ETV Bharat / sports

মানুষের পাশে দাঁড়ান, লাল-হলুদ কর্তাদের অনুরোধ আশিয়ান জয়ীদের - corona virus pandemic

ইস্টবেঙ্গল সচিবকে লেখা সেই চিঠিতে সন্দীপ নন্দী, দেবজিৎ ঘোষ, মহেশ গাউলি, দীপঙ্কর রায়, সংগ্রাম মুখার্জি, সুলে মুসা, ষষ্ঠী দুলে, টুলুঙ্গা, সূর্যবিকাশ চক্রবর্তী, তুষার রক্ষিতরা সই করেছেন । তাঁরা বলেছেন এই সময়ে ক্লাবের প্রধান লক্ষ্য হওয়া উচিত "ঊই দ্য পিপল, নেকস্ট টু দ্য পিপল" এবং "আমরা সকলের পাশে থাকার প্রতিঞ্জাবদ্ধ ।"

লাল-হলুদ
লাল-হলুদ
author img

By

Published : Jul 27, 2020, 4:19 AM IST

কলকাতা, 26 জুলাই : মানুষ এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে । এই সময় ইন্ডিয়ান সুপার লিগ খেলা লক্ষ্য না করে বিপন্ন মানুষের পাশে দাঁড়াক ক্লাব । এই আর্জি জানিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে চিঠি দিলেন আশিয়ান কাপ জয়ী দলের ফুটবলাররা ।

17 বছর আগে এই দিনে জাকার্তায় ভারতের প্রথম ক্লাব হিসেবে আশিয়ান কাপ জিতেছিল ইস্টবেঙ্গল । বিদেশের মাটিতে ভারতের প্রথম ক্লাব হিসেবে ট্রফি জয়, লাল-হলুদ ব্রিগেডকে ইতিহাসে জায়গা করে দিয়েছে । সুভাষ ভৌমিকের প্রশিক্ষণ সুলে মুসার নেতৃত্ব, ডগলাসের দুরন্ত ফুটবল, ষষ্ঠী দুলের মরিয়া প্রয়াস, মাইক ওকোরোর ফুটবল নৈপুণ্য এবং বাইচুং ভুটিয়ার ক্ষিপ্রতা ইস্টবেঙ্গলকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছিল । সেই সাফল্যের কথা মাথায় রেখে রবিবারের দুপুরে ফুটবলাররা ক্লাব তাঁবুতে কেক কাটলেন । একই সঙ্গে কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর আর্জি জানালেন ।

ইস্টবেঙ্গল সচিবকে লেখা সেই চিঠিতে সন্দীপ নন্দী, দেবজিৎ ঘোষ, মহেশ গাউলি, দীপঙ্কর রায়, সংগ্রাম মুখার্জি, সুলে মুসা, ষষ্ঠী দুলে, টুলুঙ্গা, সূর্যবিকাশ চক্রবর্তী, তুষার রক্ষিতরা সই করেছেন । তাঁরা বলেছেন এই সময়ে ক্লাবের প্রধান লক্ষ্য হওয়া উচিত "ঊই দ্য পিপল, নেকস্ট টু দ্য পিপল" এবং "আমরা সকলের পাশে থাকার প্রতিঞ্জাবদ্ধ ।"

আরও পড়ুন :- ওল্ড ট্র্যাফোর্ডে ব্রড শো, ব্যাকফুটে ক্যারিবিয়ানরা

আশিয়ান জয়ী দলের গোলরক্ষক সন্দীপ নন্দী বলেছেন, "এই চিঠি দেওয়ার উদ্যোগ আলভিটো ডি কুনহার । বাইচুং ভুটিয়ার সম্মতি রয়েছে । আমাকে চিঠির বিষয়বস্তু শোনানো হয়েছে । আমি সম্মতি জানিয়েছি মাত্র । তবে কঠিন সময়ে সবার আগে মানুষের পাশে দাঁড়ানো মূল কর্তব্য হওয়া উচিত ।"

নতুন মরশুমের ISL-এ ইস্টবেঙ্গলের সম্ভাবনা কমছে, তা পরিস্কার । আপাততভাবে দশ দলের টুর্নামেন্ট হতে চলেছে ISL । গোয়া কিংবা কেরালাতে হবে এই মেগা টুর্নামেন্ট । কোরোনা ভাইরাসের প্যানডেমিকে টুর্নামেন্টের জৌলুসে কাটছাঁট হবে । বিধিনিষেধের শিকল কঠিন হবে । এই অবস্থায় দল সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেই বলে শোনা যাচ্ছে ।

