ETV Bharat / sports

ট্রফি দিতে এসে মোহনবাগানের খেলার প্রশংসা সুনন্দ ধরের গলায় - সর্বভারতীয় ফুটবল ফেডারেশন

মোহনবাগানের হাতে ট্রফি তুলে দেওয়ার দিনে সুনন্দ ধরের মুখে কিবু ভিকুনার ছেলেদের সুন্দর ফুটবলের প্রশংসা । নতুন মরশুম সবদিক থেকে আলাদা বলে মন্তব্য করেন তিনি ।

সুনন্দ ধর
সুনন্দ ধর
author img

By

Published : Oct 18, 2020, 8:32 PM IST

কলকাতা, 18 অক্টোবর : গত মরশুমে মোহনবাগানের খেলার সঙ্গে ব্রাজিলীয় ফুটবলের তুলনা টানলেন আই লিগ CEO সুনন্দ ধর । একজন ফুটবল ভক্তের কাছে খেলাটির সৌন্দর্য সবার আগে । সেই সৌন্দর্য, দাপট মোহনবাগানের খেলায় গত মরশুমে দেখা গিয়েছিল বলে জানালেন তিনি ।

ব্যক্তিগত ভাবে ব্রাজিলের ফুটবল শৈলী তাঁর প্রিয় । অতীতে ময়দানে টিকিট কেটে খেলা দেখেছেন বলে জানালেন । সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দায়িত্ব গত দশ বছর ধরে সামলালেও একজন ফুটবলপ্রেমীর মন আজও জীবিত । তাই মোহনবাগানের হাতে ট্রফি তুলে দেওয়ার দিনে তাঁর মুখে কিবু ভিকুনার ছেলেদের সুন্দর ফুটবলের প্রশংসা । নতুন মরশুম সবদিক থেকে আলাদা । যার কোনও অতীত অস্তিত্ব নেই । কোরোনা ভাইরাসের প্রকোপ জনজীবন স্তব্ধ করে দিয়েছিল । ক্রীড়াঙ্গন তার ব্যতিক্রম নয় । আই লিগ দ্বিতীয় ডিভিশন সফলভাবে আয়োজনের মধ্যে দিয়ে বল গড়ানোর চেষ্টা শুরু হয়েছে । প্রাথমিকভাবে পাশ আই লিগ দ্বিতীয় ডিভিশনের ব্যবস্থাপনা ।

মোহনবাগানের খেলার প্রশংসা সুনন্দ ধরের গলায়

এবার সামনে আই লিগের মূলপর্ব । বারো দলের মেগালিগ । একশো দিনের বেশি চলবে মাঠের লড়াই । 26 ডিসেম্বর লিগ শুরু হবে । নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আই লিগে অংশগ্রহণকারী দলগুলো প্রস্তুতি শুরু করবে । তার আগে কোভিড প্রটোকল মেনে বাধ্যতামূলক নির্বাসনে থাকতে হবে । আই লিগের মূলপর্বে কোরোনা সচেতনতার বিধিনিষেধ আরও কড়া হবে । মোহনবাগানের হাতে ট্রফি তুলে দিতে এসে আসন্ন আই লিগের পরিকল্পনার কথা শোনালেন সুনন্দ ধর ।

কলকাতা, 18 অক্টোবর : গত মরশুমে মোহনবাগানের খেলার সঙ্গে ব্রাজিলীয় ফুটবলের তুলনা টানলেন আই লিগ CEO সুনন্দ ধর । একজন ফুটবল ভক্তের কাছে খেলাটির সৌন্দর্য সবার আগে । সেই সৌন্দর্য, দাপট মোহনবাগানের খেলায় গত মরশুমে দেখা গিয়েছিল বলে জানালেন তিনি ।

ব্যক্তিগত ভাবে ব্রাজিলের ফুটবল শৈলী তাঁর প্রিয় । অতীতে ময়দানে টিকিট কেটে খেলা দেখেছেন বলে জানালেন । সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দায়িত্ব গত দশ বছর ধরে সামলালেও একজন ফুটবলপ্রেমীর মন আজও জীবিত । তাই মোহনবাগানের হাতে ট্রফি তুলে দেওয়ার দিনে তাঁর মুখে কিবু ভিকুনার ছেলেদের সুন্দর ফুটবলের প্রশংসা । নতুন মরশুম সবদিক থেকে আলাদা । যার কোনও অতীত অস্তিত্ব নেই । কোরোনা ভাইরাসের প্রকোপ জনজীবন স্তব্ধ করে দিয়েছিল । ক্রীড়াঙ্গন তার ব্যতিক্রম নয় । আই লিগ দ্বিতীয় ডিভিশন সফলভাবে আয়োজনের মধ্যে দিয়ে বল গড়ানোর চেষ্টা শুরু হয়েছে । প্রাথমিকভাবে পাশ আই লিগ দ্বিতীয় ডিভিশনের ব্যবস্থাপনা ।

মোহনবাগানের খেলার প্রশংসা সুনন্দ ধরের গলায়

এবার সামনে আই লিগের মূলপর্ব । বারো দলের মেগালিগ । একশো দিনের বেশি চলবে মাঠের লড়াই । 26 ডিসেম্বর লিগ শুরু হবে । নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আই লিগে অংশগ্রহণকারী দলগুলো প্রস্তুতি শুরু করবে । তার আগে কোভিড প্রটোকল মেনে বাধ্যতামূলক নির্বাসনে থাকতে হবে । আই লিগের মূলপর্বে কোরোনা সচেতনতার বিধিনিষেধ আরও কড়া হবে । মোহনবাগানের হাতে ট্রফি তুলে দিতে এসে আসন্ন আই লিগের পরিকল্পনার কথা শোনালেন সুনন্দ ধর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.