ETV Bharat / sports

অনেক স্প্যানিশ-রাশিয়ান দেখেছি, সাফল্য তো 3 ভারতীয় কোচের : সুব্রত - Spain

কলকাতায় ময়দানে অনেক বিদেশি কোচ দেখেছেন ৷ কিন্তু, তাঁদের সাফল্য নেই ৷ সাফল্য পেয়েছেন রহিম সাহেব, অমল দত্ত আর পি কে ব্যানার্জি ৷ মোহনবাগান ম্যাচের আগে বললেন মহামেডান কোচ সুব্রত ভট্টাচার্য ।

সুব্রত ভট্টাচার্য
author img

By

Published : Aug 2, 2019, 5:37 AM IST

কলকাতা, 2 অগাস্ট : "চ্যালেঞ্জ সবসময় আছে । আমার দল চ্যালেঞ্জ নিতে তৈরি ।" এভাবেই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে দলের মেজাজটা বেঁধে দিলেন মহামেডান কোচ সুব্রত ভট্টাচার্য ।

আজ ডুরান্ড কাপে মোহনবাগানের মুখোমুখি মহামেডান ৷ গত কয়েক বছরে কলকাতার অন্য দুই প্রধানের থেকে কিছুটা পিছিয়ে পড়েছে তারা ৷ তবে, তাঁর দল যে হেলাফেলার করার মতো নয় তা জানিয়ে দিলেন সুব্রত ৷ ফুটবলার এবং কোচিং জীবন, ময়দানের অতি পরিচিত বাবলুদা মানেই ডাকাবুকো মনোভাব । তাই মহামেডানের কোচের চেয়ারে বসেও তিনি সবুজ-মেরুনকে কার্যত পাত্তা দিচ্ছেন না । বরং সাদা-কালো শিবিরের পুরোনো অহংবোধকে ফিরিয়ে আনতে পেপ টকের আশ্রয় নিচ্ছেন সুব্রত । কম্বিনেশন গড়ে তোলা ও সেট পিসের উপর অনুশীলনে বাড়তি জোর দিলেন ।

প্রতিপক্ষ মোহনবাগানের আস্থা স্প্যানিশ ফুটবল দর্শনে । তাতে অবশ্য বেশি গুরুত্ব দিতে রাজি নন ময়দানের অতি পরিচিত বাবলুদা ৷ বরং, মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনার প্রশ্ন করতেই ডিফেন্সের বল ক্লিয়ার করার মতো উড়িয়ে দিলেন ৷ বলেন, "কে স্প্যানিশ, কে ফ্রান্সিস, কে রাশিয়ান, কে অ্যামেরিকান তা আমার জানার দরকার নেই ৷ সব দেখেছি ৷ যা সাফল্য ওই রহিম সাহেব, অমল দত্ত আর পি কে ব্যানার্জির ৷ না মরগ্যান নাকি অরগ্যান কীসব এসেছেন ! যা পেরেছেন এই তিনজনই পেরেছেন ৷ স্প্যানিশ কোচের কী আছে ? আমায় দেখাক না ফুটবলের নতুন রীতি-নীতি ৷ মেনে নেব ৷ দেখাতে পারেননি ৷ "

তবে, প্রথম ম্যাচে মোহনবাগানের পরিবর্তে অন্য কোনও প্রতিপক্ষ হলে সুবিধা হত মানছেন । যদিও তা নিয়ে চিন্তিত নন সুব্রত ৷ তাঁর বক্তব্য, সবকিছু হাতে থাকে না । তাই জলাশয়ে নেমে প্রতিকূলতা নিয়ে ভাবার চেয়ে লড়াইয়ের মন্ত্রে দলকে অভ্যস্ত করতে চান । নতুন মোহনবাগানের ফুটবল চরিত্র অজানা । তাই প্রথম আধ ঘণ্টা কিবু ভিকুনার দলকে মেপে প্ল্যান বি'তে যেতে চান সাদা-কালো শিবিরের চাণক্য । তাঁর কথায়, "আমাদেরও ভয় পাচ্ছে ৷ কী ভাবছে পাঁচ গোল মারবে ? মাঠে দেখা যাবে ৷ মোহনবাগান -মহামেডান দুটোই বড় দল ৷ "

