরও খবর : শুধু কোলাডো নয়, ইস্টবেঙ্গল দলকেই গুরুত্ব দিচ্ছেন কিবু ভিকুনা

Intro:ডার্বি প্রস্তুতির বেলাশেষের প্র্যাকটিসে পর্দার আড়ালে কিবু ভিকুনা। যা তার কোচিং অভ্যাসের অচেনা ছবি। রবিবার মরসুমের প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে নিজের অভ্যাস বদল ঘটালেন মোহনবাগান কোচ। ডার্বি ঘিরে ময়দানে এখন আর পরিচিত উচ্ছ্বাস চোখে পড়ে না। ফলে সমর্থক রা আবেগ দেখালেও তাতে প্রানের ছোয়া নেই। ফলে বড়ম্যাচের আগের দিনের প্র্যাকটিসে শুধুই যান্ত্রিকতা।
সকালে নিজেদের অনুশীলনের পরে প্রশ্নবান এড়ানোর চেষ্টায় ফুটবলার রা। শেষ পর্যন্ত বেইটার ওয়ান লাইনার উত্তর,"ডার্বির চ্যালেঞ্জ নিতে আমি তৈরি।" আরেক স্প্যানিশ ফুটবলার ফ্রান গঞ্জালেস নিজেদের নিংড়ে দেওয়ার শপথের কথা শুনিয়েছেন।
ফুটবলারদের হার না মানা মনোভাব বড় ম্যাচে কিবু ভিকুনার ইউএসপি। ডুরান্ড ফাইনালে হার, কলকাতা লিগে ভালো শুরু না হলেও কল্যানী স্টেডিয়ামে দল জয়ে ফেরায় সবুজ মেরুন সাজঘর জুড়ে ওয়েক আপ কল।
ডিফেন্সে ফ্রান গঞ্জালেস মাঝমাঠে বেইটা আক্রমনে সালভো চামারো মোহনবাগানের মেরুদণ্ড। কিবু ভিকুনা জানেন মেরুদণ্ড সচল থাকলেই বাজিমাত সম্ভব। তার মতে," ডার্বির লড়াই 11বনাম 11এর। আমি জানি দল হিসেবে ইস্টবেঙ্গল ভালো এবং শক্তিশালী। মাঝমাঠ যথেষ্ট ভালো। কিন্তু আমি কৌশল।নিয়ে আলোচনা করতে চাই না। তবে বলতে পারি আমার দল পিছিয়ে নেই।"
দুপুর তিনটের গরমে ভালো ফুটবল সম্ভব নয় তা আলেয়ান্দ্রো র মত তিনি মানেন।
দলে সামান্য সমস্যা রয়েছে মানছেন। একইভাবে বলেছেন দলের ফিটনেসের উন্নতি ধীরে ধীরে হচ্ছে। সমালোচকরা ফিজিক্যাল ট্রেনারের দিকে আঙুল তুললেও কিবু ভিকুনা ঢাল হয়ে দাড়িয়েছেন।
কোলাডো ডার্বিতে ফের গোল করার চ্যালেঞ্জ ছুড়ছেন। যা মোহনবাগান রক্ষণে র পক্ষে চিন্তার। কিন্তু ডার্বি ঘুরে দাড়ানোর মঞ্চ। সেই মঞ্চে নতুন ভাবে ঘুরে দাড়াতে চায় মোহনবাগান।


Body:মোহনবাগান


Conclusion:
Last Updated : Sep 1, 2019, 6:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.