ETV Bharat / sports

SC East Bengal : জোড়া প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনে ছন্দে লাল-হলুদ ফুটবলাররা

author img

By

Published : Oct 14, 2021, 9:25 PM IST

দেশি বিদেশি সব ফুটবলারই ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাঁদের সবাইকে নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ ৷ 21 নভেম্বর আইএসএলে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জামশেদপুর এফসি ৷ তারপর 27 নভেম্বর ডার্বিতে এটিকে মোহনবাগানের চ্যালেঞ্জ সামলাতে হবে এসসি ইস্টবেঙ্গলকে ৷ তাই তার আগে দলকে গুছিয়ে নেওয়ার কাজে খামতি রাখতে নারাজ লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক ৷

SC East Bengal
জোড়া প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনে ছন্দে লাল-হলুদ ফুটবলাররা

কলকাতা, 14 অক্টোবর : গোয়ায় আইএসএল-এর প্রস্তুতি শুরু হয়েছে আগেই ৷ চলতি সপ্তাহে দুটি অনুশীলন ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল। আগামিকাল ভাস্কো স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে তারা ৷ শনিবার লাল ফুটবলাররা সালগাওকরের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলবে। শোনা যাচ্ছে, আইএসএলে মাঠে নামার আগে 15টি অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ম্যানুয়েল ডিয়াজের। সপ্তমীতে বাংলা জুড়ে যখন শারোদৎসবের মেজাজ, তখন গোয়ায় চুটিয়ে অনুশীলন করেন ইস্টবেঙ্গল ফুটবলাররা ৷

দেশি বিদেশি সব ফুটবলারই ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাঁদের সবাইকে নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ ৷ 21 নভেম্বর আইএসএলে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জামশেদপুর এফসি ৷ তারপর 27 নভেম্বর ডার্বিতে এটিকে মোহনবাগানের চ্যালেঞ্জ সামলাতে হবে এসসি ইস্টবেঙ্গলকে ৷ তাই তার আগে দলকে গুছিয়ে নেওয়ার কাজে খামতি রাখতে নারাজ লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক ৷ বাধ্যতামূলক কোয়ারেনটিন পর্বে থাকার সময়ও দলের ফিজিও ফিটনেস শিডিউল তৈরি করে দিয়েছিলেন ফুটবলারদের ৷ সেই মত প্রাথমিক শরীরচর্চা করেছেন ফুটবলাররা ৷ এবার মাঠে নেমে শারীরিক ও ফুটবল কৌশলগত দিক দিয়ে তৈরি করার দায়িত্ব ডিয়াজের ৷ প্রথম দিন অনুশীলনে মুলত শারীরিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছিল।

পাশাপাশি বল নিয়ে সামান্য কসরত ৷ নিত্য নতুন বৈচিত্র্যময় অনুশীলনে ফুটবলাররা একঘেয়েমির শিকার না-হয়ে বরং উপভোগ করেন ৷ সেদিকেই নজর রেখেই লাল-হলুদের স্প্যানিশ হেডস্যার চাইছেন, অন্তত চার সপ্তাহের প্রাক-মরসুমের প্রস্তুতি ৷ দলের বোঝাপড়া বাড়াতে প্র্যাকটিস ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ৷ সেই জন্যই শুক্র ও শনিবার অনুশীলন ম্যাচ খেলার ব্যবস্থা করা হয়েছে ৷ তবে প্রথম ধাপে শারীরিক সক্ষমতা বাড়ানোই একমাত্র লক্ষ্য। এদিকে টিম ম্যানেজমেন্ট দলের বঙ্গ ব্রিগেডের জন্য শারোদৎসবের কথা মাথায় রেখে বিশেষ আয়োজন করেছে। দলের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যর বাড়িতে দুর্গাপূজা হয় ৷

আরও পড়ুন : আন্তর্জাতিক গোলের বিচারে পেলেকে টপকে গেলেন সুনীল

এই বছর তিনি গোয়ায়। ফলে বাড়ির একশো বছরের পুরানো পূজোয় থাকা সম্ভব হচ্ছে না বলে স্মৃতিমেদুর অরিন্দম ৷ এক ভিডিয়ো বার্তায় বাড়ির পুজো ঘিরে নানান স্মৃতির কথা জানান ৷ পুজো আয়োজনে তাঁর ভূমিকা ও পারিবারিক মিলনমেলার মজার স্মৃতি শুনিয়েছেন তিনি ৷ সবমিলিয়ে অনুশীলন, প্রস্তুতি ম্যাচ খেলা শুরু হলেও লাল-হলুদ শিবিরে শারোদৎসবের ছোয়া রয়েছে ৷

