ETV Bharat / sports

অনূর্ধ্ব 16 ভারতীয় দলের পারফরম্যান্সে মুগ্ধ সুনীল ছেত্রী - বিবিয়ানো ফার্নান্দেজ

বিবিয়ানো ফার্নান্দেজের প্রশিক্ষণাধীন অনূর্ধ্ব 16 দল এশিয়ার ফুটবল মানচিত্রে 10 নম্বরে উঠে এসেছে। ইতিমধ্য়েই তাদের পারফরম্যান্স নিয়ে আশার আলো দেখতে শুরু করেছে ভারতের ফুটবলপ্রেমীরা ।

image
সুনীল ছেত্রী
author img

By

Published : Jun 20, 2020, 3:43 AM IST

কলকাতা, 20 জুন : অনূর্ধ্ব 16 ভারতীয় দলের পারফরম্যান্সে মুগ্ধ সিনিয়র দলের অধিনায়ক সুনীল ছেত্রী । ছোটোদের খেলার তিনি ফ্যান হয়ে গিয়েছেন বলেও জানান ভারতীয় ফুটবলের পোস্টার বয় ।

বিবিয়ানো ফার্নান্দেজের প্রশিক্ষণাধীন ভারতের ছোটোরা এশিয়ার ফুটবল মানচিত্রে 10 নম্বরে উঠে এসেছে। ইতিমধ্য়েই তাদের পারফরম্যান্স নিয়ে আশার আলো দেখতে শুরু করেছে ভারতের ফুটবলপ্রেমীরা ।

অনুর্ধ্ব 16 ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে সুনীল বলেন,"আমি ইতিমধ্যে ছোটোদের ভারতীয় দলের ফ্যান হয়ে গিয়েছি । বিবিয়ানোর কোচিংয়ে ইন্ডিয়ান অ্যারোজ দলটি দারুণ খেলছে । একটা ইউনিট হিসেবে গড়ে উঠেছে ।" একই সঙ্গে তিনি যোগ করেছেন,"ভালো ফুটবল খেলার পাশাপাশি প্রতিটি পদক্ষেপে উন্নতির চেষ্টা করে যেতে হবে । যাতে আগের পারফরম্যান্স ছাপিয়ে যাওয়া সম্ভব হয় ।"

আরও পড়ুন :- ATK-মোহনবাগানের বোর্ড অফ ডাইরেক্টরের নাম ঘোষিত

অনুর্ধ্ব 16 ভারতীয় দলের বর্তমান ফুটবলারদের ভালো খেলা অনুর্ধ্ব 14 দলকে আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন ভারতীয় সিনিয়র দলের অধিনায়ক । নিজে ইতিমধ্যে 15 বছর আর্ন্তজাতিক ফুটবল খেলে ফেলেছেন । যা ভারতে বিরল । দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ এবং বেশি গোল করার রেকর্ডও সুনীলের দখলেই । 35 বছর বয়সি স্ট্রাইকারের এই কৃতিত্বের প্রশংসা সবার মুখে । ইতিমধ্যে বাইচুং ভুটিয়ার মতো ফুটবল ব্যক্তিত্ব বলেছেন, তিনি সুনীল ছেত্রীর ভক্ত । এবং সুনীলের উত্তরসূরি কে হতে পারে তার ধারণা বাইচুংয়ের কাছেও নেই । সেদিক থেকে অনুর্ধ 16 ভারতীয় দলের পারফরম্যান্স হয়ত বাইচুংয়ের দুশ্চিন্তা কিছুটা লাঘব করবে ।

চলতি বছরে AFC অনুর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত হয়েছে । ভারতীয় দল গ্রুপ C-তে রয়েছে। বাহারিনে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টে ভারত ছাড়াও গ্রুপ C-তে আছে কোরিয়া রিপাবলিক, অস্ট্রেলিয়া, উজবেকিস্তানের মত দল। গ্রুপের প্রথম দুই দল কোয়ার্টার ফাইনালে যাবে । সেমিফাইনালে জায়গা করতে পারলে 2021 সালে পেরুতে অনুষ্ঠিত হতে চলা অনুর্ধ্ব 17 বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে ভারতীয় দল ।

