ETV Bharat / sports

সেমিফাইনালে গোয়ার মোকাবিলায় "প্রস্তুত" মুম্বই অধিনায়ক - Indian Super League

আজ ফাতোর্দা স্টেডিয়ামে গোয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামতে চলেছে মুম্বই সিটি এফসি । তার আগে ইটিভি ভারতে একান্ত সাক্ষাৎকারে অমরিন্দর সিং তুলে ধরলেন দলের পারফরমেন্স, তাঁদের স্ট্র্যাটেজি এবং আইএস এল থেকে তিনি ব্যক্তিগত ভাবে কী কী শিখেছেন সেই কথা ।

অমরিন্দর সিং
অমরিন্দর সিং
author img

By

Published : Mar 5, 2021, 7:10 PM IST

Updated : Mar 5, 2021, 9:06 PM IST

হায়দরাবাদ, 5 মার্চ : সেমিফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী মুম্বই সিটি এফসির অধিনায়ক অমরিন্দর সিং । আজ ফাতোর্দা স্টেডিয়ামে গোয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামতে চলেছে মুম্বই সিটি এফসি । এটিকে মোহনবাগানকে হারিয়ে সার্জিও লোবেরোর ছেলেরা প্রথম লিগ উইনারস শিল্ড জিতে নেয় । একই সঙ্গে লিগ পর্যায়ে এক নম্বরে শেষ করে তারা এ এফসি কাপে নিজেদের জায়গা করে নেয় । পরবর্তী পদক্ষেপের জন্য দল তৈরি এমনই মনে করেন মুম্বই অধিনায়ক । ইটিভি ভারতে একান্ত সাক্ষাৎকারে অমরিন্দর সিং তুলে ধরলেন দলের পারফরমেন্স, তাঁদের স্ট্র্যাটেজি এবং আইএস এল থেকে তিনি ব্যক্তিগত ভাবে কী কী শিখেছেন সেই কথা ।

প্রশ্ন : আপনার কি মনে হয় সার্জিও লোবেরো-র দলের দায়িত্ব নেওয়াই কী দলের সাফল্যের অন্যতম প্রধান কারণ ?

আই এসলের অন্যতম সেরা কোচ লোবেরো । গত মরশুমেও গোয়ার হয়ে তিনি ভাল কাজ করেছেন । প্রায় প্রতি বছরই তিনি সেমিফাইনাল খেলেছেন । দলের সেট-আপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি । আমি যে সমস্ত কোচের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে অন্যতম সেরা লোবেরো । শান্ত থেকে পরিস্থিতি অনুযায়ী কাজ করতে তিনি পারেন । আপনারা মাঠে ওনাকে রাগতে দেখবেন, কিন্তু সাজঘরে তিনি ততটাই শান্ত ।

প্রশ্ন : আইএসএলে ধারাবাহিকভাবে অন্যতম সেরা দল গোয়া । সেখানে মুম্বই নতুন চাপ সামলাবেন কী করে ?

আমার মনে হয় না, কোনও রকম বাড়তি চাপ থাকবে বলে । তারা শেষ 13 ম্যাচ না হারলেও তারাই চাপে থাকবে । আমরা লিগ পর্যায়ে শীর্ষ স্থানে শেষ করে নিজেদের কাজ করেছি । গোয়ার বিরুদ্ধে খেলতে আমরা প্রস্তুত । আমরা এখন দল হিসাবে কিংবা এই মূহূর্তে ফোকাস করছি ।

প্রশ্ন : সেমিফাইনালের আগে কী কোনও খামতি যা ঠিক করতে চান ?

তেমন কোনও জায়গা নেই । আমাদের কোচ জানেন কোন কোন জায়গাগুলিতে দেখভাল করতে হবে । এই ধরণের প্রশ্নের উত্তর উনি ভালো দিতে পারবেন । আমরা শেষ দুই তিন ম্যাচ দুর্দান্ত খেলেছি । একটা সময়ে আমরা ভাল খেলছিলাম না, সেখান থেকে ফিরে আসি । আমরা এই জয়ের ধারা বজায় রাখতে চাই ।

প্রশ্ন : এই মরশুম থেকে আপনি কী কী শিখলেন ?

এই মরশুম থেকে অনেক কিছুই শিখেছি । জৈব বলয়ে থাকলে আপনাকে পজ়িটিভ থাকতে হয় । এই সময়ে ফিটনেসের দিকে নজর দিতে হয় । পজ়িটিভ থাকলে আপনি অনেক কিছু শিখতে পারেন । মরশুমে অনেক সময় থাকে, যে সময়ে খেলোয়াড়রা নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে মনোযোগ দিতে পারেন ।

ইটিভি ভারতে একান্ত সাক্ষাৎকারে অমরিন্দর সিং

আরও পড়ুন : ছয় মেরে সেঞ্চুরি, ঋষভের ব্যাটে স্বস্তিতে ভারত

প্রশ্ন: দল প্রথমবার এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ করে নিয়েছে, এটি কী দায়িত্ব এবং চাপ বাড়িয়ে দেবে ?

