ETV Bharat / sports

নতুন ব্র্যান্ডিং লাল হলুদে,তবু ধোঁয়াশা অব্যাহত - AIFF

ইস্টবেঙ্গল ক্লাব তাবু সোমবার রাতেই একটি বহুজাতিক সংস্থার হোর্ডিংয়ে মুড়ে ফেলা হয়েছে । ভোল্টাস বেকো হল এই বহুজাতিক সংস্থাটি ৷ ক্লাবের তাবু এবং মাঠের বিভিন্ন জায়গায় এই বহুজাতিক কম্পানির হোর্ডিং থাকবে । তার বিনিময়ে ক্লাবকে তারা টাকা দেবে । যদিও লাল হলুদ কর্তারা ক্লাবের ISL এর খেলার সম্ভাবনা নিয়ে সরাসরি মুখ খোলেননি ।

east bengal
নতুন ব্র্যান্ডিং লাল হলুদে,তবু ধোয়াশা অব্যাহত
author img

By

Published : Aug 12, 2020, 10:29 AM IST

কলকাতা,12 অগাস্ট: বর্ষার মরশুমে অনুষ্ঠানে মুখর ইষ্টবেঙ্গল ক্লাব ৷ আগামীকাল ইস্টবেঙ্গলে স্পোর্টস ডে । আর এই দিনেই পালিত হবে প্রয়াত সচিব পল্টু দাসের জন্মদিন । পাশাপাশি নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হবে রক্তদান অনুষ্ঠানও । উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । থাকবেন বাংলার রঞ্জি ট্রফি জয়ী দলের অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় এবং IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় । যদিও, অনুষ্ঠানের ঘেরাটোপে লাল হলুদ জনতার কাঙ্খিত প্রশ্ন অধরা । এই বছর ISL কী খেলবে ইস্টবেঙ্গল?

সোমবার রাতেই ইস্টবেঙ্গল ক্লাব তাবু একটি বহুজাতিক সংস্থার হোর্ডিংয়ে মুড়ে ফেলা হয়েছে । যা ইতিমধ্যেই লাল হলুদ জনতার মনে নতুন আশা জাগিয়েছে । ভোল্টাস বেকো ইস্টবেঙ্গলের টাইটেল স্পনসর । স্পনসর অবশ্যই, তবে তা মাঠ এবং ক্লাবের ব্র্যান্ডিংয়ের । ক্লাবের তাবু এবং মাঠের বিভিন্ন জায়গায় এই বহুজাতিক কম্পানির হোর্ডিং থাকবে । তার বিনিময়ে ক্লাবকে তারা টাকা দেবে । বিষয়টি নিয়ে ক্লাব কর্তাদের একাংশ জানিয়েছেন, এক বছরের চুক্তি হয়েছে । তবে, চুক্তির টাকার পরিমাণ জানা যায়নি । বেকো ইউরোপের ফুটবল মহলে পরিচিত নাম । বিশ্ববিখ্যাত ক্লাবের সঙ্গে যুক্ত তারা । এই সংস্থা ঘরের সামগ্রী তৈরি করে । আর ভোল্টাস হল টাটার সঙ্গে যুক্ত থাকা ভারতের একটি সংস্থা । তবে ইস্টবেঙ্গল দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই ।

লাল হলুদ কর্তারা ক্লাবের ISL এর খেলার সম্ভাবনা নিয়ে সরাসরি মুখ খোলেননি । তারা বারবার বলে চলেছেন ISL খেলার লক্ষ্যে তারা সঠিক পথে এগোচ্ছেন । দেশের সর্বোচ্চ লিগে জায়গা করে নিতে লাল হলুদ কর্তারা চেষ্টার কসুর করছেন না । কোরোনা ভাইরাসের প্রকোপের আকার না ধারণ করলে হয়তো জুলাই মাসের শেষে ইস্টবেঙ্গল ইনভেস্টর পেয়ে যেত । জানা গেছে, লাল হলুদ ব্রিগেডকে সাহায্য করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং ৷ তিনি নিজে AIFF প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেছিলেন । অনুরোধ করেছিলেন ইস্টবেঙ্গলের ISL খেলার বিষয়টি সুগম করার । পয়লা অগাস্ট ক্লাবের জন্মদিনে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ইস্টবেঙ্গলের পক্ষে ব্যাট ধরেছিলেন । কিন্তু ISL কর্তৃপক্ষ মঙ্গলবার অংশগ্রহণকারী যে দলগুলোর জার্সি প্রকাশ করেছে তাতে ইস্টবেঙ্গল নেই । বিশ্বস্ত সূত্রের খবর লাল হলুদ কর্তারা না কি 13 অগস্টের অনুষ্ঠানে চমক দিতে চলেছেন । তাই ধোয়াশা এখনও অব্যাহত ৷