দীর্ঘ অভিজ্ঞতায় ভারতীয় ফুটবলের হাল-হকিকত জানা । তবে সুব্রতর প্রধান সমস্যা নিজের দলের সীমাবদ্ধতা । তীর্থঙ্কর, হিরা মণ্ডলের মতো চেনা মুখ রয়েছেন । তাঁদের সঙ্গে নাইজেরিয়ার করিম ওমোলোজা, উগান্ডার মুসা মুদে, আইভরি কোস্টের আর্থার রয়েছেন । কিন্তু অসুস্থতা, হালকা চোট এবং নথিভুক্তকরণের সমস্যায় কতজনকে পাওয়া যাবে সেটাই বড় প্রশ্ন । তাই নিজের ফুটবল প্রজ্ঞা, লড়াকু মানসিকতায় লড়কে লেঙ্গে স্লোগান নিয়ে ডুরান্ডে বাজিমাতের বার্তা সুব্রত ভট্টাচার্যের গলায় ।

কলকাতা, 2 অগাস্ট : "চ্যালেঞ্জ সবসময় আছে । আমার দল চ্যালেঞ্জ নিতে তৈরি ।" এভাবেই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে দলের মেজাজটা বেঁধে দিলেন মহামেডান কোচ সুব্রত ভট্টাচার্য ।

আজ ডুরান্ড কাপে মোহনবাগানের মুখোমুখি মহামেডান ৷ গত কয়েক বছরে কলকাতার অন্য দুই প্রধানের থেকে কিছুটা পিছিয়ে পড়েছে তারা ৷ তবে, তাঁর দল যে হেলাফেলার করার মতো নয় তা জানিয়ে দিলেন সুব্রত ৷ ফুটবলার এবং কোচিং জীবন, ময়দানের অতি পরিচিত বাবলুদা মানেই ডাকাবুকো মনোভাব । তাই মহামেডানের কোচের চেয়ারে বসেও তিনি সবুজ-মেরুনকে কার্যত পাত্তা দিচ্ছেন না । বরং সাদা-কালো শিবিরের পুরোনো অহংবোধকে ফিরিয়ে আনতে পেপ টকের আশ্রয় নিচ্ছেন সুব্রত । কম্বিনেশন গড়ে তোলা ও সেট পিসের উপর অনুশীলনে বাড়তি জোর দিলেন ।

প্রতিপক্ষ মোহনবাগানের আস্থা স্প্যানিশ ফুটবল দর্শনে । তাতে অবশ্য বেশি গুরুত্ব দিতে রাজি নন ময়দানের অতি পরিচিত বাবলুদা ৷ বরং, মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনার প্রশ্ন করতেই ডিফেন্সের বল ক্লিয়ার করার মতো উড়িয়ে দিলেন ৷ বলেন, "কে স্প্যানিশ, কে ফ্রান্সিস, কে রাশিয়ান, কে অ্যামেরিকান তা আমার জানার দরকার নেই ৷ সব দেখেছি ৷ যা সাফল্য ওই রহিম সাহেব, অমল দত্ত আর পি কে ব্যানার্জির ৷ না মরগ্যান নাকি অরগ্যান কীসব এসেছেন ! যা পেরেছেন এই তিনজনই পেরেছেন ৷ স্প্যানিশ কোচের কী আছে ? আমায় দেখাক না ফুটবলের নতুন রীতি-নীতি ৷ মেনে নেব ৷ দেখাতে পারেননি ৷ "

তবে, প্রথম ম্যাচে মোহনবাগানের পরিবর্তে অন্য কোনও প্রতিপক্ষ হলে সুবিধা হত মানছেন । যদিও তা নিয়ে চিন্তিত নন সুব্রত ৷ তাঁর বক্তব্য, সবকিছু হাতে থাকে না । তাই জলাশয়ে নেমে প্রতিকূলতা নিয়ে ভাবার চেয়ে লড়াইয়ের মন্ত্রে দলকে অভ্যস্ত করতে চান । নতুন মোহনবাগানের ফুটবল চরিত্র অজানা । তাই প্রথম আধ ঘণ্টা কিবু ভিকুনার দলকে মেপে প্ল্যান বি'তে যেতে চান সাদা-কালো শিবিরের চাণক্য । তাঁর কথায়, "আমাদেরও ভয় পাচ্ছে ৷ কী ভাবছে পাঁচ গোল মারবে ? মাঠে দেখা যাবে ৷ মোহনবাগান -মহামেডান দুটোই বড় দল ৷ "

