ETV Bharat / sports

EURO 2020 : পর্তুগাল ম্যাচে জার্মান তারকার সঙ্গে কী গোপন বার্তালাপ হয়েছিল সিআরসেভেনের ? - গ্রুফ অফ ডেথে

জার্মানির বিরুদ্ধে ম্যাচের 15 মিনিটে গোল করেও জিততে পারেননি রোনাল্ডো, জটারা ৷ পরিবর্তে দুটি আত্মঘাতী গোল-সহ 4টি গোল খেতে হয় পর্তুগিজদের ৷ নিজেদের জালেই দুটি বল জড়ান রুবেন ডায়াস ও রাফায়েল গুরেইরো ৷

সিআরসেভেনে
সিআরসেভেনে
author img

By

Published : Jun 22, 2021, 8:43 PM IST

মিউনিখ, 22 জুন : ইউরো কাপের গ্রুফ অফ ডেথের ম্যাচে পর্তুগালকে 4-2 গোলে পর্যদুস্ত করে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ৷ ফলে রোনাল্ডোদের পরের রাউন্ডে যাওয়া এখন প্রশ্নের মুখে ৷ তবে সে রাতে খেলার ফলাফল ছাড়াও আরও একটি বিষয় দর্শকদের কৌতুহল বাড়ায় ৷ আর তা হল ম্যাচের শেষে জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ ও পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোানাল্ডোর বাক্যালাপ ৷ কী কথা হয়েছিল প্রাক্তন রিয়াল সতীর্থদের মধ্যে?

জার্মানির বিরুদ্ধে ম্যাচের 15 মিনিটে গোল করেও জিততে পারেননি রোনাল্ডো, জটারা ৷ পরিবর্তে দুটি আত্মঘাতী গোল সহ 4টি গোল খেতে হয় পর্তুগিজদের ৷ নিজেদের জালেই দুটি বল জড়ান রুবেন ডায়াস ও রাফায়েল গুরেইরো ৷ জার্মানদের হয়ে বাকি দুটি গোল করেন কাই হেভার্তজ ও রবিন গোসেনস ৷ তবে তা সত্বেও এই দুই তারকার বাক্যালাপ সবার দৃষ্টি আকর্ষণ করে ৷

আজ ক্রুজ সেদিনের তাঁদের বাক্যালাপের ব্যাপারে খোলসা করেন ৷ বলেন, ‘‘ আমি রোনাল্ডোর সঙ্গে চার মরসুম খেলেছি ৷ আমরা ড্রেসিংরুমেও প্রতিবেশি ছিলাম ৷ আবার ওকে দেখে আমি খুব খুশি ৷ আমরা ম্যাচ নিয়ে কথা বলছিলাম ৷ আগামি ম্যাচগুলি নিয়ে কথা বলছিলাম ৷ আমি ওকে শুভেচ্ছা জানিয়েছি ৷ তাছাড়া ইতালিতে কেমন কাটছে সেসব জেনেছি ৷’’

আরও পড়ুন : WTC : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিতর্ক

তবে শুধু রোনাল্ডোর সঙ্গে নয় ৷ টনি ক্রুজকে দেখা যায় পর্তুগিজ ডিফেন্ডার পেপের সঙ্গেও ৷ পেপেও আগে রিয়াল মাদ্রিদে ছিলেন ৷ এবিষয়ে ক্রুজ বলেন, ‘‘পেপেও অসাধারণ ব্যক্তিত্ব ৷ মাঠে ওর আগ্রাসন দেখার মতো ৷’’

মিউনিখ, 22 জুন : ইউরো কাপের গ্রুফ অফ ডেথের ম্যাচে পর্তুগালকে 4-2 গোলে পর্যদুস্ত করে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ৷ ফলে রোনাল্ডোদের পরের রাউন্ডে যাওয়া এখন প্রশ্নের মুখে ৷ তবে সে রাতে খেলার ফলাফল ছাড়াও আরও একটি বিষয় দর্শকদের কৌতুহল বাড়ায় ৷ আর তা হল ম্যাচের শেষে জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ ও পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোানাল্ডোর বাক্যালাপ ৷ কী কথা হয়েছিল প্রাক্তন রিয়াল সতীর্থদের মধ্যে?

জার্মানির বিরুদ্ধে ম্যাচের 15 মিনিটে গোল করেও জিততে পারেননি রোনাল্ডো, জটারা ৷ পরিবর্তে দুটি আত্মঘাতী গোল সহ 4টি গোল খেতে হয় পর্তুগিজদের ৷ নিজেদের জালেই দুটি বল জড়ান রুবেন ডায়াস ও রাফায়েল গুরেইরো ৷ জার্মানদের হয়ে বাকি দুটি গোল করেন কাই হেভার্তজ ও রবিন গোসেনস ৷ তবে তা সত্বেও এই দুই তারকার বাক্যালাপ সবার দৃষ্টি আকর্ষণ করে ৷

আজ ক্রুজ সেদিনের তাঁদের বাক্যালাপের ব্যাপারে খোলসা করেন ৷ বলেন, ‘‘ আমি রোনাল্ডোর সঙ্গে চার মরসুম খেলেছি ৷ আমরা ড্রেসিংরুমেও প্রতিবেশি ছিলাম ৷ আবার ওকে দেখে আমি খুব খুশি ৷ আমরা ম্যাচ নিয়ে কথা বলছিলাম ৷ আগামি ম্যাচগুলি নিয়ে কথা বলছিলাম ৷ আমি ওকে শুভেচ্ছা জানিয়েছি ৷ তাছাড়া ইতালিতে কেমন কাটছে সেসব জেনেছি ৷’’

আরও পড়ুন : WTC : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিতর্ক

তবে শুধু রোনাল্ডোর সঙ্গে নয় ৷ টনি ক্রুজকে দেখা যায় পর্তুগিজ ডিফেন্ডার পেপের সঙ্গেও ৷ পেপেও আগে রিয়াল মাদ্রিদে ছিলেন ৷ এবিষয়ে ক্রুজ বলেন, ‘‘পেপেও অসাধারণ ব্যক্তিত্ব ৷ মাঠে ওর আগ্রাসন দেখার মতো ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.