ETV Bharat / sports

মাত্র 42-এ প্রয়াত সেনেগালের ফুটবল কিংবদন্তি পাপা বৌবা দিওপ - papa bouba death

একসময়ের বিশ্বকাপের নায়ক, চিরকালের নায়ক হয়ে থাকবেন ।

Senegal World Cup hero Papa Bouba Diop dies aged 42
Senegal World Cup hero Papa Bouba Diop dies aged 42
author img

By

Published : Nov 30, 2020, 12:48 PM IST

ডাকার, 30 নভেম্বর : দিয়েগো মারাদোনার মৃত্যুর পর এক সপ্তাহও কাটেনি । ফের বিশ্ব ফুটবলে শোকের ছায়া । মাত্র 42 বছর বয়সে প্রয়াত সেনেগালের কিংবদন্তি মিডফিল্ডার পাপা বৌবা দিওপ । দীর্ঘদিন ধরে লিভারের অসুখে ভুগছিলেন তিনি । অবশেষে লড়াইয়ে হার মানলেন 2002 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফ্যাবিয়ান, অঁরিদের ফ্রান্সকে হারিয়ে হইচই ফেলে দেওয়া এই মিডফিল্ডার ।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা FIFA । তাদের টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, "সেনেগাল লেজেন্ড পাপা বৌবা দিওপের প্রয়াণের খবরে আমরা ব্যথিত । একসময়ের বিশ্বকাপের নায়ক, সবসময়ই বিশ্বকাপের নায়ক হয়ে থাকবেন ।" দিওপের নানান সাফল্যের মধ্যে 2002 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তাঁর গোল সর্বদা স্মরণীয় হয়ে থাকবে । তোমার আত্মার শান্তি কামনা করি । লিখেছে FIFA ।

  • Among Diop's many accomplishments, he will always be remembered for scoring the opening goal of the 2002 World Cup. RIP, Papa Bouba Diop.pic.twitter.com/O2tG9xj5J7

    — FIFA World Cup (@FIFAWorldCup) November 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্বকাপে প্রথমবার পা রেখেই অঘটন ঘটায় সেনেগাল । 2002 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে 1-0 গোলে হারিয়ে দেয় নবাগত দলটি । ম্যাচের 30 মিনিটে গোল করে ইতিহাসের পাতায় নাম লেখান বাবা দিওপ । তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সেনেগালের বর্তমান আন্তর্জাতিক ফুটবলার সাদিও মানে । ইনস্টা পোস্টে মানে লেখেন, "তোমার মৃত্যুর খবর আমার হৃদয় ভেঙে দিয়েছে । বিদায় না জানিয়ে চলে গেলেও জেনে রেখো তুমি আমাদের হৃদয়জুড়ে সবসময় থাকবে ।" ইংলিশ প্রিমিয়র লিগের টিম ফুলহ্যাম লিখেছে, "আমরা বিধ্বস্ত । তুমি বিশ্রাম নাও ওয়্যারড্রোব ।"

ডাকার, 30 নভেম্বর : দিয়েগো মারাদোনার মৃত্যুর পর এক সপ্তাহও কাটেনি । ফের বিশ্ব ফুটবলে শোকের ছায়া । মাত্র 42 বছর বয়সে প্রয়াত সেনেগালের কিংবদন্তি মিডফিল্ডার পাপা বৌবা দিওপ । দীর্ঘদিন ধরে লিভারের অসুখে ভুগছিলেন তিনি । অবশেষে লড়াইয়ে হার মানলেন 2002 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফ্যাবিয়ান, অঁরিদের ফ্রান্সকে হারিয়ে হইচই ফেলে দেওয়া এই মিডফিল্ডার ।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা FIFA । তাদের টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, "সেনেগাল লেজেন্ড পাপা বৌবা দিওপের প্রয়াণের খবরে আমরা ব্যথিত । একসময়ের বিশ্বকাপের নায়ক, সবসময়ই বিশ্বকাপের নায়ক হয়ে থাকবেন ।" দিওপের নানান সাফল্যের মধ্যে 2002 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তাঁর গোল সর্বদা স্মরণীয় হয়ে থাকবে । তোমার আত্মার শান্তি কামনা করি । লিখেছে FIFA ।

  • Among Diop's many accomplishments, he will always be remembered for scoring the opening goal of the 2002 World Cup. RIP, Papa Bouba Diop.pic.twitter.com/O2tG9xj5J7

    — FIFA World Cup (@FIFAWorldCup) November 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্বকাপে প্রথমবার পা রেখেই অঘটন ঘটায় সেনেগাল । 2002 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে 1-0 গোলে হারিয়ে দেয় নবাগত দলটি । ম্যাচের 30 মিনিটে গোল করে ইতিহাসের পাতায় নাম লেখান বাবা দিওপ । তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সেনেগালের বর্তমান আন্তর্জাতিক ফুটবলার সাদিও মানে । ইনস্টা পোস্টে মানে লেখেন, "তোমার মৃত্যুর খবর আমার হৃদয় ভেঙে দিয়েছে । বিদায় না জানিয়ে চলে গেলেও জেনে রেখো তুমি আমাদের হৃদয়জুড়ে সবসময় থাকবে ।" ইংলিশ প্রিমিয়র লিগের টিম ফুলহ্যাম লিখেছে, "আমরা বিধ্বস্ত । তুমি বিশ্রাম নাও ওয়্যারড্রোব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.