ETV Bharat / sports

চ্যাম্পিয়ন লিগের ড্র, শেষ ষোলোয় অ্যাটলেটিকোর মুখোমুখি লিভারপুল

সোমবার সুইজারল্যান্ডের নিয়ন শহরে বসেছিল উয়েফা চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোর ড্রয়ের আসর ৷ স্প্যানিশ দল অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ৷

image
চ্যাম্পিয়ন লিগের ড্র
author img

By

Published : Dec 16, 2019, 9:41 PM IST

Updated : Dec 16, 2019, 11:49 PM IST

নিয়ন, 16 ডিসেম্বর : উয়েফা চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোর ড্র হয়ে গেল সোমবার ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদ ৷ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের সামনে রানার্স টটেনহ্যাম হটস্পার ৷ সদ্য কোচ পরিবর্তন করে বর্তমানে হোসে মোরিনহোর প্রশিক্ষণে হটস্পার খেলবে আর বি লিপজিগের বিরুদ্ধে ৷

অন্য এক জার্মান দল বুরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ ফ্রান্সের দল প্যারিস সাঁ জাঁ ৷ চ্যাম্পিয়ন লিগে সবথেকে সফল দল রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি ৷

প্রথমবার নকআউট পর্যায়ে পৌঁছানো ইতালির আতলান্তা খেলবে স্পেনের ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ৷ অন্যদিকে শেষ ষোলোর লড়াইয়ে ল্যাম্পার্ডের চেলসির মুখোমুখি বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হ্যান্স ডিয়েটার ফ্লিকের বায়ার্ন মিউনিখ ৷

শেষ ষোলোর লড়াই শুরু হবে 18 ফ্রেব্রুয়ারি ৷ প্রথম লেগ শেষ হবে 26 ফেব্রুয়ারি ৷ দ্বিতীয় লেগের খেলা শুরু হবে 10 মার্চ, শেষ ষোলোর খেলা শেষ হবে 18 মার্চ ৷

নিয়ন, 16 ডিসেম্বর : উয়েফা চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোর ড্র হয়ে গেল সোমবার ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদ ৷ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের সামনে রানার্স টটেনহ্যাম হটস্পার ৷ সদ্য কোচ পরিবর্তন করে বর্তমানে হোসে মোরিনহোর প্রশিক্ষণে হটস্পার খেলবে আর বি লিপজিগের বিরুদ্ধে ৷

অন্য এক জার্মান দল বুরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ ফ্রান্সের দল প্যারিস সাঁ জাঁ ৷ চ্যাম্পিয়ন লিগে সবথেকে সফল দল রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি ৷

প্রথমবার নকআউট পর্যায়ে পৌঁছানো ইতালির আতলান্তা খেলবে স্পেনের ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ৷ অন্যদিকে শেষ ষোলোর লড়াইয়ে ল্যাম্পার্ডের চেলসির মুখোমুখি বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হ্যান্স ডিয়েটার ফ্লিকের বায়ার্ন মিউনিখ ৷

শেষ ষোলোর লড়াই শুরু হবে 18 ফ্রেব্রুয়ারি ৷ প্রথম লেগ শেষ হবে 26 ফেব্রুয়ারি ৷ দ্বিতীয় লেগের খেলা শুরু হবে 10 মার্চ, শেষ ষোলোর খেলা শেষ হবে 18 মার্চ ৷

New Delhi, Dec 16 (ANI): Delhi's Tis Hazari Court convicted BJP MLA Kuldeep Sengar in Unnao rape-kidnapping case on Dec 16. The quantum of sentence will be pronounced on Dec 17. Speaking on it, victim's lawyer Poonam Kaushik said, "Today the victim and her family's struggle towards fight for justice has fulfilled. Today, it is a historic day as accused Kuldeep Sengar is convicted in the case. It is a significant victory of justice."
Last Updated : Dec 16, 2019, 11:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.