দীর্ঘ অভিজ্ঞতায় ভারতীয় ফুটবলের হাল-হকিকত জানা । তবে সুব্রতর প্রধান সমস্যা নিজের দলের সীমাবদ্ধতা । তীর্থঙ্কর, হিরা মণ্ডলের মতো চেনা মুখ রয়েছেন । তাঁদের সঙ্গে নাইজেরিয়ার করিম ওমোলোজা, উগান্ডার মুসা মুদে, আইভরি কোস্টের আর্থার রয়েছেন । কিন্তু অসুস্থতা, হালকা চোট এবং নথিভুক্তকরণের সমস্যায় কতজনকে পাওয়া যাবে সেটাই বড় প্রশ্ন । তাই নিজের ফুটবল প্রজ্ঞা, লড়াকু মানসিকতায় লড়কে লেঙ্গে স্লোগান নিয়ে ডুরান্ডে বাজিমাতের বার্তা সুব্রত ভট্টাচার্যের গলায় ।

Intro:চ্যালেঞ্জ সবসময় আছে।আমার দল চ্যালেঞ্জ নিতে তৈরি। এভাবেই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে মেজাজটা বেধে দিলেন মহমেডানের কোচ সুব্রত ভট্টাচার্য। ফুটবলার এবং কোচিং জীবন, সুব্রত বাবলু ভট্টাচার্য মানেই ডাকাবুকো মনোভাব। তাই মহমেডানের মত দলের কোচের চেয়ারে বসেও তিনি সবুজ মেরুন কে কার্যত পাত্তা দিচ্ছেন না। বরং সাদা কালো শিবিরের পুরানো অহংবোধ কে ফিরিয়ে আনতে পেপ টকের আশ্রয় নিচ্ছেন। অনুশীলনে কম্বিনেশন গড়ে তোলা ও সেট পিসে জোর দিলেন। প্রতিপক্ষ মোহনবাগানের আস্থা স্প্যানিশ ফুটবল দর্শন। সুব্রত ভট্টাচার্য বলছেন বিদেশি কোচের কৌশল সামলানোর অভিঞ্জতা তার আছে। প্রথম ম্যাচ মোহনবাগানের বদলে অন্য কোনও দল হলে সুবিধা হত মানছেন।তবে সবকিছু হাতে থাকে না। তাই জলাশয়ে নেমে প্রতিকুলতা নিয়ে ভাবার চেয়ে লড়াইয়ের মন্ত্রে দলকে অভ্যস্ত করতে চান। নতুন মোহনবাগানের ফুটবল চরিত্র অজানা।তাই প্রথম আধঘণ্টা কিবু ভিকুনার দলকে মেপে নিয়ে প্ল্যান বি তে চলে যেতে চান সাদা কালো শিবিরের চানক্য। দীর্ঘ অভিঞ্জতা য় ভারতীয় ফুটবলের হাল হকিকত জানা। তবে সুব্রতর প্রধান সমস্যা নিজের দলের সীমাবদ্ধ তা। তীর্থঙ্কর,হীরা মন্ডলের মত চেনা মুখ রয়েছে। এদের সঙ্গে নাইজেরিয়ার করিম ওমোলোজা,উগান্ডার মুসা মুদে, আইভরি কোস্টের আর্থার রয়েছেন। কিন্তু অসুস্থতা হাল্কা চোট এবং নথিভুক্ত করনের সমস্যায় কতজনকে পাওয়া যাবে সেটাই বড় প্রশ্ন। তাই নিজের ফুটবল প্রঞ্জা,ও লড়াকু মানসিকতায় লড়কে লেঙ্গে ডুরান্ডের স্লোগান সুব্রত ভট্টাচার্যের গলায়।


Body:মহ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.