ETV Bharat / sports

শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া শংকর, জয়ের খোঁজে ভিকুনা - Mohun bagan Coach Kibu Vicuna

কল্যাণী স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা মোহনবাগানের বাড়তি পাওনা । অ্যাডভান্টেজও বটে । কলকাতা লিগে এখনও পর্যন্ত মোহনবাগানের একমাত্র জয় কল্যাণী স্টেডিয়ামেই । কল্যাণীর বড় মাঠে না খেলার অসুবিধা শংকরলালকে চিন্তায় রেখেছে । তাই চিন্তা, বদলা শীর্ষস্থান দখলে রাখার ফুটবল দ্বৈরথে ভবানীপুর ও মোহনবাগান ।

শংকরলাল
author img

By

Published : Sep 5, 2019, 12:01 AM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর : এক নম্বরের সঙ্গে লিগ টেবিলের আট নম্বর দলের লড়াই ৷ পয়েন্ট টেবিলে অবস্থানের বিচারে এরকম অসম লড়াই নিয়ে ময়দানে আগ্রহ থাকা উচিৎ নয় । তবুও বৃহস্পতিবার এক নম্বরে থাকা ভবানীপুর ক্লাবের সঙ্গে আট নম্বরে থাকা মোহনবাগানের ম্যাচ ঘিরে উৎসাহ তুঙ্গে । ভবানীপুরের কোচ শংকরলাল চক্রবর্তীর বক্তব্য তিনি পয়েন্ট টেবিলে প্রথম স্থান হারাতে নারাজ । তবে আট নম্বরে থাকলেও মোহনবাগানকে নিয়ে তাচ্ছিল্য করার বিলাসিতার জায়গায় তারা নেই । কারণ কিবু ভিকুনার দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কম এবং প্রতিপক্ষ একটা ম্যাচ কম খেলেছে । তাই শূন্য থেকে শুরু করার মানসিকতা নিয়ে কিক অফ করতে চান । দলে ময়দানের পোড়খাওয়া কামো বায়ো রয়েছেন । সঙ্গে আরও দুই চেনা বিদেশি । তাই স্প্যানিশ আর্মাডার শক্ত চ্যালেঞ্জ সামলাতে তৈরি ভবানীপুর ।

একবছর আগে মোহনবাগান আট বছরের খরা কাটিয়ে কলকাতা লিগ ঘরে তুলেছিল । সেদিনের সবুজ মেরুন কোচ শংকরলাল এবছর ভবানীপুরের ডাগ আউটে । স্বাভাবিকভাবে বদলার মানসিকতা কাজ করাই স্বাভাবিক । কিন্তু শংকরলালের বক্তব্য, তিনি এধরনের আবেগ, উচ্ছ্বাস থেকে চিরকালই দূরে । এই ম্যাচও তার ব্যতিক্রম হবে না । ময়দানের একপক্ষ বলছে মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসুর ক্লাব ভবানীপুর । তাই বৃহস্পতিবারের ম্যাচ মোহবাগানের ঘরের খেলা । অভিযোগকে পাত্তা না দিয়ে শংকরলাল বলছেন তাঁদের পাখির চোখ তিন পয়েন্ট ।

কল্যাণীতে ভবানীপুরের বিরুদ্ধে খেলতে নামার আগে স্বস্তিতে নেই মোহনবাগান । ভিপি সুহের ও আশুতোষ মেহেতার চোট নিয়ে দুশ্চিন্তায় কোচ কিবু ভিকুনা । সম্ভবত ভবানীপুরের বিরুদ্ধে তাঁদের পাচ্ছেন না তিনি । তবে লাল কার্ডের নির্বাসন কাটিয়ে দলে ফিরেছেন কিমকিমা । সবুজ মেরুন কোচ এখন ঠিক করেননি কী করবেন? সালভা চামোরোকে দলে আনবেন না মোরান্তে, গঞ্জালেস, বেইতিয়া দিয়ে শুরু করাবেন ? দলে সুযোগ পাওয়ার জন্য এখন সুস্থ প্রতিযোগিতা চলছে । ফলে দল গড়তে হিমসিম খেতে হলেও এই প্রতিযোগিতা উপভোগ করছেন মোহন কোচ । রাখঢাক না করে মানছেন ম্যাচটা কঠিন । এবং লিগ খেতাব ধরে রাখার জন্য এই ম্যাচের তিন পয়েন্ট জরুরি । তাই জয় ছাড়া অন্য ভাবনা নেই ।