কলকাতা, 14 অক্টোবর : গোয়ায় আইএসএল-এর প্রস্তুতি শুরু হয়েছে আগেই ৷ চলতি সপ্তাহে দুটি অনুশীলন ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল। আগামিকাল ভাস্কো স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে তারা ৷ শনিবার লাল ফুটবলাররা সালগাওকরের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলবে। শোনা যাচ্ছে, আইএসএলে মাঠে নামার আগে 15টি অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ম্যানুয়েল ডিয়াজের। সপ্তমীতে বাংলা জুড়ে যখন শারোদৎসবের মেজাজ, তখন গোয়ায় চুটিয়ে অনুশীলন করেন ইস্টবেঙ্গল ফুটবলাররা ৷

দেশি বিদেশি সব ফুটবলারই ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাঁদের সবাইকে নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ ৷ 21 নভেম্বর আইএসএলে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জামশেদপুর এফসি ৷ তারপর 27 নভেম্বর ডার্বিতে এটিকে মোহনবাগানের চ্যালেঞ্জ সামলাতে হবে এসসি ইস্টবেঙ্গলকে ৷ তাই তার আগে দলকে গুছিয়ে নেওয়ার কাজে খামতি রাখতে নারাজ লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক ৷ বাধ্যতামূলক কোয়ারেনটিন পর্বে থাকার সময়ও দলের ফিজিও ফিটনেস শিডিউল তৈরি করে দিয়েছিলেন ফুটবলারদের ৷ সেই মত প্রাথমিক শরীরচর্চা করেছেন ফুটবলাররা ৷ এবার মাঠে নেমে শারীরিক ও ফুটবল কৌশলগত দিক দিয়ে তৈরি করার দায়িত্ব ডিয়াজের ৷ প্রথম দিন অনুশীলনে মুলত শারীরিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছিল।

পাশাপাশি বল নিয়ে সামান্য কসরত ৷ নিত্য নতুন বৈচিত্র্যময় অনুশীলনে ফুটবলাররা একঘেয়েমির শিকার না-হয়ে বরং উপভোগ করেন ৷ সেদিকেই নজর রেখেই লাল-হলুদের স্প্যানিশ হেডস্যার চাইছেন, অন্তত চার সপ্তাহের প্রাক-মরসুমের প্রস্তুতি ৷ দলের বোঝাপড়া বাড়াতে প্র্যাকটিস ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ৷ সেই জন্যই শুক্র ও শনিবার অনুশীলন ম্যাচ খেলার ব্যবস্থা করা হয়েছে ৷ তবে প্রথম ধাপে শারীরিক সক্ষমতা বাড়ানোই একমাত্র লক্ষ্য। এদিকে টিম ম্যানেজমেন্ট দলের বঙ্গ ব্রিগেডের জন্য শারোদৎসবের কথা মাথায় রেখে বিশেষ আয়োজন করেছে। দলের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যর বাড়িতে দুর্গাপূজা হয় ৷

আরও পড়ুন : আন্তর্জাতিক গোলের বিচারে পেলেকে টপকে গেলেন সুনীল

এই বছর তিনি গোয়ায়। ফলে বাড়ির একশো বছরের পুরানো পূজোয় থাকা সম্ভব হচ্ছে না বলে স্মৃতিমেদুর অরিন্দম ৷ এক ভিডিয়ো বার্তায় বাড়ির পুজো ঘিরে নানান স্মৃতির কথা জানান ৷ পুজো আয়োজনে তাঁর ভূমিকা ও পারিবারিক মিলনমেলার মজার স্মৃতি শুনিয়েছেন তিনি ৷ সবমিলিয়ে অনুশীলন, প্রস্তুতি ম্যাচ খেলা শুরু হলেও লাল-হলুদ শিবিরে শারোদৎসবের ছোয়া রয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.