ETV Bharat / sports

জয়ের হাওয়ায় স্বস্তি ফিরেছে, সামনে তাকাতে চান ফাওলার

ওড়িশা এফসির বিরুদ্ধে পিলকিংটন, মাঘোমা এবং নবাগত ব্রাইট এনোবাখারে গোল পেয়েছেন । পিলকিংটন, মাঘোমার প্রশংসার দিনে নজর টেনেছেন ব্রাইট । নাইজেরিয়ান স্ট্রাইকার, লাল হলুদ জার্সিতে অভিষেক ম্যাচে জয় পেয়ে অভিভূত । বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে একইভাবে জয়ের নির্ণায়ক হতে চান ।

ফাওলার
ফাওলার
author img

By

Published : Jan 4, 2021, 10:23 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর : একটি জয়, বদলে গিয়েছে পুরো শিবিরের ছবিটা । বুধবার এসসি ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ । তার আগে রবিবার বিকেলে ওড়িশা এফসির বিরুদ্ধে জয় রবি ফাওলারের দলকে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে ।

ফাওলার নিজে বলেছেন, শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তাঁরা একটিতে হেরেছেন, যা ইতিবাচক । ওড়িশা এফসির বিরুদ্ধে পিলকিংটন, মাঘোমা এবং নবাগত ব্রাইট এনোবাখারে গোল পেয়েছেন । পিলকিংটন, মাঘোমার প্রশংসার দিনে নজর টেনেছেন ব্রাইট । নাইজেরিয়ান স্ট্রাইকার, লাল হলুদ জার্সিতে অভিষেক ম্যাচে জয় পেয়ে অভিভূত । বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে একইভাবে জয়ের নির্ণায়ক হতে চান । তবে শেষ মিনিটে গোল হজম ফাওলারের চিন্তা বাড়িয়েছে ।

রক্ষণের ছোটো ভুলে বড় ক্ষতির আশঙ্কা চিন্তায় রাখছে লাল হলুদ থিঙ্কট্যাঙ্ককে । তাই দলবদলের দ্বিতীয় উইন্ডো কাজে লাগিয়ে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার নেওয়ার চিন্তা চলছে । কারণ রাজু গাইকোয়াড় খেললেও তাঁকে চেনা ছন্দে পাওয়ার জন্য আরও সময় দরকার । তবে অল্প সময়ের জন্য ব্রাইটের মতো নজর কেড়েছেন সাইডব্যাক অঙ্কিত মুখার্জি । এদিকে এসসি ইস্টবেঙ্গলের মিডফিল্ডার মহম্মদ রফিক বলেছেন, লাল হলুদ জার্সি পরা তাঁর কাছে সম্মানের ।

আরও পড়ুন : আইএসএলে প্রথম জয় এসসি ইস্টবেঙ্গলের

আইএসএলে দলের প্রথম জয়ে নিজের উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পেরে খুশি মহম্মদ রফিক । পাঁচ দিনের মধ্যে দুটো ম্যাচ খেলার ধকল । লাল হলুদের বাঙালি মিডফিল্ডার বলছেন, লাল হলুদ জার্সির জন্য বাড়তি এনার্জি রয়েছে । তবে ক্রীড়াসূচি নিয়ে কোনও অজুহাত দিতে চান না । কারণ সব দলের কাছেই এই সূচির চ্যালেঞ্জ । তাই সবকিছু ভুলে কঠিন চ্যালেঞ্জ সামলাতে তৈরি তাঁরা । সোমবার ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছিল । আপাতত ম্যাচ ধরে এগোনোর কথা শিবির জুড়ে । ওড়িশা ম্যাচ জয়ের স্বাদ দিয়েছে । এবার সেই স্বাদ ধরে রাখার চ্যালেঞ্জ লাল হলুদ শিবিরে ।

কলকাতা, 4 ডিসেম্বর : একটি জয়, বদলে গিয়েছে পুরো শিবিরের ছবিটা । বুধবার এসসি ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ । তার আগে রবিবার বিকেলে ওড়িশা এফসির বিরুদ্ধে জয় রবি ফাওলারের দলকে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে ।

ফাওলার নিজে বলেছেন, শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তাঁরা একটিতে হেরেছেন, যা ইতিবাচক । ওড়িশা এফসির বিরুদ্ধে পিলকিংটন, মাঘোমা এবং নবাগত ব্রাইট এনোবাখারে গোল পেয়েছেন । পিলকিংটন, মাঘোমার প্রশংসার দিনে নজর টেনেছেন ব্রাইট । নাইজেরিয়ান স্ট্রাইকার, লাল হলুদ জার্সিতে অভিষেক ম্যাচে জয় পেয়ে অভিভূত । বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে একইভাবে জয়ের নির্ণায়ক হতে চান । তবে শেষ মিনিটে গোল হজম ফাওলারের চিন্তা বাড়িয়েছে ।

রক্ষণের ছোটো ভুলে বড় ক্ষতির আশঙ্কা চিন্তায় রাখছে লাল হলুদ থিঙ্কট্যাঙ্ককে । তাই দলবদলের দ্বিতীয় উইন্ডো কাজে লাগিয়ে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার নেওয়ার চিন্তা চলছে । কারণ রাজু গাইকোয়াড় খেললেও তাঁকে চেনা ছন্দে পাওয়ার জন্য আরও সময় দরকার । তবে অল্প সময়ের জন্য ব্রাইটের মতো নজর কেড়েছেন সাইডব্যাক অঙ্কিত মুখার্জি । এদিকে এসসি ইস্টবেঙ্গলের মিডফিল্ডার মহম্মদ রফিক বলেছেন, লাল হলুদ জার্সি পরা তাঁর কাছে সম্মানের ।

আরও পড়ুন : আইএসএলে প্রথম জয় এসসি ইস্টবেঙ্গলের

আইএসএলে দলের প্রথম জয়ে নিজের উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পেরে খুশি মহম্মদ রফিক । পাঁচ দিনের মধ্যে দুটো ম্যাচ খেলার ধকল । লাল হলুদের বাঙালি মিডফিল্ডার বলছেন, লাল হলুদ জার্সির জন্য বাড়তি এনার্জি রয়েছে । তবে ক্রীড়াসূচি নিয়ে কোনও অজুহাত দিতে চান না । কারণ সব দলের কাছেই এই সূচির চ্যালেঞ্জ । তাই সবকিছু ভুলে কঠিন চ্যালেঞ্জ সামলাতে তৈরি তাঁরা । সোমবার ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছিল । আপাতত ম্যাচ ধরে এগোনোর কথা শিবির জুড়ে । ওড়িশা ম্যাচ জয়ের স্বাদ দিয়েছে । এবার সেই স্বাদ ধরে রাখার চ্যালেঞ্জ লাল হলুদ শিবিরে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.