কল্যাণী স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা মোহনবাগানের বাড়তি পাওনা । অ্যাডভান্টেজও বটে । কলকাতা লিগে এখনও পর্যন্ত মোহনবাগানের একমাত্র জয় কল্যাণী স্টেডিয়ামেই । কল্যাণীর বড় মাঠে না খেলার অসুবিধা শংকরলালকে চিন্তায় রেখেছে । তাই চিন্তা, বদলা শীর্ষস্থান দখলে রাখার ফুটবল দ্বৈরথে ভবানীপুর ও মোহনবাগান ।

কলকাতা, 4 সেপ্টেম্বর : এক নম্বরের সঙ্গে লিগ টেবিলের আট নম্বর দলের লড়াই ৷ পয়েন্ট টেবিলে অবস্থানের বিচারে এরকম অসম লড়াই নিয়ে ময়দানে আগ্রহ থাকা উচিৎ নয় । তবুও বৃহস্পতিবার এক নম্বরে থাকা ভবানীপুর ক্লাবের সঙ্গে আট নম্বরে থাকা মোহনবাগানের ম্যাচ ঘিরে উৎসাহ তুঙ্গে । ভবানীপুরের কোচ শংকরলাল চক্রবর্তীর বক্তব্য তিনি পয়েন্ট টেবিলে প্রথম স্থান হারাতে নারাজ । তবে আট নম্বরে থাকলেও মোহনবাগানকে নিয়ে তাচ্ছিল্য করার বিলাসিতার জায়গায় তারা নেই । কারণ কিবু ভিকুনার দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কম এবং প্রতিপক্ষ একটা ম্যাচ কম খেলেছে । তাই শূন্য থেকে শুরু করার মানসিকতা নিয়ে কিক অফ করতে চান । দলে ময়দানের পোড়খাওয়া কামো বায়ো রয়েছেন । সঙ্গে আরও দুই চেনা বিদেশি । তাই স্প্যানিশ আর্মাডার শক্ত চ্যালেঞ্জ সামলাতে তৈরি ভবানীপুর ।

একবছর আগে মোহনবাগান আট বছরের খরা কাটিয়ে কলকাতা লিগ ঘরে তুলেছিল । সেদিনের সবুজ মেরুন কোচ শংকরলাল এবছর ভবানীপুরের ডাগ আউটে । স্বাভাবিকভাবে বদলার মানসিকতা কাজ করাই স্বাভাবিক । কিন্তু শংকরলালের বক্তব্য, তিনি এধরনের আবেগ, উচ্ছ্বাস থেকে চিরকালই দূরে । এই ম্যাচও তার ব্যতিক্রম হবে না । ময়দানের একপক্ষ বলছে মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসুর ক্লাব ভবানীপুর । তাই বৃহস্পতিবারের ম্যাচ মোহবাগানের ঘরের খেলা । অভিযোগকে পাত্তা না দিয়ে শংকরলাল বলছেন তাঁদের পাখির চোখ তিন পয়েন্ট ।

কল্যাণীতে ভবানীপুরের বিরুদ্ধে খেলতে নামার আগে স্বস্তিতে নেই মোহনবাগান । ভিপি সুহের ও আশুতোষ মেহেতার চোট নিয়ে দুশ্চিন্তায় কোচ কিবু ভিকুনা । সম্ভবত ভবানীপুরের বিরুদ্ধে তাঁদের পাচ্ছেন না তিনি । তবে লাল কার্ডের নির্বাসন কাটিয়ে দলে ফিরেছেন কিমকিমা । সবুজ মেরুন কোচ এখন ঠিক করেননি কী করবেন? সালভা চামোরোকে দলে আনবেন না মোরান্তে, গঞ্জালেস, বেইতিয়া দিয়ে শুরু করাবেন ? দলে সুযোগ পাওয়ার জন্য এখন সুস্থ প্রতিযোগিতা চলছে । ফলে দল গড়তে হিমসিম খেতে হলেও এই প্রতিযোগিতা উপভোগ করছেন মোহন কোচ । রাখঢাক না করে মানছেন ম্যাচটা কঠিন । এবং লিগ খেতাব ধরে রাখার জন্য এই ম্যাচের তিন পয়েন্ট জরুরি । তাই জয় ছাড়া অন্য ভাবনা নেই ।

কল্যাণী স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা মোহনবাগানের বাড়তি পাওনা । অ্যাডভান্টেজও বটে । কলকাতা লিগে এখনও পর্যন্ত মোহনবাগানের একমাত্র জয় কল্যাণী স্টেডিয়ামেই । কল্যাণীর বড় মাঠে না খেলার অসুবিধা শংকরলালকে চিন্তায় রেখেছে । তাই চিন্তা, বদলা শীর্ষস্থান দখলে রাখার ফুটবল দ্বৈরথে ভবানীপুর ও মোহনবাগান ।

Intro:কলকাতা,৪ সেপ্টেম্বরঃ এক নম্বরের সঙ্গে লিগ টেবিলের আট নম্বর দলের লড়াই। পয়েন্ট টেবিলের অবস্থানের বিচারে এরকম অসম লড়াই নিয়ে ময়দানে আগ্রহ থাকা উচিৎ নয়। তবুও বৃহস্পতিবার একনম্বরে থাকা ভবানীপুর ক্লাবের সঙ্গে আট নম্বরে থাকা মোহনবাগানের ম্যাচ ঘিরে উৎসাহ তুঙ্গে। ভবানীপুরের কোচ শঙ্করলাল চক্রবর্তী বলছেন তিনি পয়েন্ট টেবিলে প্রথম স্থান হারাতে নারাজ। তবে আট নম্বরে থাকলেও মোহনবাগানকে নিয়ে তাচ্ছিল্য করার বিলাসিতার জারগায় তারা নেই। কারন কিবু ভিকুনার দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কম এবং প্রতিপক্ষ একটা ম্যাচ কম খেলেছে। তাই শূন্য থেকে শুরু করার মানসিকতা নিয়ে কিক অফ করতে চান। দলে ময়দানের পোড়খাওয়া কামো বায়ো রয়েছেন। সঙ্গে আরও দুই চেনা বিদেশি। তাই স্প্যানিশ আর্মাডার শক্ত চ্যালেঞ্জ সামলাতে তৈরি ভবানীপুর।
একবছর আগে মোহনবাগান আট বছরের খরা কাটিয়ে কলকাতা লিগ ঘরে তুলেছিল। সেদিনের সবুজ মেরুন কোচ শংকরলাল এবছর ভবানীপুরের ডাগ আউটে। স্বাভাবিকভাবে বদলার মানসিকতা কাজ করাই স্বাভাবিক । কিন্তু শংকরলাল বলছেন তিনি এধরনের আবেগ উচ্ছ্বাস থেকে চিরকালই দূরে।এই ম্যাচও তার ব্যতিক্রম হবে না। ময়দানের একপক্ষ বলছে মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসুর ক্লাব ভবানীপুর। তাই বৃহষ্পতিবারের ম্যাচ মোহবাগানের ঘরের খেলা। অভিযোগকে পাত্তা না দিয়ে শংকরলাল বলছেন তাদের পাখির চোখ তিন পয়েন্ট।
কল্যাণীতে ভবানীপুরের বিরুদ্ধে খেলতে নামার আগে স্বস্তিতে নেই মোহনবাগান। ভিপি সুহের ও আশুতোষ মেহেতার চোট নিয়ে দুশ্চিন্তায় কোচ কিবু ভিকুনা। সম্ভবত ভবানীপুরের বিরুদ্ধে তাদের পাচ্ছেন না তিনি। তবে লাল কার্ডের নির্বাসন কাটিয়ে দলে ফিরেছেন কিমকিমা। সবুজ মেরুন কোচ এখন ঠিক করেননি কী করবেন? সালভা চামোরোকে দলে আনবেন , না , মোরান্তে, গঞ্জালেস, বেইতিয়া দিয়ে শুরু করাবেন ? দলে সুযোগ পাওয়ার জন্য এখন সুস্থ প্রতিযোগিতা চলছে। ফলে দল গড়তে হিমসিম খেতে হলেও, এই প্রতিযোগিতা উপভোগ করছেন মোহন কোচ। রাখঢাক না করে মানছেন ম্যাচটা কঠিন। এবং লিগ খেতাব ধরে রাখার জন্য এই ম্যাচের তিন পয়েন্ট জরুরি। তাই জয় ছাড়া অন্য ভাবনা নেই।
কল্যানী স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা মোহনবাগানের বাড়তি পাওনা। অ্যাডভান্টেজ বটে। কলকাতা লিগে এখনও পর্যন্ত মোহনবাগানের একমাত্র জয় কল্যানী স্টেডিয়ামেই। কল্যানীর বড় মাঠে না খেলার অসুবিধা শংকরলালকে চিন্তায় রেখেছে। তাই চিন্তা বদলা শীর্ষস্থান দখলে রাখার ফুটবল দ্বৈরথে ভবানীপুর ও মোহনবাগান।Body:MohunConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.