সুনীল ছেত্রী বলছেন, ছোটোদের ভালো পারফরম্যান্স সিনিয়র দলের দরজা খুলতে সাহায্য করবে । ইতিমধ্যে অনুর্ধ্ব 17 বিশ্বকাপে ভারতীয় দলের খেলার অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়িয়েছে । সেই দলের ছেলেরা আত্মবিশ্বাসী পারফরম্যান্স করে চলেছে । সেই দলের অমরজিৎ সিং, সুরেশ,নরেন্দ্র গেহলটের কথা বলছেন সুনীল ছেত্রী ।

কলকাতা, 20 জুন : অনূর্ধ্ব 16 ভারতীয় দলের পারফরম্যান্সে মুগ্ধ সিনিয়র দলের অধিনায়ক সুনীল ছেত্রী । ছোটোদের খেলার তিনি ফ্যান হয়ে গিয়েছেন বলেও জানান ভারতীয় ফুটবলের পোস্টার বয় ।

বিবিয়ানো ফার্নান্দেজের প্রশিক্ষণাধীন ভারতের ছোটোরা এশিয়ার ফুটবল মানচিত্রে 10 নম্বরে উঠে এসেছে। ইতিমধ্য়েই তাদের পারফরম্যান্স নিয়ে আশার আলো দেখতে শুরু করেছে ভারতের ফুটবলপ্রেমীরা ।

অনুর্ধ্ব 16 ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে সুনীল বলেন,"আমি ইতিমধ্যে ছোটোদের ভারতীয় দলের ফ্যান হয়ে গিয়েছি । বিবিয়ানোর কোচিংয়ে ইন্ডিয়ান অ্যারোজ দলটি দারুণ খেলছে । একটা ইউনিট হিসেবে গড়ে উঠেছে ।" একই সঙ্গে তিনি যোগ করেছেন,"ভালো ফুটবল খেলার পাশাপাশি প্রতিটি পদক্ষেপে উন্নতির চেষ্টা করে যেতে হবে । যাতে আগের পারফরম্যান্স ছাপিয়ে যাওয়া সম্ভব হয় ।"

আরও পড়ুন :- ATK-মোহনবাগানের বোর্ড অফ ডাইরেক্টরের নাম ঘোষিত

অনুর্ধ্ব 16 ভারতীয় দলের বর্তমান ফুটবলারদের ভালো খেলা অনুর্ধ্ব 14 দলকে আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন ভারতীয় সিনিয়র দলের অধিনায়ক । নিজে ইতিমধ্যে 15 বছর আর্ন্তজাতিক ফুটবল খেলে ফেলেছেন । যা ভারতে বিরল । দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ এবং বেশি গোল করার রেকর্ডও সুনীলের দখলেই । 35 বছর বয়সি স্ট্রাইকারের এই কৃতিত্বের প্রশংসা সবার মুখে । ইতিমধ্যে বাইচুং ভুটিয়ার মতো ফুটবল ব্যক্তিত্ব বলেছেন, তিনি সুনীল ছেত্রীর ভক্ত । এবং সুনীলের উত্তরসূরি কে হতে পারে তার ধারণা বাইচুংয়ের কাছেও নেই । সেদিক থেকে অনুর্ধ 16 ভারতীয় দলের পারফরম্যান্স হয়ত বাইচুংয়ের দুশ্চিন্তা কিছুটা লাঘব করবে ।

চলতি বছরে AFC অনুর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত হয়েছে । ভারতীয় দল গ্রুপ C-তে রয়েছে। বাহারিনে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টে ভারত ছাড়াও গ্রুপ C-তে আছে কোরিয়া রিপাবলিক, অস্ট্রেলিয়া, উজবেকিস্তানের মত দল। গ্রুপের প্রথম দুই দল কোয়ার্টার ফাইনালে যাবে । সেমিফাইনালে জায়গা করতে পারলে 2021 সালে পেরুতে অনুষ্ঠিত হতে চলা অনুর্ধ্ব 17 বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে ভারতীয় দল ।

সুনীল ছেত্রী বলছেন, ছোটোদের ভালো পারফরম্যান্স সিনিয়র দলের দরজা খুলতে সাহায্য করবে । ইতিমধ্যে অনুর্ধ্ব 17 বিশ্বকাপে ভারতীয় দলের খেলার অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়িয়েছে । সেই দলের ছেলেরা আত্মবিশ্বাসী পারফরম্যান্স করে চলেছে । সেই দলের অমরজিৎ সিং, সুরেশ,নরেন্দ্র গেহলটের কথা বলছেন সুনীল ছেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.