আমার মনে হয় না, এটি চাপ বাড়াবে । সম্পূর্ণ আলাদা এক পদক্ষেপ , যেটি আমরা গ্রহণ করেছি । আমরা এই মূহূর্তে প্রস্তুত । আমরা শীর্ষে শেষ করেছি এই বিষয়টি আমরা ভাবছিও না । আমার মনে হয় পরবর্তী পদক্ষেপের জন্য আমরা প্রস্তুত ।

হায়দরাবাদ, 5 মার্চ : সেমিফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী মুম্বই সিটি এফসির অধিনায়ক অমরিন্দর সিং । আজ ফাতোর্দা স্টেডিয়ামে গোয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামতে চলেছে মুম্বই সিটি এফসি । এটিকে মোহনবাগানকে হারিয়ে সার্জিও লোবেরোর ছেলেরা প্রথম লিগ উইনারস শিল্ড জিতে নেয় । একই সঙ্গে লিগ পর্যায়ে এক নম্বরে শেষ করে তারা এ এফসি কাপে নিজেদের জায়গা করে নেয় । পরবর্তী পদক্ষেপের জন্য দল তৈরি এমনই মনে করেন মুম্বই অধিনায়ক । ইটিভি ভারতে একান্ত সাক্ষাৎকারে অমরিন্দর সিং তুলে ধরলেন দলের পারফরমেন্স, তাঁদের স্ট্র্যাটেজি এবং আইএস এল থেকে তিনি ব্যক্তিগত ভাবে কী কী শিখেছেন সেই কথা ।

প্রশ্ন : আপনার কি মনে হয় সার্জিও লোবেরো-র দলের দায়িত্ব নেওয়াই কী দলের সাফল্যের অন্যতম প্রধান কারণ ?

আই এসলের অন্যতম সেরা কোচ লোবেরো । গত মরশুমেও গোয়ার হয়ে তিনি ভাল কাজ করেছেন । প্রায় প্রতি বছরই তিনি সেমিফাইনাল খেলেছেন । দলের সেট-আপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি । আমি যে সমস্ত কোচের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে অন্যতম সেরা লোবেরো । শান্ত থেকে পরিস্থিতি অনুযায়ী কাজ করতে তিনি পারেন । আপনারা মাঠে ওনাকে রাগতে দেখবেন, কিন্তু সাজঘরে তিনি ততটাই শান্ত ।

প্রশ্ন : আইএসএলে ধারাবাহিকভাবে অন্যতম সেরা দল গোয়া । সেখানে মুম্বই নতুন চাপ সামলাবেন কী করে ?

আমার মনে হয় না, কোনও রকম বাড়তি চাপ থাকবে বলে । তারা শেষ 13 ম্যাচ না হারলেও তারাই চাপে থাকবে । আমরা লিগ পর্যায়ে শীর্ষ স্থানে শেষ করে নিজেদের কাজ করেছি । গোয়ার বিরুদ্ধে খেলতে আমরা প্রস্তুত । আমরা এখন দল হিসাবে কিংবা এই মূহূর্তে ফোকাস করছি ।

প্রশ্ন : সেমিফাইনালের আগে কী কোনও খামতি যা ঠিক করতে চান ?

তেমন কোনও জায়গা নেই । আমাদের কোচ জানেন কোন কোন জায়গাগুলিতে দেখভাল করতে হবে । এই ধরণের প্রশ্নের উত্তর উনি ভালো দিতে পারবেন । আমরা শেষ দুই তিন ম্যাচ দুর্দান্ত খেলেছি । একটা সময়ে আমরা ভাল খেলছিলাম না, সেখান থেকে ফিরে আসি । আমরা এই জয়ের ধারা বজায় রাখতে চাই ।

প্রশ্ন : এই মরশুম থেকে আপনি কী কী শিখলেন ?

এই মরশুম থেকে অনেক কিছুই শিখেছি । জৈব বলয়ে থাকলে আপনাকে পজ়িটিভ থাকতে হয় । এই সময়ে ফিটনেসের দিকে নজর দিতে হয় । পজ়িটিভ থাকলে আপনি অনেক কিছু শিখতে পারেন । মরশুমে অনেক সময় থাকে, যে সময়ে খেলোয়াড়রা নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে মনোযোগ দিতে পারেন ।

ইটিভি ভারতে একান্ত সাক্ষাৎকারে অমরিন্দর সিং

আরও পড়ুন : ছয় মেরে সেঞ্চুরি, ঋষভের ব্যাটে স্বস্তিতে ভারত

প্রশ্ন: দল প্রথমবার এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ করে নিয়েছে, এটি কী দায়িত্ব এবং চাপ বাড়িয়ে দেবে ?

আমার মনে হয় না, এটি চাপ বাড়াবে । সম্পূর্ণ আলাদা এক পদক্ষেপ , যেটি আমরা গ্রহণ করেছি । আমরা এই মূহূর্তে প্রস্তুত । আমরা শীর্ষে শেষ করেছি এই বিষয়টি আমরা ভাবছিও না । আমার মনে হয় পরবর্তী পদক্ষেপের জন্য আমরা প্রস্তুত ।

Last Updated : Mar 5, 2021, 9:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.