পানাজি, 30 সেপ্টেম্বর : দল গঠন শেষ । এবার আইএসএলের জন্য প্রস্তুতি শুরু লাল-হলুদের । সেই লক্ষ্যে কোচ ফুটবলাররা ধীরে ধীরে গোয়ায় পৌঁছতে শুরু করেছেন। বুধবারই গোয়া পৌঁছে গিয়েছেন, এসসি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ মানোলো দিয়াজ । সহকারী কোচ অ্যাঞ্জেল গার্সিয়ার সঙ্গে গোয়া গিয়েছেন লাল-হলুদের হেডমাস্টার ।
অন্যদিকে, নিযুক্ত হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই গোয়া পৌঁছে গিয়েছেন দলের ম্যানেজার এবং সহকারী কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়ও । পৌঁছেছেন টিম ম্যানেজমেন্টের সদস্যরাও । মঙ্গলবার পৌঁছে গিয়েছিলেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ফ্রাঞ্জো প্রিৎসে । বৃহস্পতিবার পৌঁছে যাবেন অরিন্দম ভট্টাচার্য, মহম্মদ রফিক, শঙ্কর রায় সহ বাকি ফুটবলাররাও । অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে সব ফুটবলারকে গোয়ায় পৌঁছতে বলেছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট । তারপরই আইএসএল-এর প্রস্তুতি হিসেবে ফিটনেস বাড়ানোর পাশাপাশি বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে এসসি ইস্টবেঙ্গলের ৷
আরও পড়ুন : RCB Win: ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে 7 উইকেটে হারাল ব্যাঙ্গালোর
ইতিমধ্যেই দলের ফুটবলাররা তাঁদের মত করে অনুশীলন শুরু করে দিয়েছেন । অন্তত পাঁচ সপ্তাহের প্রস্তুতি চাইছেন কোচ ম্যানুয়াল ডিয়াজ । দায়িত্ব নেওয়ার পরেই তিনি বলেছিলেন, প্রথম ম্যাচ থেকেই তৈরি হয়ে মাঠে নামতে চান । ডার্বিতেও টক্কর দেওয়ার কথাও শোনা গিয়েছিল তাঁর মুখে । উল্লেখ্য, রবি ফাওলার হঠাৎ করে সরে দাঁড়ানোয় মানলো ডিয়াজকে নিযুক্ত করেছিল এসসি ইস্টবেঙ্গল । রিয়াল মাদ্রিদের প্রাক্তনী এই দেশে পা দেওয়ার আগে এখানকার ফুটবল নিয়ে যাবতীয় খবর নিয়েছেন । বিদেশি ফুটবলার নিজের মতো পছন্দ করেছেন । দলের গড় বয়স কম করার দিকে লক্ষ্য রেখেছিলেন তিনি ।
21 নভেম্বর থেকে ইন্ডিয়ান সুপার লিগে অভিযান শুরু করবে এসসি ইস্টবেঙ্গল । তিলক ময়দানে জামসেদপুর ফুটবল ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ক্লাব । 27 নভেম্বর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি যুদ্ধে নামবে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল । গত মরসুমে ভাল খেলতে না পারলেও এবারে ঘুরে দাঁড়াতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল ৷