তুরিন, 29 মে : জার্মানির বুন্দেশলিগা আগেই শুরু হয়েছে ৷ 8 জুন থেকে মাঠে ফেরার কথা লা-লিগার ৷ এবার মাঠে ফিরতে চলেছে ইট্যালির লিগ সিরি-এ ৷ 20 জুন থেকে ইট্যালিতে সিরি-এ -র ম্যাচ শুরু করা যেতে পারে বলে জানিয়েছেন সেদেশের ক্রীড়ামন্ত্রী ভেনচ্যাঞ্জো স্পেডাফোরা ৷
9 মার্চ থেকে ইট্যালিতে ফুটবল ম্যাচ বন্ধ ৷ বৃহস্পতিবার তিনি বলেন, খেলা শুরু করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সিরি-বি-র প্রধান বলেন, সিরি-এ -র খেলাও 20 জুন থেকে শুরু হতে পারে ৷
‘‘ইট্যালি আবার নতুন করে সব শুরু করছে ৷ ফুটবলও আবার শুরু হতে পারে ৷’’ ইট্যালি ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলে একথা জানান সেদেশের ক্রীড়ামন্ত্রী ৷
জার্মানির বুন্দেশলিগা শুরু হয়েছিল 16 জুন থেকে ৷ জুনেই শুরু হওয়ার কথা ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা-লিগার ৷ যদিও আগেই ফ্রান্সের লিগের সমাপ্তি ঘোষণা করা হয় ৷ 10 ম্যাচ বাকি থাকতেই লিগ ওয়ান চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ৷
আজ ইট্যালির ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘ইতিমধ্যে ইট্যালির ফুটবল ফেডারেশনের প্রস্তাবিত সমস্ত নিরাপত্তা ব্যবস্থার অনুমোদন দিয়েছে সরকার ৷’’ এছাড়া একটি ব্যাকআপ প্ল্যানও তৈরি করা আছে বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর আশা, সবকিছু ঠিকঠাক চললে জুনের 20 তারিখ থেকে ফুটবল শুরু করা যাবে ৷
সিরি-এ এখনও 12 রাউন্ডের খেলা বাকি আছে ৷ 63 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে জুভেন্তাস ৷ তাদের এক পয়েন্ট পিছনেই আছে লাজ়িও ৷ তাদের পয়েন্ট 62 ৷ লাজ়িও তাদের শেষ 21টি ম্যাচে অপরাজিত ৷