ISL চেয়ারপারসন বিশেষ উদ্যোগ নিলে হয়তো ছবি বদলাবে । পরিস্থিতি প্রতিকুল মেনে লাল হলুদ কর্তাদের এই মরসুমে আই লিগ খেলার পরামর্শ অনেকেই দিয়েছেন । এবার আশিয়ান জয়ী দলের সদস্যরা সেই পরামর্শ সম্বলিত চিঠি দিলেন ক্লাব সচিবকে ।

কলকাতা, 26 জুলাই : মানুষ এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে । এই সময় ইন্ডিয়ান সুপার লিগ খেলা লক্ষ্য না করে বিপন্ন মানুষের পাশে দাঁড়াক ক্লাব । এই আর্জি জানিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে চিঠি দিলেন আশিয়ান কাপ জয়ী দলের ফুটবলাররা ।

17 বছর আগে এই দিনে জাকার্তায় ভারতের প্রথম ক্লাব হিসেবে আশিয়ান কাপ জিতেছিল ইস্টবেঙ্গল । বিদেশের মাটিতে ভারতের প্রথম ক্লাব হিসেবে ট্রফি জয়, লাল-হলুদ ব্রিগেডকে ইতিহাসে জায়গা করে দিয়েছে । সুভাষ ভৌমিকের প্রশিক্ষণ সুলে মুসার নেতৃত্ব, ডগলাসের দুরন্ত ফুটবল, ষষ্ঠী দুলের মরিয়া প্রয়াস, মাইক ওকোরোর ফুটবল নৈপুণ্য এবং বাইচুং ভুটিয়ার ক্ষিপ্রতা ইস্টবেঙ্গলকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছিল । সেই সাফল্যের কথা মাথায় রেখে রবিবারের দুপুরে ফুটবলাররা ক্লাব তাঁবুতে কেক কাটলেন । একই সঙ্গে কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর আর্জি জানালেন ।

ইস্টবেঙ্গল সচিবকে লেখা সেই চিঠিতে সন্দীপ নন্দী, দেবজিৎ ঘোষ, মহেশ গাউলি, দীপঙ্কর রায়, সংগ্রাম মুখার্জি, সুলে মুসা, ষষ্ঠী দুলে, টুলুঙ্গা, সূর্যবিকাশ চক্রবর্তী, তুষার রক্ষিতরা সই করেছেন । তাঁরা বলেছেন এই সময়ে ক্লাবের প্রধান লক্ষ্য হওয়া উচিত "ঊই দ্য পিপল, নেকস্ট টু দ্য পিপল" এবং "আমরা সকলের পাশে থাকার প্রতিঞ্জাবদ্ধ ।"

আরও পড়ুন :- ওল্ড ট্র্যাফোর্ডে ব্রড শো, ব্যাকফুটে ক্যারিবিয়ানরা

আশিয়ান জয়ী দলের গোলরক্ষক সন্দীপ নন্দী বলেছেন, "এই চিঠি দেওয়ার উদ্যোগ আলভিটো ডি কুনহার । বাইচুং ভুটিয়ার সম্মতি রয়েছে । আমাকে চিঠির বিষয়বস্তু শোনানো হয়েছে । আমি সম্মতি জানিয়েছি মাত্র । তবে কঠিন সময়ে সবার আগে মানুষের পাশে দাঁড়ানো মূল কর্তব্য হওয়া উচিত ।"

নতুন মরশুমের ISL-এ ইস্টবেঙ্গলের সম্ভাবনা কমছে, তা পরিস্কার । আপাততভাবে দশ দলের টুর্নামেন্ট হতে চলেছে ISL । গোয়া কিংবা কেরালাতে হবে এই মেগা টুর্নামেন্ট । কোরোনা ভাইরাসের প্যানডেমিকে টুর্নামেন্টের জৌলুসে কাটছাঁট হবে । বিধিনিষেধের শিকল কঠিন হবে । এই অবস্থায় দল সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেই বলে শোনা যাচ্ছে ।

ISL চেয়ারপারসন বিশেষ উদ্যোগ নিলে হয়তো ছবি বদলাবে । পরিস্থিতি প্রতিকুল মেনে লাল হলুদ কর্তাদের এই মরসুমে আই লিগ খেলার পরামর্শ অনেকেই দিয়েছেন । এবার আশিয়ান জয়ী দলের সদস্যরা সেই পরামর্শ সম্বলিত চিঠি দিলেন ক্লাব সচিবকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.