ETV Bharat / sports

মহমেডান স্পোর্টিংয়ে ইনভেস্টরকে ঘিরে অশান্তি - বিনিয়োগ সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চায় মহমেডান স্পোর্টিং

দুমাসের বেশি সময় আগে বিনিয়োগ সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর করেছিল শতাব্দী প্রাচীন ক্লাব । আধুনিক ভাবনায় ক্লাব চালানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল । কিন্তু চুক্তিপত্র পড়ার পর মহমেডান ক্লাব কর্তারা চূড়ান্ত স্বাক্ষর করতে রাজি হচ্ছেন না ।

মহমেডান স্পোর্টিং
মহমেডান স্পোর্টিং
author img

By

Published : Jan 7, 2021, 10:52 PM IST

কলকাতা, 7 জানুয়ারি : কম্পানির শর্তে নয়, ক্লাবের স্বার্থ রক্ষা করে বিনিয়োগ সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চায় মহমেডান স্পোর্টিং । বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে বিনিয়োগ সংস্থার কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন সাদা-কালো কর্তারা ।

দুমাসের বেশি সময় আগে বিনিয়োগ সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর করেছিল শতাব্দী প্রাচীন ক্লাব । আধুনিক ভাবনায় ক্লাব চালানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল । কিন্তু, চুক্তিপত্র পড়ার পর মহমেডান ক্লাব কর্তারা চূড়ান্ত স্বাক্ষর করতে রাজি হচ্ছেন না । তাঁদের যুক্তি, এই ব্যাপারে ক্লাব সচিব ওয়াসিম আক্রম ভুল ব্যাখ্যা করেছিলেন । ফলে তাঁরা ক্লাবের ভালো হবে ভেবে প্রাথমিক সম্মতি দিয়েছিলেন । কিন্তু চূড়ান্ত রূপ দেওয়ার আগে যে শর্তাবলী ক্লাব প্রশাসনের সামনে নিয়ে আসা হয়েছে তাতে ক্লাবের স্বার্থ লঙ্ঘন হওয়ার আশঙ্কা ।

মহমেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম শীর্ষ কর্তা ইস্তেয়াক আমেদ জানিয়েছেন, তাঁরা বিনিয়োগ সংস্থার হাতে শুধুমাত্র ফুটবলের দায়িত্ব দেবেন । ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স ক্লাবের হাতে থাকবে । ক্লাবের লোগো, জার্সির রঙে কোনও বদল করা যাবে না । এই বিষয়গুলি তাঁরা বিনিয়োগ সংস্থার প্রতিনিধিদের জানিয়েছেন । আর দীর্ঘমেয়াদি চুক্তি নয় । ছোটো মেয়াদের চুক্তি করে পরস্পরকে বুঝে নেওয়ার পর্বটি সারতে চাইছেন সাদাকালো কর্তারা । এই ব্যাপারে শুক্রবার ফের আলোচনার টেবিলে বসা হবে । সেখানেই যাবতীয় সমস্যা মিটবে বলে ইস্তেয়াক আমেদ আশাবাদী ।

আরও পড়ুন :- বাবার কথা মনে পড়ায় কেঁদে ফেলেছিলেন, জানালেন সিরাজ

সাদাকালো কর্তারা বিনিয়োগ সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে ক্লাবের স্বার্থ রক্ষার বিষয়টি সবার আগে রাখতে চাইছেন । এই ব্যাপারে তাঁরা ইস্টবেঙ্গলের অবস্থা দেখে শিক্ষা নিয়েছেন । 9 জানুয়ারি থেকে আই লিগের মূলপর্বে খেলবে মহমেডান । তার আগে বিনিয়োগ সংস্থার সঙ্গে ঝামেলা । সেক্ষেত্রে আই লিগে মহমেডান পুরানো সাদাকালো জার্সি না নব সংস্করণের জার্সি পরবে তা নিয়ে প্রশ্ন রয়েছে । তবে এখনই নেতিবাচক ভাবনাকে প্রশয় দিচ্ছে না মহমেডান । বরং দুপক্ষের স্বার্থসিদ্ধি হয় এমন ব্যবস্থার মধ্যে দিয়ে সমস্যার হাল খোঁজার চেষ্টা চলছে ।

কলকাতা, 7 জানুয়ারি : কম্পানির শর্তে নয়, ক্লাবের স্বার্থ রক্ষা করে বিনিয়োগ সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চায় মহমেডান স্পোর্টিং । বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে বিনিয়োগ সংস্থার কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন সাদা-কালো কর্তারা ।

দুমাসের বেশি সময় আগে বিনিয়োগ সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর করেছিল শতাব্দী প্রাচীন ক্লাব । আধুনিক ভাবনায় ক্লাব চালানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল । কিন্তু, চুক্তিপত্র পড়ার পর মহমেডান ক্লাব কর্তারা চূড়ান্ত স্বাক্ষর করতে রাজি হচ্ছেন না । তাঁদের যুক্তি, এই ব্যাপারে ক্লাব সচিব ওয়াসিম আক্রম ভুল ব্যাখ্যা করেছিলেন । ফলে তাঁরা ক্লাবের ভালো হবে ভেবে প্রাথমিক সম্মতি দিয়েছিলেন । কিন্তু চূড়ান্ত রূপ দেওয়ার আগে যে শর্তাবলী ক্লাব প্রশাসনের সামনে নিয়ে আসা হয়েছে তাতে ক্লাবের স্বার্থ লঙ্ঘন হওয়ার আশঙ্কা ।

মহমেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম শীর্ষ কর্তা ইস্তেয়াক আমেদ জানিয়েছেন, তাঁরা বিনিয়োগ সংস্থার হাতে শুধুমাত্র ফুটবলের দায়িত্ব দেবেন । ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স ক্লাবের হাতে থাকবে । ক্লাবের লোগো, জার্সির রঙে কোনও বদল করা যাবে না । এই বিষয়গুলি তাঁরা বিনিয়োগ সংস্থার প্রতিনিধিদের জানিয়েছেন । আর দীর্ঘমেয়াদি চুক্তি নয় । ছোটো মেয়াদের চুক্তি করে পরস্পরকে বুঝে নেওয়ার পর্বটি সারতে চাইছেন সাদাকালো কর্তারা । এই ব্যাপারে শুক্রবার ফের আলোচনার টেবিলে বসা হবে । সেখানেই যাবতীয় সমস্যা মিটবে বলে ইস্তেয়াক আমেদ আশাবাদী ।

আরও পড়ুন :- বাবার কথা মনে পড়ায় কেঁদে ফেলেছিলেন, জানালেন সিরাজ

সাদাকালো কর্তারা বিনিয়োগ সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে ক্লাবের স্বার্থ রক্ষার বিষয়টি সবার আগে রাখতে চাইছেন । এই ব্যাপারে তাঁরা ইস্টবেঙ্গলের অবস্থা দেখে শিক্ষা নিয়েছেন । 9 জানুয়ারি থেকে আই লিগের মূলপর্বে খেলবে মহমেডান । তার আগে বিনিয়োগ সংস্থার সঙ্গে ঝামেলা । সেক্ষেত্রে আই লিগে মহমেডান পুরানো সাদাকালো জার্সি না নব সংস্করণের জার্সি পরবে তা নিয়ে প্রশ্ন রয়েছে । তবে এখনই নেতিবাচক ভাবনাকে প্রশয় দিচ্ছে না মহমেডান । বরং দুপক্ষের স্বার্থসিদ্ধি হয় এমন ব্যবস্থার মধ্যে দিয়ে সমস্যার হাল খোঁজার চেষ্টা চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.