ETV Bharat / sports

ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া ছিন্ন কোয়েসের - Quess

শতবর্ষে বিপর্যয় লাল-হলুদে ৷ ইস্টবেঙ্গলের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে দিল বিনিয়োগকারী সংস্থা কোয়েস ৷ মে মাসের পর থেকে একদিনও ইস্টবেঙ্গলের সঙ্গে থাকবে না তারা ৷

East Bengal
পথ আলাদা ইস্টবেঙ্গল-কোয়েসের
author img

By

Published : Feb 11, 2020, 1:00 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি : খারাপ সময় যেন কাটতেই চাইছে না ইস্টবেঙ্গলের ৷ সদ্য শতবর্ষে পা দেওয়া ক্লাবটি চলতি আই লিগে টানা হেরে চলেছে ৷ তার মধ্যেই বিনিয়োগকারী সংস্থা কোয়েস লাল-হলুদের সঙ্গে গাঁটছড়া ছিন্ন করার কথা জানিয়ে দিল ৷ সোমবার কোয়েসের শীর্ষকর্তা সুব্রত নাগ সোশাল মিডিয়ায় এই বিচ্ছেদের কথা জানিয়ে দেন ৷

মরশুমের বাকি কয়েক মাস ইস্টবেঙ্গলের সঙ্গে থাকছে কোয়েস । তবে মে মাসের পর থেকে পথ আলাদা হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল এবং বিনিয়োগকারী সংস্থা কোয়েস ৷ 70 শতাংশ শেয়ার রয়েছে কোয়েসের কাছে। এই অবস্থায় তাদের চলে যাওয়ার অর্থ হল ইস্টবেঙ্গলকে নতুন মরশুমে একাই চলতে হবে । দলগঠনের জন্য নতুন স্পনসর খুঁজতে হবে ।

সুব্রত নাগ অবশ্য বলেছেন, তারা চলে যাওয়ার আগে শেয়ার উপযুক্ত সংস্থার কাছে বিক্রি করার চেষ্টা করবেন । যদি তা সম্ভব না হয় তাহলেও 31 মে-র পর একদিনও ইস্টবেঙ্গলের সঙ্গে থাকবে না কোয়েস । সোশাল মিডিয়ার লোগো থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে কোয়েস ৷ এই অবস্থায় 13 ফেব্রুয়ারি পঞ্জাব FC-র বিরুদ্ধে ম্যাচে ইস্টবেঙ্গলের জার্সিতে কোয়েসের নাম থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে ।

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, বিনিয়োগ সংস্থা বা স্পনসরের আসা যাওয়া নতুন নয় । ইস্টবেঙ্গল তাই এমন খবরে মোটেও বিস্মিত নয় । তবে তাঁরাও বসে নেই ।

কলকাতা, 11 ফেব্রুয়ারি : খারাপ সময় যেন কাটতেই চাইছে না ইস্টবেঙ্গলের ৷ সদ্য শতবর্ষে পা দেওয়া ক্লাবটি চলতি আই লিগে টানা হেরে চলেছে ৷ তার মধ্যেই বিনিয়োগকারী সংস্থা কোয়েস লাল-হলুদের সঙ্গে গাঁটছড়া ছিন্ন করার কথা জানিয়ে দিল ৷ সোমবার কোয়েসের শীর্ষকর্তা সুব্রত নাগ সোশাল মিডিয়ায় এই বিচ্ছেদের কথা জানিয়ে দেন ৷

মরশুমের বাকি কয়েক মাস ইস্টবেঙ্গলের সঙ্গে থাকছে কোয়েস । তবে মে মাসের পর থেকে পথ আলাদা হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল এবং বিনিয়োগকারী সংস্থা কোয়েস ৷ 70 শতাংশ শেয়ার রয়েছে কোয়েসের কাছে। এই অবস্থায় তাদের চলে যাওয়ার অর্থ হল ইস্টবেঙ্গলকে নতুন মরশুমে একাই চলতে হবে । দলগঠনের জন্য নতুন স্পনসর খুঁজতে হবে ।

সুব্রত নাগ অবশ্য বলেছেন, তারা চলে যাওয়ার আগে শেয়ার উপযুক্ত সংস্থার কাছে বিক্রি করার চেষ্টা করবেন । যদি তা সম্ভব না হয় তাহলেও 31 মে-র পর একদিনও ইস্টবেঙ্গলের সঙ্গে থাকবে না কোয়েস । সোশাল মিডিয়ার লোগো থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে কোয়েস ৷ এই অবস্থায় 13 ফেব্রুয়ারি পঞ্জাব FC-র বিরুদ্ধে ম্যাচে ইস্টবেঙ্গলের জার্সিতে কোয়েসের নাম থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে ।

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, বিনিয়োগ সংস্থা বা স্পনসরের আসা যাওয়া নতুন নয় । ইস্টবেঙ্গল তাই এমন খবরে মোটেও বিস্মিত নয় । তবে তাঁরাও বসে নেই ।

Intro:চলতি বছরের মে মাসের পরে ইস্টবেঙ্গলের সঙ্গে আর পথ না চলার সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কোয়েস কর্তৃপক্ষ। সোমবার শীর্ষকর্তা সুব্রত নাগ তার সোশ্যাল মিডিয়া পেজে এই বিচ্ছেদের কথা সরকারি ভাবে জানান। মরসুমের বাকি কয়েক মাস ইস্টবেঙ্গলের সঙ্গে থাকছে তারা। সত্তর শতাংশ শেয়ার রয়েছে কোয়েসের কাছে। এই অবস্থায় তাদের চলে যাওয়ার কথা ঘোষণা করার অর্থ,ইস্টবেঙ্গল কে নতুন মরসুমে একাকী চলতে হবে। দলগঠনের জন্যে নতুন স্পনসর বা বিনিয়োগ কারী সংস্থা খুজতে হবে।
সুব্রত নাগ বলেছেন তারা চলে যাওয়ার আগে তাদের শেয়ার উপযুক্ত সংস্থার কাছে বিক্রি করার চেষ্টা করবেন।তা সম্ভব না হলেও 31মে র পরে একদিনও ইস্টবেঙ্গলের সঙ্গে থাকবেন না।ইতিমধ্যে কোয়েস তাদের যাবতীয় নাম ইস্টবেঙ্গলের নামের থেকে সরিয়ে নিয়েছে।এই অবস্থায় 13ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের জার্সিতে কোয়েসের নাম থাকবে কি না তা বড় প্রশ্ন।
ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি করার সময় এবং পরবর্তী বছরে দল চালাতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তা নতুন কোনও সংস্থার কাছে বিক্রি করার চেষ্টা চালাচ্ছে কোয়েস।তা সম্ভব না হলে ক্ষতি স্বীকার করে চলে যাবে তারা।
ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন বিনিয়োগ সংস্থা বা স্পনসরের আসা যাওয়া নতুন নয়। ইস্টবেঙ্গল তাই এই খবরে বিস্মিত নয়।তবে তারা বসে নেই।


Body:প্র্যাকটিস


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.