কলকাতা, 4 ফেব্রুয়ারি : "ক্লাবের পুরোনো কর্তারা আমাদের বিভিন্নভাবে সমস্যায় ফেলতে চাইছেন ।" টুইটারে বিস্ফোরক মন্তব্য করলেন কোচ রবি ফাওলারের সহকারী টনি গ্রান্ট । টনির টুইট নিয়ে রীতিমতো বিতর্ক দানা বেধেছে ৷ ময়দানের পরিচিত মুখরা বলছেন প্রকাশ্যে এল অন্তর্দ্বন্দ্ব !
টনি আরও লিখেছেন, "আশা করি, ক্লাবকর্তারা গণমাধ্যমের সাহায্যে আমাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না । এই পরিস্থিতি মোটেও কাম্য় নয় । শ্রী কর্তৃপক্ষ ক্লাব ও ফুটবলের উন্নতির জন্য এখানে এসেছে । এরপরেও যদি আপনারা ক্লাবকর্তাদের সঙ্গে থাকতে চান তাহলে সেটা ভেবে দেখুন ।"
আরও পড়ুন : বিনিয়োগ বিতর্ক মিটবে, আশ্বাস লাল-হলুদ প্রেসিডেন্টের
দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গলের ক্লাবকর্তা ও বিনিয়োগকারীদের মধ্যে সংঘাত চলছে । তা মাঝে মধ্যেই প্রকাশ্যে এসেছে । এবার ক্লাব কর্তাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল রবি ফাওলারের সহকারিকে । যদিও টনির টুইটে মাথা ঘামাতে চাননি ক্লাবকর্তারা ৷ তবে, সোশাল মিডিয়ায় শোরগোল পড়ে যায় । যদিও পরে টনি নিজেই তাঁর টুইটার হ্যান্ডেল থেকে টুইটটি ডিলিট করে দেন ।