ETV Bharat / sports

SC East Bengal ISL Match : চিমার ডানায় ভর করেই আইএসএলে নামছে ইস্টবেঙ্গল

বড় জয়ে অষ্টম আইএসএল অভিযান শুরু করেছে মোহনবাগান ৷ কেরালা ব্লাস্টার্সকে 4-2 গোলে উড়িয়ে যাত্রা শুরু গতবারের রানার্সদের ৷ রবিবার আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল ৷ ডার্বির আগে বড় জয় পেতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড ৷

SC East Bengal
আইএসএলে নামছে ইস্টবেঙ্গল
author img

By

Published : Nov 20, 2021, 10:40 PM IST

পানাজি, 20 নভেম্বর : নতুন মরসুম, নতুন কোচ, নতুনভাবে শুরু করার পরিকল্পনা । প্রথম মরসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে রবিবার এসসি ইস্টবেঙ্গল এবার চাপমুক্ত হয়ে আইএসএল যাত্রা শুরু করতে চাইছে । প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি । ইতিমধ্যেই দল সাজিয়ে নিয়েছেন হোসে মানোলো দিয়াজ ।

এই ম্যাচ দিয়ে ভারতের মাটিতে অভিষেক হবে রিয়াল মাদ্রিদে কাজ করা মানোলো দিয়াজের ৷ তাঁর কোচিংয়ে ইতিমধ্যেই চারটে প্রস্তুতি ম্যাচ খেলেছে লাল-হলুদ ব্রিগেড । তারমধ্যেই দলকে বুঝে নেওয়ার চেষ্টা করেছেন, গুছিয়ে নিতে চেয়েছেন । রক্ষণ এবং আক্রমণে ভারসাম্যের কথা বলেছেন । পাশাপাশি সেটপিসে বাড়তি জোর দিয়ে প্রতিপক্ষকে রুখে দেওয়ার পরিকল্পনাও করেছেন । ম্যাচের 24 ঘণ্টা আগে ইস্টবেঙ্গলের নতুন হেডস্যার বলেছেন, "আমরা গত মরসুমের থেকে এবছর ভাল ফল করার ব্যাপারে আত্মবিশ্বাসী ।"

ইতিমধ্যেই বড় জয় দিয়ে আইএসএল যাত্রা শুরু করেছে চিরপ্রতিদ্বন্ধী মোহনবাগান । প্রথম ম্যাচের দুরন্ত পারফরম্যান্সের পরেই ডার্বি নিয়ে চিন্তা শুরু হয়ে গিয়েছে সবুজ-মেরুনে । ইস্টবেঙ্গল অবশ্য ডার্বি নয়, প্রথম ম্যাচেই মনঃসংযোগ করতে চায় । স্প্যানিশ কোচ বলেছেন, "আমরা প্রথম ম্যাচেই মনঃসংযোগ করছি । এই ম্যাচ থেকেই আমাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে । তারপর ডার্বি । দীর্ঘ প্রস্তুতির পরে আশা করি ভাল খেলব ।" ভাল কিছু করার ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও প্রতিপক্ষ জামশেদপুর এফসি সম্বন্ধে সমীহর সুর শোনা গেল তাঁর গলায় । অরিন্দম ভট্টাচার্য, সৌরভ দাসদের হেডস্যার বললেন, ‘‘দল হিসেবে জামশেদপুর বেশ শক্তিশালী । গতবছরের দলের বেশিরভাগকেই ধরে রেখেছে ওরা । তাই ওদের বিরুদ্ধে জেতার কাজটা কঠিন ।’’

আরও পড়ুন : ISL 2021-22 : বুমোসের জোড়া গোল, বড় জয়ে আইএসএল অভিযান শুরু করল বাগান

দলের ছয় বিদেশি ফুটবলারই নতুন । কোচের মতো তাদেরও ভারতীয় ক্লাব ফুটবলে মানিয়ে নেওয়া বড়ো চ্য়ালেঞ্জ । ফলে টমিস্লাভ, ড্যানিয়েল চিমাদের কাজটা কঠিন । ভারতীয় ফুটবলে চিমার নাম শুনলেই বাগানের প্রাক্তন গোলমেশিন চিমা ওকোরির কথা মনে পরে ফুটবল-ভক্তদের । নতুন চিমাও দলকে ভাল খেলার ব্যাপারে আশ্বস্ত করেছেন । ইতিমধ্যেই চিমার কাছে গোল করার আবদার শুরু করেছেন সভ্য-সমর্থকরা । কোচ বলছেন, চিমার স্কিল সম্পর্কে আমার ধারণা রয়েছে । ও গোল করতে এবং করাতে পারে । সত্যিই ভাল খেলোয়াড় । তবে বাকিদের ওর পাশে থাকতে হবে । কোনও ব্যক্তি বিশেষ নয়, দলের সবার ওপরেই গোল করা এবং বাঁচানোর দায়িত্ব রয়েছে ৷’’