কলকাতা,12 অগাস্ট: বর্ষার মরশুমে অনুষ্ঠানে মুখর ইষ্টবেঙ্গল ক্লাব ৷ আগামীকাল ইস্টবেঙ্গলে স্পোর্টস ডে । আর এই দিনেই পালিত হবে প্রয়াত সচিব পল্টু দাসের জন্মদিন । পাশাপাশি নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হবে রক্তদান অনুষ্ঠানও । উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । থাকবেন বাংলার রঞ্জি ট্রফি জয়ী দলের অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় এবং IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় । যদিও, অনুষ্ঠানের ঘেরাটোপে লাল হলুদ জনতার কাঙ্খিত প্রশ্ন অধরা । এই বছর ISL কী খেলবে ইস্টবেঙ্গল?

সোমবার রাতেই ইস্টবেঙ্গল ক্লাব তাবু একটি বহুজাতিক সংস্থার হোর্ডিংয়ে মুড়ে ফেলা হয়েছে । যা ইতিমধ্যেই লাল হলুদ জনতার মনে নতুন আশা জাগিয়েছে । ভোল্টাস বেকো ইস্টবেঙ্গলের টাইটেল স্পনসর । স্পনসর অবশ্যই, তবে তা মাঠ এবং ক্লাবের ব্র্যান্ডিংয়ের । ক্লাবের তাবু এবং মাঠের বিভিন্ন জায়গায় এই বহুজাতিক কম্পানির হোর্ডিং থাকবে । তার বিনিময়ে ক্লাবকে তারা টাকা দেবে । বিষয়টি নিয়ে ক্লাব কর্তাদের একাংশ জানিয়েছেন, এক বছরের চুক্তি হয়েছে । তবে, চুক্তির টাকার পরিমাণ জানা যায়নি । বেকো ইউরোপের ফুটবল মহলে পরিচিত নাম । বিশ্ববিখ্যাত ক্লাবের সঙ্গে যুক্ত তারা । এই সংস্থা ঘরের সামগ্রী তৈরি করে । আর ভোল্টাস হল টাটার সঙ্গে যুক্ত থাকা ভারতের একটি সংস্থা । তবে ইস্টবেঙ্গল দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই ।

লাল হলুদ কর্তারা ক্লাবের ISL এর খেলার সম্ভাবনা নিয়ে সরাসরি মুখ খোলেননি । তারা বারবার বলে চলেছেন ISL খেলার লক্ষ্যে তারা সঠিক পথে এগোচ্ছেন । দেশের সর্বোচ্চ লিগে জায়গা করে নিতে লাল হলুদ কর্তারা চেষ্টার কসুর করছেন না । কোরোনা ভাইরাসের প্রকোপের আকার না ধারণ করলে হয়তো জুলাই মাসের শেষে ইস্টবেঙ্গল ইনভেস্টর পেয়ে যেত । জানা গেছে, লাল হলুদ ব্রিগেডকে সাহায্য করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং ৷ তিনি নিজে AIFF প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেছিলেন । অনুরোধ করেছিলেন ইস্টবেঙ্গলের ISL খেলার বিষয়টি সুগম করার । পয়লা অগাস্ট ক্লাবের জন্মদিনে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ইস্টবেঙ্গলের পক্ষে ব্যাট ধরেছিলেন । কিন্তু ISL কর্তৃপক্ষ মঙ্গলবার অংশগ্রহণকারী যে দলগুলোর জার্সি প্রকাশ করেছে তাতে ইস্টবেঙ্গল নেই । বিশ্বস্ত সূত্রের খবর লাল হলুদ কর্তারা না কি 13 অগস্টের অনুষ্ঠানে চমক দিতে চলেছেন । তাই ধোয়াশা এখনও অব্যাহত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.