ETV Bharat / sports

কোরোনা প্রভাব ফুটবলে, ইন্টার সহ স্থগিত তিন 'সিরি এ' ম্যাচ

রবিবার সিরি এ-তে ইন্টার মিলান বনাম সাম্পাদোরিয়া, আটলান্টা বনাম সাসুউলো এবং হেলাস ভেরোনা বনাম ক্যাগলিয়ারি- এই তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল ।

three siri a match postponed
কোরোনা প্রভাব ফুটবলে
author img

By

Published : Feb 23, 2020, 4:04 PM IST

তুরিন, 23 ফেব্রুয়ারি: স্থগিত হয়ে গেল সিরি এ-এর তিনটি ম্যাচ । সৌজন্যে রয়েছে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করা কোরোনা ভাইরাস । রবিবার ইতালির উত্তর ভাগের লোম্বার্ডি এবং ভেনেতোতে ম্যাচগুলি হওয়ার কথা ছিল । কিন্তু শনিবার কোরোনা ভাইরাসে দুজনের মৃত্যুর পর ম্যাচ বাতিল করে দিয়েছে ইতালির সরকার ।

রবিবার সিরি এ-তে ইন্টার মিলান বনাম সাম্পাদোরিয়া, আটলান্টা বনাম সাসুউলো এবং হেলাস ভেরোনা বনাম ক্যাগলিয়ারি- এই তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল । সবকটি ম্যাচই ছিল ইতালির উত্তরভাগে । দুর্ভাগ্যবশত ওই উত্তরভাগে শনিবার কোরোনা ভাইরাসে দুজন মানুষের মৃত্যু ঘটে । তারপরই প্রায় ডজনখানেক শহর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় হয় । যদিও রবিবার গিনোয়া, তুরিন এবং রোমের ম্যাচগুলি খেলা হবে সূচি মতোই ।

এই আতঙ্কের মধ্যেই শনিবার কেরিয়ারের এক হাজারতম পেশাদার ম্যাচ খেলে ফেললেন জুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । মাইলস্টোন গড়ার এই ম্যাচে গোল করেন তিনি । এই নিয়ে সিরি এ-তে পরপর 11টি ম্যাচে গোল করলেন CR7 ।

তুরিন, 23 ফেব্রুয়ারি: স্থগিত হয়ে গেল সিরি এ-এর তিনটি ম্যাচ । সৌজন্যে রয়েছে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করা কোরোনা ভাইরাস । রবিবার ইতালির উত্তর ভাগের লোম্বার্ডি এবং ভেনেতোতে ম্যাচগুলি হওয়ার কথা ছিল । কিন্তু শনিবার কোরোনা ভাইরাসে দুজনের মৃত্যুর পর ম্যাচ বাতিল করে দিয়েছে ইতালির সরকার ।

রবিবার সিরি এ-তে ইন্টার মিলান বনাম সাম্পাদোরিয়া, আটলান্টা বনাম সাসুউলো এবং হেলাস ভেরোনা বনাম ক্যাগলিয়ারি- এই তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল । সবকটি ম্যাচই ছিল ইতালির উত্তরভাগে । দুর্ভাগ্যবশত ওই উত্তরভাগে শনিবার কোরোনা ভাইরাসে দুজন মানুষের মৃত্যু ঘটে । তারপরই প্রায় ডজনখানেক শহর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় হয় । যদিও রবিবার গিনোয়া, তুরিন এবং রোমের ম্যাচগুলি খেলা হবে সূচি মতোই ।

এই আতঙ্কের মধ্যেই শনিবার কেরিয়ারের এক হাজারতম পেশাদার ম্যাচ খেলে ফেললেন জুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । মাইলস্টোন গড়ার এই ম্যাচে গোল করেন তিনি । এই নিয়ে সিরি এ-তে পরপর 11টি ম্যাচে গোল করলেন CR7 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.