ফতোরদা, 17 ডিসেম্বর : কঠিন সময় সুযোগ হাতছাড়া করা মানে পরিস্থিতি আরও জটিল করে তোলা। এসসি ইস্টবেঙ্গলে সেই সুযোগ হাতছাড়া এখন অভ্যাসে পরিণত হয়েছে। বিরতির আগে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ ড্যানিয়েল চিমা। প্রতিপক্ষের দু'জন ডিফেন্ডার তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করলেও একজন ভাল স্ট্রাইকারের জন্য এই ধরনের গোলের সুযোগ নষ্ট ক্ষমার অযোগ্য। প্রথমার্ধে গোলদুর্গ অক্ষুন্ন থাকলেও শুক্রবার নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে জোড়া গোল হজম করল এসসি ইস্টবেঙ্গল ৷ ফলে জয় তো অধরা রইলই, হাইল্যান্ডারদের বিরুদ্ধে ফের হারের সরণিতে ফিরল লাল হলুদ।
প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড চলতি আইএসএলে ভাল জায়গায় নেই। কোচ খালিদ জামিল দলকে গোছানোর চেষ্টা করছেন। শুক্রবার তাঁর দলের দু'জন গুরুত্বপূর্ণ ফুটবলারের না থাকায় সমস্যা বেড়েছিল। তা সত্ত্বেও লাল-হলুদের বিরুদ্ধে প্রতি-আক্রমণে বাজিমাতের চেষ্টা ছিল খালিদ জামিলের ছকে। দিনের শেষে তিনি সফল। এসসি ইস্টবেঙ্গলকে 2-0 গোলে হারিয়ে ছয় নম্বরে উঠে এল নর্থ ইস্ট ইউনাইটেড (North East United FC beats SC East Bengal 2-0)। প্রতিপক্ষের অসহায় আত্মসমর্পণ কাজে লাগিয়ে সুহের ভিপি এবং ফ্লোটম্যানের গোল জন আব্রাহামের জন্মদিনে জয় এনে দিলেন তাঁর দলকে (VP Suhair and Patrick Flottmann score for Highlanders)।
অন্যদিকে আরও অন্ধকারে মানোলো দিয়াজের দল ৷ মাঝমাঠে খেলা তৈরি করার লোক নেই। প্রতিপক্ষের আক্রমণ থামানোর লোকও নেই। সঙ্গে একাধিক সুযোগ নষ্টের খেসারতে পয়েন্ট নষ্টই ভবিতব্য। পেরোসোভিচ ছাড়া দিয়াজের দলের বাকি বিদেশিদের লাল-হলুদ জার্সি পড়ার যোগ্যতা নেই। ড্যানিয়েল চিমা, আমির দের্বিসেভিচ মাঠে থাকা মানে ইস্টবেঙ্গলের কার্যত ন'জনের হয়ে যাওয়া। যে কোনও প্রতিপক্ষ তাদের অগোছালো অবস্থা গুছিয়ে নিতে পারে মানোলো ডিয়াজের দলের বিরুদ্ধে। এদিন যেমন গুছিয়ে নিল খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেড।
আরও পড়ুন : ATK Mohun Bagan in ISL : বেঙ্গালুরু ম্যাচেও জয় অধরা, পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ল বাগান
চলতি আইএসএলে হাইল্যান্ডারদের দ্বিতীয় জয় এটি ৷ এদিন 60 এবং 68 মিনিটে নর্থ-ইস্টের হয়ে জোড়া গোল যথাক্রমে ভিপি সুহের এবং প্যাট্রিক ফ্লোটম্যান ৷ একাদশে ফেরা অরিন্দমের বদান্যতায় গোলের সংখ্যা বাড়েনি ৷ অতিরিক্ত সময়ে সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে রেফারিকে ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন পেরোসেভিচ ৷ সবমিলিয়ে অসহায় লাল-হলুদ আরও ছন্নছাড়া ৷