ETV Bharat / sports

ট্রফি জিততে হিমালয় টপকাতে চান দীপেন্দু - সিকিম গোল্ড কাপ

39তম সিকিম গভর্নর্স গোল্ড কাপের আজ ফাইনাল ৷ মুখোমুখি হচ্ছে মহমেডান স্পোর্টিং ক্লাব এবং সিকিম হিমালয়ান ক্লাব ৷

চলছে অনুশীলন
author img

By

Published : Nov 12, 2019, 1:25 PM IST

Updated : Nov 12, 2019, 1:37 PM IST

পালজোর (সিকিম), 12 নভেম্বর : ক্লান্তি, মাঠের বাইরের প্রতিকূলতা সব সরিয়ে মহমেডানের চোখ শুধুই ট্রফিতে । তাই হিমালয় টপকাতেও রাজি মহমেডানের টেকনিকাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস৷

আজ সিকিমের পালজোরে গভর্নর্স গোল্ড কাপে সাদা-কালো শিবিরের প্রতিপক্ষ হিমালয়ান FC । চল্লিশ বছর পরে সিকিমের কোনও ক্লাব দল গভর্নর্স গোল্ড কাপের ফাইনালে উঠেছে । ফলে স্থানীয় মানুষের আবেগ দলটিকে ঘিরে গড়ে উঠেছে । আজ ফাইনালে স্বাভাবিক ভাবে স্থানীয় দলের সমর্থকদের শব্দব্রহ্ম যে কলকাতার দলটির অন্যতম প্রতিবন্ধকতা হয়ে উঠতে চলেছে তা বলাই বাহুল্য । তার উপর সিকিমের এই দলটির বিরুদ্ধে মহমেডান কোনওদিন জিততে পারেনি ।

pic
চলছে অনুশীলন

আই লিগের দ্বিতীয় ডিভিশনে এই দুই দল পরস্পরের মুখোমুখি হলেও মহমেডান চিরকালই পরাজিত । পরিসংখ্যান পরিস্থিতি জানেন মহমেডানের টেকনিকাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস । প্রতিপক্ষ দলে তিন বিদেশির উপস্থিতি, স্থানীয় ভালো ফুটবলারদের প্রমাণ করার তাগিদের কথা টিম মিটিংয়ে তীর্থঙ্কর, চান্টে, চার্লসদের বলেছেন । উচ্চতা যেহেতু সমস্যা, তাই দ্রুত গোল তুলে নেওয়ার উপর জোর দিচ্ছেন । কারণ, একদিনের ব্যবধানে ম্যাচ খেলার ঝক্কি, উচ্চতাজনিত সমস্যায় ফুটবলারদের শ্লথ হয়ে পড়ার আগেই প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলতে চান তিনি । সাদা-কালো ফুটবলাররাও পরিস্থিতি বুঝতে পেরে চাঙ্গা । তারাও মরশুমের প্রথম ট্রফি ঘরে তুলতে মরিয়া । তাই হিমালয়ান FC-র বাধা টপকাতে কোনও প্রতিকূলতাকে পাত্তা দিতে রাজি নন ।

দীপেন্দু বলছেন, ফাইনাল সবসময়ই গুরুত্বপূর্ণ । কোনও দল এই ম্যাচে দুর্বল নয় । তাই ট্রফির জন্যে ছেলেদের মরিয়া শরীরীভাষা ভালো কিছুর আশা দেখাচ্ছে ।

পালজোর (সিকিম), 12 নভেম্বর : ক্লান্তি, মাঠের বাইরের প্রতিকূলতা সব সরিয়ে মহমেডানের চোখ শুধুই ট্রফিতে । তাই হিমালয় টপকাতেও রাজি মহমেডানের টেকনিকাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস৷

আজ সিকিমের পালজোরে গভর্নর্স গোল্ড কাপে সাদা-কালো শিবিরের প্রতিপক্ষ হিমালয়ান FC । চল্লিশ বছর পরে সিকিমের কোনও ক্লাব দল গভর্নর্স গোল্ড কাপের ফাইনালে উঠেছে । ফলে স্থানীয় মানুষের আবেগ দলটিকে ঘিরে গড়ে উঠেছে । আজ ফাইনালে স্বাভাবিক ভাবে স্থানীয় দলের সমর্থকদের শব্দব্রহ্ম যে কলকাতার দলটির অন্যতম প্রতিবন্ধকতা হয়ে উঠতে চলেছে তা বলাই বাহুল্য । তার উপর সিকিমের এই দলটির বিরুদ্ধে মহমেডান কোনওদিন জিততে পারেনি ।

