ETV Bharat / sports

ট্রাও ম্যাচের প্রস্ততি শুরু ইস্টবেঙ্গলে, অনুশীলনে ভিক্টর - ট্রাও ম্যাচের প্রস্ততি শুরু ইস্টবেঙ্গলে

ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে যোগ দিলেন ভিক্টর আলেন্সো ৷ গতকাল রাতেই শহরে পা দিয়েছেন, আর আজ নেমে পড়লেন অনুশীলনে ৷

image
অনুশীলনে এলেন ভিক্টর
author img

By

Published : Feb 21, 2020, 7:57 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি : মাঝরাতেই শহরে পা দিয়েছেন ৷ কিন্তু কোনও বিশ্রাম নয়, বরং সোজা অনুশীলনে নেমে পড়লেন ভিক্টর আলেন্সো । ফিজিও কার্লোস নোদারের সঙ্গে অনুশীলনের বেশিরভাগ সময়টাই ব্যয় করলেন তিনি ।

অল্প সময় দলের সঙ্গে বল নিয়ে মাঠে খেলতে দেখা গেল ভিক্টরকে । শনিবার সকালে লাল-হলুদ ব্রিগেড ট্রাওয়ের বিরুদ্ধে খেলতে রওনা হচ্ছে । তার আগে দলের প্রস্তুতি শেষবারের মত ঝালিয়ে নিলেন কোচ মারিও রিবেরা । আই লিগের প্রথম পর্বের ম্যাচে ট্রাও FC-কে হারিয়েছিল ইস্টবেঙ্গল । এবার ট্রাওয়ের পাড়ায় ইস্টবেঙ্গল ।

শেষ ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজকে হারিয়ে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে উঠে এসেছে লাল-হলুদ ব্রিগেড । মারিও রিবেরা বলছেন সাজঘরের দমবন্ধ করা পরিবেশ হালকা হয়েছে । এবার লক্ষ্য ট্রাওয়ের বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা ধরে রাখা ৷ তবে এখন পয়েন্ট টেবিলের অবস্থান নয়, ইস্টবেঙ্গলের পাখির চোখ জয়ের অভ্যাস গড়ে তোলা ।

কলকাতা, 21 ফেব্রুয়ারি : মাঝরাতেই শহরে পা দিয়েছেন ৷ কিন্তু কোনও বিশ্রাম নয়, বরং সোজা অনুশীলনে নেমে পড়লেন ভিক্টর আলেন্সো । ফিজিও কার্লোস নোদারের সঙ্গে অনুশীলনের বেশিরভাগ সময়টাই ব্যয় করলেন তিনি ।

অল্প সময় দলের সঙ্গে বল নিয়ে মাঠে খেলতে দেখা গেল ভিক্টরকে । শনিবার সকালে লাল-হলুদ ব্রিগেড ট্রাওয়ের বিরুদ্ধে খেলতে রওনা হচ্ছে । তার আগে দলের প্রস্তুতি শেষবারের মত ঝালিয়ে নিলেন কোচ মারিও রিবেরা । আই লিগের প্রথম পর্বের ম্যাচে ট্রাও FC-কে হারিয়েছিল ইস্টবেঙ্গল । এবার ট্রাওয়ের পাড়ায় ইস্টবেঙ্গল ।

শেষ ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজকে হারিয়ে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে উঠে এসেছে লাল-হলুদ ব্রিগেড । মারিও রিবেরা বলছেন সাজঘরের দমবন্ধ করা পরিবেশ হালকা হয়েছে । এবার লক্ষ্য ট্রাওয়ের বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা ধরে রাখা ৷ তবে এখন পয়েন্ট টেবিলের অবস্থান নয়, ইস্টবেঙ্গলের পাখির চোখ জয়ের অভ্যাস গড়ে তোলা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.