কলকাতা, 19 মে: ভারতীয় ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ ট্রেভর জেমস মরগ্যানের মতে ISL-এ দীর্ঘমেয়াদি চুক্তি হওয়া উচিত। তাঁর সওয়াল অবশ্যই ISL-এ কোচিং করতে আসা কোচেদের হয়ে। অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে ব্রিটিশ কোচ আরও জানালেন, ISL-এর কলেবর বৃদ্ধিতে তিনি খুশি এবং আশাবাদী।
ইস্টবেঙ্গলের কোচ হিসেবে 2010 সালে ভারতীয় ক্লাব ফুটবলে কোচিং করতে এসেছিলেন ট্রেভর জেমস মরগ্যান। আই লিগ না জিততে পারলেও লাল-হলুদের ইতিহাসে অন্যতম সফল বিদেশি কোচ তিনি। প্রথম পর্বে টানা 3 বছর কোচের দায়িত্ব পালন করেছিলেন। অন্যদিকে ISL-এ প্রথম বছর কেরালা ব্লাস্টার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেন তিনি। তবে, ডেভিড জেমস দলের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর "মেন ইন ইয়ালো"র পূর্ণ দায়িত্ব পালন করেন। যদিও, আই লিগের মতোই ISL-ও অধরা ট্রেভর জেমস মরগ্যানের। ফাইনালে ATK-র কাছে পরাজিত হয়ে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে।
এবার কোচেদের দীর্ঘমেয়াদি চুক্তির জন্য সওয়াল করে মরগ্যান বলেন, "ISL-এ সাফল্য পেতে হলে কোচেদের সঙ্গে একাধিক বছরের চুক্তি জরুরি। দশ দলের টুর্নামেন্ট। ফলে প্রথম দিকে সফল না হলে চাপে পড়ে যেতে হয়। ইউরোপে একজন কোচ তাঁর পছন্দ মতো দল গড়ার সুযোগ পান। পর্যাপ্ত সময় দেওয়া হয় দল গুছিয়ে তোলার জন্যে। কিন্তু ISL-এ আপনাকে দ্রুত সরিয়ে নতুন আরেকজনকে আনা হয়। এই রকম অবস্থায় সাফল্য পাওয়া কঠিন হয়ে ওঠে।"
মরগ্যান মনে করেন, নতুন মরসুমে কিবু ভিকুনার সঙ্গে কেরালা ব্লাস্টার্সের দু'বছরের চুক্তি হওয়ায় স্প্যানিশ কোচ তাঁর ফুটবল দর্শনের সঠিক প্রয়োগ করতে পারবেন। নিজের সময়ে কেরালার ব্যর্থতার কারণ হিসেবে প্রতিপক্ষ দলের থেকে পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকাকেই অন্যতম কারণ মনে করছেন তিনি। লকডাউনে অস্ট্রেলিয়ার পার্থের বাড়িতে আটকে থাকলেও ভারতীয় ফুটবল সম্পর্কে যাবতীয় খবর রাখছেন, মঙ্গলবার জানান ট্রেভর জেমস মরগ্যান।