pic
চলছে অনুশীলন

আই লিগের দ্বিতীয় ডিভিশনে এই দুই দল পরস্পরের মুখোমুখি হলেও মহমেডান চিরকালই পরাজিত । পরিসংখ্যান পরিস্থিতি জানেন মহমেডানের টেকনিকাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস । প্রতিপক্ষ দলে তিন বিদেশির উপস্থিতি, স্থানীয় ভালো ফুটবলারদের প্রমাণ করার তাগিদের কথা টিম মিটিংয়ে তীর্থঙ্কর, চান্টে, চার্লসদের বলেছেন । উচ্চতা যেহেতু সমস্যা, তাই দ্রুত গোল তুলে নেওয়ার উপর জোর দিচ্ছেন । কারণ, একদিনের ব্যবধানে ম্যাচ খেলার ঝক্কি, উচ্চতাজনিত সমস্যায় ফুটবলারদের শ্লথ হয়ে পড়ার আগেই প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলতে চান তিনি । সাদা-কালো ফুটবলাররাও পরিস্থিতি বুঝতে পেরে চাঙ্গা । তারাও মরশুমের প্রথম ট্রফি ঘরে তুলতে মরিয়া । তাই হিমালয়ান FC-র বাধা টপকাতে কোনও প্রতিকূলতাকে পাত্তা দিতে রাজি নন ।

দীপেন্দু বলছেন, ফাইনাল সবসময়ই গুরুত্বপূর্ণ । কোনও দল এই ম্যাচে দুর্বল নয় । তাই ট্রফির জন্যে ছেলেদের মরিয়া শরীরীভাষা ভালো কিছুর আশা দেখাচ্ছে ।

Intro:ক্লান্তি মাঠের বাইরের প্রতিকুলতা সব সরিয়ে মহমেডানের চোখ শুধুই ট্রফিতে।ট্রফি জিততে তাই হিমালয় টপকাতেও রাজি।মঙ্গলবার সিকিমের পালাজোরে গভর্নস গোল্ডকাপে সাদা কালো শিবিরের প্রতিপক্ষ হিমালয়ান এফসি। চল্লিশ বছর পরে সিকিমের কোনও ক্লাব দল গভর্নস গোল্ড কাপের ফাইনালে উঠেছে।ফলে স্থানীয় মানুষের আবেগ দলটিকে ঘিরে গড়ে উঠেছে। মঙ্গলবারের ফাইনালে স্বাভাবিক ভাবে স্থানীয় দলের সমর্থকদের শব্দব্রহ্ম যে কলকাতার দলটির অন্যতম প্রতিবন্ধকতা হয়ে উঠতে চলেছে তা বলাই বাহুল্য। তারওপর সিকিমের এই দলটির বিরুদ্ধে মহমেডান কোনও দিন জিততে পারেনি। আই লিগের দ্বিতীয় ডিভিশনে এই দুই দল পরস্পরের মুখোমুখি হলেও মহমেডান চিরকালই পরাজিত।পরিসংখ্যান পরিস্থিতি জানেন মহমেডান টেকনিক্যাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস।প্রতিপক্ষ দলে তিন বিদেশির উপস্থিতি, স্থানীয় ভালো ফুটবলারদের প্রমাণ করার তাগিদের কথা টিম মিটিং এ তীর্থঙ্কর,চান্টে,চার্লসদের বলেছেন। উচ্চতা যেহেতু সমস্যা তাই দ্রুত গোল তুলে নেওয়ার ওপর জোর দিচ্ছেন।কারন একদিনের ব্যবধানে ম্যাচ খেলার ঝক্কি, উচ্চতা জনিত সমস্যায় ফুটবলারদের শ্লথ হয়ে পড়ার আগেই প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলতে চান তিনি। সাদা কালো ফুটবলাররাও পরিস্থিতি বুঝতে পেরে চাঙ্গা। তারাও মরসুমের প্রথম ট্রফি ঘরে তুলতে মরিয়া। তাই হিমালয়ান এফসির বাধা টপকাতে কোনও প্রতিকুলতাকে পাত্তা দিতে রাজি নন।দীপেন্দু বলছেন ফাইনাল সবসময়ই গুরুত্বপূর্ণ।কোনও দল এই ম্যাচে দূর্বল নয়।তাই ট্রফির জন্যে ছেলেদের মরিয়া শরীরিভাষা ভালো কিছুর আশা দেখাচ্ছে।


Body:মহমেডান


Conclusion:
Last Updated : Nov 12, 2019, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.