ETV Bharat / sports

আইএফের সঙ্গে বৈঠকে ক্লাবের সিইও, কলকাতা লিগেও অনিশ্চিত ইস্টবেঙ্গল

author img

By

Published : Jul 5, 2021, 6:34 PM IST

আইএসএলে এসসি ইস্টবেঙ্গল খেলবে কি না সেব্যাপারে জটিলতা কাটেনি । এবার কলকাতা লিগে খেলা নিয়েও বাড়ছে ধোঁয়াশা । সোমবার আইএফএ-র কর্তাদের সঙ্গে বৈঠক করেন এসসি ইস্টবেঙ্গের সিইও শিবাজী সমাদ্দার ।

IFA MEET
IFA MEET

কলকাতা, 5 জুলাই : কলকাতা লিগে খেলার ব্যাপারেও নিশ্চয়তা দিল না এসসি ইস্টবেঙ্গল । সোমবার আইএফএ কর্তাদের সঙ্গে আসন্ন মরশুম নিয়ে আলোচনায় বসেছিলেন এস সি ইস্টবেঙ্গলের সিইও শিবাজী সমাদ্দার । আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়, প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্তর সঙ্গে বিশদে আলোচনা করেন তিনি । তারপরেও কলকাতা লিগে লাল-হলুদ ব্রিগেড খেলবে কি না, সেব্যাপারে কোনও নিশ্চয়তা দিতে পারেননি তিনি ।

আইএসএল আয়োজক এফএসডিএল-এর হুঁশিয়ারি সত্ত্বেও লগ্নিকারীকে নিয়ে সমস্যা মেটেনি ইস্টবেঙ্গলের । ক্লাব এবং লগ্নিকারীর মধ্যে চুক্তি জট এখনও বহাল । ক্লাব তাদের শর্ত মেনে চুক্তিতে সই না করলে অর্থ বিনিয়োগ না করার সিদ্ধান্তে অনড় লগ্নিকারী সংস্থা ।

আইএফএর সঙ্গে বৈঠকে যোগ দিয়ে চুক্তি জট নিয়ে একটি শব্দও খরচ করেননি সিইও শিবাজী সমাদ্দার । তবে পরিস্থিতি যে ভাল সাফল্যের অন্তরায় তা মানছেন তিনি । সোমবারের বৈঠকে আইএফএর ঘরোয়া ফুটবল সংক্রান্ত নিয়ম সম্বন্ধে অবহিত হন তিনি । কলকাতা লিগে অংশ না করলে যে শাস্তির খাঁড়া নামতে পারে সেই ব্যাপারেও তাঁকে সতর্ক করেছে আইএফএ । ফুটবল সংক্রান্ত বিষয়ে আইএফএ কর্তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি ।

কলকাতা লিগেও অনিশ্চিত ইস্টবেঙ্গল

আরও পড়ুন : বিদেশিরাও ইস্টবেঙ্গল ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন

এদিকে এসসি ইস্টবেঙ্গলকে কলকাতা লিগে পেতে নিয়ম শিথিল করা এবং অপেক্ষার রাস্তায় হাঁটার কথা বলেছেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় । আইএসএলে খেলা নিয়ে জট থাকার পাশাপাশি কলকাতা লিগেও লাল-হলুদের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

কলকাতা, 5 জুলাই : কলকাতা লিগে খেলার ব্যাপারেও নিশ্চয়তা দিল না এসসি ইস্টবেঙ্গল । সোমবার আইএফএ কর্তাদের সঙ্গে আসন্ন মরশুম নিয়ে আলোচনায় বসেছিলেন এস সি ইস্টবেঙ্গলের সিইও শিবাজী সমাদ্দার । আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়, প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্তর সঙ্গে বিশদে আলোচনা করেন তিনি । তারপরেও কলকাতা লিগে লাল-হলুদ ব্রিগেড খেলবে কি না, সেব্যাপারে কোনও নিশ্চয়তা দিতে পারেননি তিনি ।

আইএসএল আয়োজক এফএসডিএল-এর হুঁশিয়ারি সত্ত্বেও লগ্নিকারীকে নিয়ে সমস্যা মেটেনি ইস্টবেঙ্গলের । ক্লাব এবং লগ্নিকারীর মধ্যে চুক্তি জট এখনও বহাল । ক্লাব তাদের শর্ত মেনে চুক্তিতে সই না করলে অর্থ বিনিয়োগ না করার সিদ্ধান্তে অনড় লগ্নিকারী সংস্থা ।

আইএফএর সঙ্গে বৈঠকে যোগ দিয়ে চুক্তি জট নিয়ে একটি শব্দও খরচ করেননি সিইও শিবাজী সমাদ্দার । তবে পরিস্থিতি যে ভাল সাফল্যের অন্তরায় তা মানছেন তিনি । সোমবারের বৈঠকে আইএফএর ঘরোয়া ফুটবল সংক্রান্ত নিয়ম সম্বন্ধে অবহিত হন তিনি । কলকাতা লিগে অংশ না করলে যে শাস্তির খাঁড়া নামতে পারে সেই ব্যাপারেও তাঁকে সতর্ক করেছে আইএফএ । ফুটবল সংক্রান্ত বিষয়ে আইএফএ কর্তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি ।

কলকাতা লিগেও অনিশ্চিত ইস্টবেঙ্গল

আরও পড়ুন : বিদেশিরাও ইস্টবেঙ্গল ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন

এদিকে এসসি ইস্টবেঙ্গলকে কলকাতা লিগে পেতে নিয়ম শিথিল করা এবং অপেক্ষার রাস্তায় হাঁটার কথা বলেছেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় । আইএসএলে খেলা নিয়ে জট থাকার পাশাপাশি কলকাতা লিগেও লাল-হলুদের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.