ETV Bharat / sports

রোনাল্ডোকে পিছনে ফেলে সিরি এ সেরা দিবালা

author img

By

Published : Aug 5, 2020, 5:20 PM IST

সিরি এ-র সেরা খেলোয়াড়ের মুকুট যে রোনাল্ডোর মাথায় উঠবে তা অনেকেই ধরে নিয়েছিলেন। কিন্তু এবার লিগের সেরা খেলোয়াড়ের মুকুট উঠল রোনাল্ডোর ক্লাব সতীর্থ পাওলো দিবালার মাথায়।

dybala
dybala

রোম, 5 অগাস্ট : রোনাল্ডোকে পিছনে ফেলে 2019-20 মরশুমে সিরি এ-র সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন পাওলো দিবালা । শুধু তিনি নন, সেরাদের তালিকায় রয়েছেন আর্জেন্তিনার আরও ফুটবলার । লিগের সেরা মিডফিল্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন পাও গোমেজ় ।

সিরি এ-তে সেরা গোলরক্ষক হয়েছেন জুভেন্তাসের ভয়েচেক সেজনি। সেরা অনুর্ধ্ব-23 খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জুভেন্তাস থেকে পার্মায় লোনে খেলতে যাওয়া দেয়ান কুলুসেভস্কি । লিগের সেরা ডিফেন্ডার হয়েছেন ইন্টার মিলানের স্তেফান দি ভ্রিজ। রেকর্ড ৩৬ গোল করে সেরা স্ট্রাইকার নির্বাচিত হয়েছেন লাৎসিওর চিরো ইমমোবিল।

রোনাল্ডোর ভাঁড়ার শূন্য । জুভেন্তাসের টানা নবম সিরি এ চ্যাম্পিয়ন হওয়ার পথে যা রোনাল্ডোর অবদান কম নয় । ইতালিয় লিগে দ্রুততম সময়ে করেছেন পঞ্চাশ গোল । 2019-20 মরশুমে সিরি এ তে ৩৩ ম্যাচ খেলে করেছেন ৩১ গোল । এমন পারফরম্যান্সের পর লিগের সেরা খেলোয়াড়ের মুকুট তাঁর মাথায় উঠবে তা অনেকেই ধরে নিয়েছিলেন।

2018-19 মরশুমে রোনাল্ডো জুভেন্তাসে আসার পর অনেকটা আড়ালে চলে গিয়েছিলেন দিবালা। এবার শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি ছিল তাঁর পারফরম্যান্সে। কিন্তু কোরোনা তাঁর পথে বাধা হয়ে দাঁড়ায় । কোরোনা জয় করে মাঠে ফিরে অবশ্য নিজের কাজটা ঠিক করে গেছেন এই ফরোয়ার্ড। রোনাল্ডোর সমান ম্যাচ খেলে ১১ গোল করার পাশাপাশি করিয়েছেন 11 গোল । 2019-20 মরশুমে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মোড় ঘুরিয়ে দিয়েছিলেন ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড ।

রোম, 5 অগাস্ট : রোনাল্ডোকে পিছনে ফেলে 2019-20 মরশুমে সিরি এ-র সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন পাওলো দিবালা । শুধু তিনি নন, সেরাদের তালিকায় রয়েছেন আর্জেন্তিনার আরও ফুটবলার । লিগের সেরা মিডফিল্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন পাও গোমেজ় ।

সিরি এ-তে সেরা গোলরক্ষক হয়েছেন জুভেন্তাসের ভয়েচেক সেজনি। সেরা অনুর্ধ্ব-23 খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জুভেন্তাস থেকে পার্মায় লোনে খেলতে যাওয়া দেয়ান কুলুসেভস্কি । লিগের সেরা ডিফেন্ডার হয়েছেন ইন্টার মিলানের স্তেফান দি ভ্রিজ। রেকর্ড ৩৬ গোল করে সেরা স্ট্রাইকার নির্বাচিত হয়েছেন লাৎসিওর চিরো ইমমোবিল।

রোনাল্ডোর ভাঁড়ার শূন্য । জুভেন্তাসের টানা নবম সিরি এ চ্যাম্পিয়ন হওয়ার পথে যা রোনাল্ডোর অবদান কম নয় । ইতালিয় লিগে দ্রুততম সময়ে করেছেন পঞ্চাশ গোল । 2019-20 মরশুমে সিরি এ তে ৩৩ ম্যাচ খেলে করেছেন ৩১ গোল । এমন পারফরম্যান্সের পর লিগের সেরা খেলোয়াড়ের মুকুট তাঁর মাথায় উঠবে তা অনেকেই ধরে নিয়েছিলেন।

2018-19 মরশুমে রোনাল্ডো জুভেন্তাসে আসার পর অনেকটা আড়ালে চলে গিয়েছিলেন দিবালা। এবার শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি ছিল তাঁর পারফরম্যান্সে। কিন্তু কোরোনা তাঁর পথে বাধা হয়ে দাঁড়ায় । কোরোনা জয় করে মাঠে ফিরে অবশ্য নিজের কাজটা ঠিক করে গেছেন এই ফরোয়ার্ড। রোনাল্ডোর সমান ম্যাচ খেলে ১১ গোল করার পাশাপাশি করিয়েছেন 11 গোল । 2019-20 মরশুমে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মোড় ঘুরিয়ে দিয়েছিলেন ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.