কলকাতা, 7 নভেম্বর : এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) আসন্ন আইএসএল প্রতিযোগিতার জন্য নিজেদের নতুন জার্সি প্রকাশ করল । হোম, অ্যাওয়ে এবং নিউট্রাল- তিনরকমের জার্সি প্রকাশ করা হয়েছে । এই জার্সিতে স্বাক্ষর করে মানলো ডিয়াজের ছেলেদের আসন্ন আইএসএলে ভাল খেলার জন্য শুভেচ্ছা জানিয়েছেন দুই কিংবদন্তি মনোরঞ্জন ভট্টাচার্য এবং শ্যাম থাপা ।
গত বছরের মতো থিম নির্ভর জার্সি নয়, এবার এসসি ইস্টবেঙ্গল তাদের জার্সির রূপরেখায় সাবেকিয়ানা ফিরিয়ে নিয়ে এসেছে । পুরানো লাল-হলুদ জার্সি ফিরিয়ে আনার পিছনের কারণের ব্যাখ্যায় এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বলা হয়েছে, 2021-22 মরসুমের জার্সি ক্লাবের ঐতিহ্যের প্রতি উৎসর্গ করা হয়েছে । দলের স্প্যানিশ কোচ হোসে ম্যানুয়াল ডিয়াজ বলেছেন, "ফুটবলারদের জার্সি অর্জন করতে হয় । এই ক্লাবের ইতিহাস রয়েছে । তাই বর্তমান দলের ফুটবলারদের নিজেদের প্রমাণ করে এই জার্সি অর্জন করতে হবে ।"
আরও পড়ুন : Tarak Sinha : প্রয়াত নেহরা-পন্থদের কোচ 'দ্রোণাচার্য' তারক সিনহা
এই জার্সি নিয়ে নিজের আবেগের কথা জানিয়েছেন শ্যাম থাপাও ৷ বলেছেন, "দীর্ঘদিন এই জার্সি পরে আমি খেলেছি । এই রকম জার্সি পড়েই ষাটের দশকে ব্যাকভলি করেছিলাম । রাজস্থানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলাম । আবেগ জড়িয়ে রয়েছে এই জার্সির সঙ্গে ।"
এসসি ইস্টবেঙ্গলের অ্যাওয়ে জার্সিতেও পুরানো অ্যাওয়ে জার্সির ছোঁয়া রয়েছে । মনোরঞ্জন ভট্টাচার্য বলেছেন, "এই জার্সি পরার স্বপ্ন ছিল ছোটবেলায় । স্বপ্ন যেদিন পূরণ হয়েছিল আবেগতাড়িত হয়ে পড়েছিলাম । মাঠে এই জার্সি পড়ে নামার সময় মানসিকতা বদলে যেত । সবসময় এই জার্সির সম্মান রক্ষার চেষ্টা করেছি ।"
12 নভেম্বর সম্ভবত আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল । তারপর 21 নভেম্বর ইস্টবেঙ্গলের আইএসএলের প্রথম ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে ।