ETV Bharat / sports

ঘর সামলে আক্রমণে কলিঙ্গ জয়ের ছক হাবাসের - মুম্বই সিটি এফসি

মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে যে ছকে খেলেছিল এটিকে মোহনবাগান, সেই কৌশলই ওড়িশার বিরুদ্ধে প্রয়োগ করবে তারা ৷ জানালেন সবুজমেরুন কোচ আন্তেনিও লোপেজ হাবাস। সেই মতোই চলছে প্রস্তুতিও ৷

wb_kol_02_atk_mohunbagan_preview_copy_7203838
ঘর সামলে আক্রমণে কলিঙ্গ জয়ের ছক হাবাসের
author img

By

Published : Feb 5, 2021, 8:01 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি : মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে যে ছকে খেলেছিলেন, সেই কৌশলই ফের ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্রয়োগ করতে চান আন্তেনিও লোপেজ হাবাস।

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও দুরন্ত জয় পাওয়ার পর এটিকে মোহনবাগানের ছবিটা বদলে গিয়েছে। লিগে শীর্ষস্থান ধরাই এখন সবুজমেরুন ফুটবলারদের পাখির চোখ। বিষয়টি গোপন করছেন না হাবাসও। বলছেন, ‘‘মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আমরা যে ছকে খেলেছিলাম, সেই কৌশলই ওড়িশার বিরুদ্ধে প্রয়োগ করব। আইএসএলে প্রতিযোগিতার মান এখন অনেক উঁচুতে। কোনও দলই ছোট নয়। তাছাড়া ওড়িশা এখন একটা বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। কোচ বদলের পর যেকোনও দলেরই মানসিক জোর অনেকটাই বেড়ে যায়। সম্পূর্ণ বদল দেখা যায়। যা প্রতিপক্ষের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াতে পারে।’’

কেরালার বিরুদ্ধে প্রায় শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল এটিকে মোহনবাগান। দ্বিতীয়ার্ধে 28 মিনিটের ঝড়ে অবস্থা সামাল দেওয়া গেলেও বিষয়টি যে চিন্তার, তা মানছেন সবুজমেরুণ চাণক্য। তিনি বলেন, ‘‘এই বিষয়ে দল বেছে নেওয়ার পর অবশ্যই আলোচনা করব। মরশুমজুড়ে বিদেশি ফুটবলারদের চোট আঘাত নিয়ে সমস্যায় পড়েছি। নিয়মিত ব্যবধানে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একাদশ গড়ার সময় না পাওয়ায় দল ঠিক রাখা সমস্যা হয়ে দাঁড়ায়৷’’

সবুজ মেরুনের স্প্যানিশ কোচের ইঙ্গিত, এডু গার্সিয়া এবং শুভাশিস বসুর চোট সারিয়ে মাঠে ফিরতে সময় লাগবে৷ ইতিমধ্যে লেনি রডরিগেজকে দলে নেওয়া হয়েছে। 2016 সালে পুণে এফসি-র কোচ থাকাকালীন লেনি রডরিগেজকে দেখেছিলেন হাবাস। তাঁর ফুটবল কৌশল সম্পর্কেও ধারণা রয়েছে হাবাসের। তাই সুযোগ পেয়ে আর দেরি করেননি তিনি। সুযোগ কাজে লাগিয়েছেন।

আরও পড়ুন: 2 গোলে পিছিয়ে থেকেও প্রত্যাবর্তন, সবুজ মেরুনের জয়ে উচ্ছ্বসিত হাবাস

গত দুই ম্যাচে চারটে গোল হজম করেছে সবুজ মেরুন ডিফেন্স। ফলে তিরি, সন্দেশ ঝিঙ্গানদের নিয়ে একটা প্রশ্ন হালকাভাবে উঠতে শুরু করেছে। তবে হাবাস তাঁর ডিফেন্ডারদের পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেন, "20 ম্যাচ ধরে একইরকম পারফরম্যান্স বজায় রাখা কোনও দলের ডিফেন্ডারদের পক্ষে সম্ভব নয়। আমরা শেষ দু’টো ম্যাচে ভালো ডিফেন্স করতে পারিনি ৷ তবে আক্রমণভাগের খেলায় উন্নতি করেছি। তাই আমাদের ভারসাম্য খুঁজতে হবে৷’’

এটিকে মোহনবাগানের হেডস্যার নিজের যুক্তির সমর্থনে মার্সেলিনহোর কথা বলেছেন। তাঁর কথায়, ‘‘মার্সেলিনহো প্রথম থেকেই ভালো খেলছেন। এটা গুরুত্বপূর্ণ। দলের খেলার ধরনও দ্রুত রপ্ত করেছেন। তাই মার্সেলিনহো থাকায় আমাদের জয়ের সুযোগ বেড়েছে ৷’’

কলকাতা, 5 ফেব্রুয়ারি : মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে যে ছকে খেলেছিলেন, সেই কৌশলই ফের ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্রয়োগ করতে চান আন্তেনিও লোপেজ হাবাস।

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও দুরন্ত জয় পাওয়ার পর এটিকে মোহনবাগানের ছবিটা বদলে গিয়েছে। লিগে শীর্ষস্থান ধরাই এখন সবুজমেরুন ফুটবলারদের পাখির চোখ। বিষয়টি গোপন করছেন না হাবাসও। বলছেন, ‘‘মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আমরা যে ছকে খেলেছিলাম, সেই কৌশলই ওড়িশার বিরুদ্ধে প্রয়োগ করব। আইএসএলে প্রতিযোগিতার মান এখন অনেক উঁচুতে। কোনও দলই ছোট নয়। তাছাড়া ওড়িশা এখন একটা বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। কোচ বদলের পর যেকোনও দলেরই মানসিক জোর অনেকটাই বেড়ে যায়। সম্পূর্ণ বদল দেখা যায়। যা প্রতিপক্ষের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াতে পারে।’’

কেরালার বিরুদ্ধে প্রায় শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল এটিকে মোহনবাগান। দ্বিতীয়ার্ধে 28 মিনিটের ঝড়ে অবস্থা সামাল দেওয়া গেলেও বিষয়টি যে চিন্তার, তা মানছেন সবুজমেরুণ চাণক্য। তিনি বলেন, ‘‘এই বিষয়ে দল বেছে নেওয়ার পর অবশ্যই আলোচনা করব। মরশুমজুড়ে বিদেশি ফুটবলারদের চোট আঘাত নিয়ে সমস্যায় পড়েছি। নিয়মিত ব্যবধানে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একাদশ গড়ার সময় না পাওয়ায় দল ঠিক রাখা সমস্যা হয়ে দাঁড়ায়৷’’

সবুজ মেরুনের স্প্যানিশ কোচের ইঙ্গিত, এডু গার্সিয়া এবং শুভাশিস বসুর চোট সারিয়ে মাঠে ফিরতে সময় লাগবে৷ ইতিমধ্যে লেনি রডরিগেজকে দলে নেওয়া হয়েছে। 2016 সালে পুণে এফসি-র কোচ থাকাকালীন লেনি রডরিগেজকে দেখেছিলেন হাবাস। তাঁর ফুটবল কৌশল সম্পর্কেও ধারণা রয়েছে হাবাসের। তাই সুযোগ পেয়ে আর দেরি করেননি তিনি। সুযোগ কাজে লাগিয়েছেন।

আরও পড়ুন: 2 গোলে পিছিয়ে থেকেও প্রত্যাবর্তন, সবুজ মেরুনের জয়ে উচ্ছ্বসিত হাবাস

গত দুই ম্যাচে চারটে গোল হজম করেছে সবুজ মেরুন ডিফেন্স। ফলে তিরি, সন্দেশ ঝিঙ্গানদের নিয়ে একটা প্রশ্ন হালকাভাবে উঠতে শুরু করেছে। তবে হাবাস তাঁর ডিফেন্ডারদের পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেন, "20 ম্যাচ ধরে একইরকম পারফরম্যান্স বজায় রাখা কোনও দলের ডিফেন্ডারদের পক্ষে সম্ভব নয়। আমরা শেষ দু’টো ম্যাচে ভালো ডিফেন্স করতে পারিনি ৷ তবে আক্রমণভাগের খেলায় উন্নতি করেছি। তাই আমাদের ভারসাম্য খুঁজতে হবে৷’’

এটিকে মোহনবাগানের হেডস্যার নিজের যুক্তির সমর্থনে মার্সেলিনহোর কথা বলেছেন। তাঁর কথায়, ‘‘মার্সেলিনহো প্রথম থেকেই ভালো খেলছেন। এটা গুরুত্বপূর্ণ। দলের খেলার ধরনও দ্রুত রপ্ত করেছেন। তাই মার্সেলিনহো থাকায় আমাদের জয়ের সুযোগ বেড়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.