পানাজি, 20 নভেম্বর : নতুন মরসুম, নতুন কোচ, নতুনভাবে শুরু করার পরিকল্পনা । প্রথম মরসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে রবিবার এসসি ইস্টবেঙ্গল এবার চাপমুক্ত হয়ে আইএসএল যাত্রা শুরু করতে চাইছে । প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি । ইতিমধ্যেই দল সাজিয়ে নিয়েছেন হোসে মানোলো দিয়াজ ।

এই ম্যাচ দিয়ে ভারতের মাটিতে অভিষেক হবে রিয়াল মাদ্রিদে কাজ করা মানোলো দিয়াজের ৷ তাঁর কোচিংয়ে ইতিমধ্যেই চারটে প্রস্তুতি ম্যাচ খেলেছে লাল-হলুদ ব্রিগেড । তারমধ্যেই দলকে বুঝে নেওয়ার চেষ্টা করেছেন, গুছিয়ে নিতে চেয়েছেন । রক্ষণ এবং আক্রমণে ভারসাম্যের কথা বলেছেন । পাশাপাশি সেটপিসে বাড়তি জোর দিয়ে প্রতিপক্ষকে রুখে দেওয়ার পরিকল্পনাও করেছেন । ম্যাচের 24 ঘণ্টা আগে ইস্টবেঙ্গলের নতুন হেডস্যার বলেছেন, "আমরা গত মরসুমের থেকে এবছর ভাল ফল করার ব্যাপারে আত্মবিশ্বাসী ।"

ইতিমধ্যেই বড় জয় দিয়ে আইএসএল যাত্রা শুরু করেছে চিরপ্রতিদ্বন্ধী মোহনবাগান । প্রথম ম্যাচের দুরন্ত পারফরম্যান্সের পরেই ডার্বি নিয়ে চিন্তা শুরু হয়ে গিয়েছে সবুজ-মেরুনে । ইস্টবেঙ্গল অবশ্য ডার্বি নয়, প্রথম ম্যাচেই মনঃসংযোগ করতে চায় । স্প্যানিশ কোচ বলেছেন, "আমরা প্রথম ম্যাচেই মনঃসংযোগ করছি । এই ম্যাচ থেকেই আমাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে । তারপর ডার্বি । দীর্ঘ প্রস্তুতির পরে আশা করি ভাল খেলব ।" ভাল কিছু করার ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও প্রতিপক্ষ জামশেদপুর এফসি সম্বন্ধে সমীহর সুর শোনা গেল তাঁর গলায় । অরিন্দম ভট্টাচার্য, সৌরভ দাসদের হেডস্যার বললেন, ‘‘দল হিসেবে জামশেদপুর বেশ শক্তিশালী । গতবছরের দলের বেশিরভাগকেই ধরে রেখেছে ওরা । তাই ওদের বিরুদ্ধে জেতার কাজটা কঠিন ।’’

আরও পড়ুন : ISL 2021-22 : বুমোসের জোড়া গোল, বড় জয়ে আইএসএল অভিযান শুরু করল বাগান

দলের ছয় বিদেশি ফুটবলারই নতুন । কোচের মতো তাদেরও ভারতীয় ক্লাব ফুটবলে মানিয়ে নেওয়া বড়ো চ্য়ালেঞ্জ । ফলে টমিস্লাভ, ড্যানিয়েল চিমাদের কাজটা কঠিন । ভারতীয় ফুটবলে চিমার নাম শুনলেই বাগানের প্রাক্তন গোলমেশিন চিমা ওকোরির কথা মনে পরে ফুটবল-ভক্তদের । নতুন চিমাও দলকে ভাল খেলার ব্যাপারে আশ্বস্ত করেছেন । ইতিমধ্যেই চিমার কাছে গোল করার আবদার শুরু করেছেন সভ্য-সমর্থকরা । কোচ বলছেন, চিমার স্কিল সম্পর্কে আমার ধারণা রয়েছে । ও গোল করতে এবং করাতে পারে । সত্যিই ভাল খেলোয়াড় । তবে বাকিদের ওর পাশে থাকতে হবে । কোনও ব্যক্তি বিশেষ নয়, দলের সবার ওপরেই গোল করা এবং বাঁচানোর দায়িত্ব রয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.