কলকাতা, 11 সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চুক্তিজট কাটার পর কোচ বদল করে চমক দিয়েছিল এসি ইস্টবেঙ্গল ৷ এবার মরসুমের প্রথম বিদেশিকে ঘরে তুলে সমর্থকদের আশ্বস্ত করলেন লাল-হলুদ কর্তারা ৷ শনিবার স্লোভেনিয়ার ২৯ বছর বয়সি মিডফিল্ডার আমির ডারভিসেভিচকে আসন্ন আইএসএলের জন্য সই করাল এসসি ইস্টবেঙ্গল ৷
দলবদলের বাজারে ভারতীয় ফুটবলারদের সই করানোর পাশাপাশি এবার বিদেশি ফুটবলারদের নিতে শুরু করল এসসি ইস্টবেঙ্গল। এবার স্লোভেনিয়ার মিডফিল্ডারকে সই করাল। নতুন কোচ ম্যানুয়েল ডিয়াজের পছন্দের মিডফিল্ডার হলেন ডারভিসেভিচ ৷ স্লোভেনিয়ার বিখ্যাত ক্লাব এনকে মারিবোর থেকে লাল-হলুদে আসছেন তিনি। সদ্য প্রাক্তন দলের হয়ে গত আট বছরে 161টি ম্যাচ খেলেছেন ৷ 15 বার সেই দেশের লিগ জয়ের সাক্ষী হয়েছেন ৷ ক্লাব দলের হয়ে মোট 18টি গোল রয়েছে তাঁর ৷ ইস্টবেঙ্গলে সই করার পরে আমির বলেন, "নতুন দলে সই করে আমি খুশি। নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমি জানি ৷ আশা করি, সতীর্থদের সঙ্গে সাফল্য ভরা মরসুম উপহার দিতে পারব ৷ আমার প্রাথমিক লক্ষ্য দলের হয়ে প্রতিটি ম্যাচে জয়ের জন্য ঝাঁপানো ৷ আমি জানি ক্লাবের গৌরবময় ঐতিহ্য রয়েছে ।"
আরও পড়ুন: মা-বাবাকে বিমানে বসিয়ে ‘ছোট্ট’ স্বপ্নপূরণ সোনার ছেলে নীরজের
নতুন দল, নতুন লিগ এবং নতুন ফুটবল সংষ্কৃতির সঙ্গে পরিচয় করতে ইতিমধ্যে ডার্বির বিষয়ে খবর নিয়েছেন আমির । "আমি ডার্বির কথা শুনেছি। ওই ম্যাচে বিরাট দর্শক সমাগম সম্পর্কেও জেনেছি। তার সাক্ষী হতে চাই ৷ স্লোভেনিয়ার ডার্বির সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত ৷ এই ডার্বি ঘিরে সমর্থকদের আবেগের কথা আমার জানা রয়েছে ।" স্লোভেনিয়ার জাতীয় দলের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতাসম্পন্ন মিডফিল্ডারকে ঘিরে আগ্রহ বাড়তে শুরু করেছে লাল-হলুদ সমর্থকদের মধ্যে।
স্লোভেনিয়া থেকে ফুটবলার নেওয়ার পাশাপাশি ক্রোয়েশিয়ার টমিস্লাভ মারসেলা, স্পেনের সান্টি কারজোলা এবং নাইজেরিয়ার স্ট্রাইকার গডউইন মেনসাকে এসসি ইস্টবেঙ্গল দলে নিয়েছে বলে শোনা যাচ্ছে ৷