ETV Bharat / sports

SC East Bengal in ISL : হতশ্রী ফুটবল, শুভম-হীরায় বাঁচল লাল-হলুদ

author img

By

Published : Dec 3, 2021, 9:33 PM IST

Updated : Dec 3, 2021, 10:54 PM IST

চার ম্যাচেও জয়ের মুখ দেখল না এসসি ইস্টবেঙ্গল ৷ শুক্রবার আইএসএল ইস্টবেঙ্গল মাঠে নামে চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে ৷ রক্ষণের ব্যর্থতা সত্ত্বেও শুভম সেনের অনবদ্য গোলকিপিং-ই টানা তৃতীয় ম্যাচ হারের লজ্জা থেকে বাঁচিয়ে দিল পদ্মাপাড়ের ক্লাবকে ৷

SC East Bengal
শুভমে বাঁচল লাল-হলুদ

পানাজি, 3 ডিসেম্বর : ডার্বিতে ধাক্কার রেশ কাটতে না কাটতেই ওড়িশা ঝড় ৷ তিন গোলের লজ্জার পর ছয় গোলের বিপর্যয়। তিন ম্যাচে মোট দশ গোল হজম করে চেন্নাইয়ের বিরুদ্ধে নেমেছিল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal vs Chennaiyin FC in ISL) ৷ দু'বারের আইএসএল চ্যাম্পিয়নদের রুখে খানিক অক্সিজেন পেল মানোলো দিয়াজের ছেলেরা ৷ শুভম সেনের দুরন্ত পারফর্ম্যান্সে গোলের দরজা খুলতে পারল না থোই সিং-রহিম আলিরা ৷

প্রথম তিন ম্যাচে হতশ্রী দেখিয়েছিল লাল-হলুদ রক্ষণকে ৷ তবে গোল খেলেও স্ট্রাইকার বা মিডফিল্ডাররা নিয়মিত গোল করেছেন ৷ চেন্নাইয়ান ম্যাচে যেন উলটপুরাণ ৷ বারবার আক্রমণ করলেও রহিম আলি-অনিরুদ্ধ থাপাদের রুখে দিল হীরা মণ্ডল-রাজু গায়কোয়াডরা ৷ ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন হীরা মণ্ডল ৷ অন্যদিকে চূড়ান্ত ফ্লপ লাল-হলুদের আক্রমণভাগ ৷ গোটা ম্যাচে বিপক্ষের গোলমুখে মাত্র একটি শট নিয়েছেন সিডোয়েল-চুকুরা ৷

Suvam Sen faced 3 shots on goal and saved all 3 of them! 🧤❌🥅#CFCSCEB #HeroISL #LetsFootball pic.twitter.com/i1qkWx1GyN

— Indian Super League (@IndSuperLeague) December 3, 2021 ">

আরও পড়ুন : Ex-footballers back SC East Bengal : ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে, আশাবাদী প্রাক্তনরা

চলতি আইএসএলের প্রথম চার ম্যাচে এখনও পর্যন্ত মাত্র 2 পয়েন্ট আদায় করতে পেরেছে এসসি ইস্টবেঙ্গল । 7 তারিখ পরের ম্যাচে গোয়ার মুখোমুখি হবে লাল-হলুদ ৷ ঘুরে দাঁড়াতে ওই ম্যাচে জয় ছাড়া কোনও রাস্তা নেই মানোলো দিয়াজের ছেলেদের কাছে ৷

পানাজি, 3 ডিসেম্বর : ডার্বিতে ধাক্কার রেশ কাটতে না কাটতেই ওড়িশা ঝড় ৷ তিন গোলের লজ্জার পর ছয় গোলের বিপর্যয়। তিন ম্যাচে মোট দশ গোল হজম করে চেন্নাইয়ের বিরুদ্ধে নেমেছিল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal vs Chennaiyin FC in ISL) ৷ দু'বারের আইএসএল চ্যাম্পিয়নদের রুখে খানিক অক্সিজেন পেল মানোলো দিয়াজের ছেলেরা ৷ শুভম সেনের দুরন্ত পারফর্ম্যান্সে গোলের দরজা খুলতে পারল না থোই সিং-রহিম আলিরা ৷

প্রথম তিন ম্যাচে হতশ্রী দেখিয়েছিল লাল-হলুদ রক্ষণকে ৷ তবে গোল খেলেও স্ট্রাইকার বা মিডফিল্ডাররা নিয়মিত গোল করেছেন ৷ চেন্নাইয়ান ম্যাচে যেন উলটপুরাণ ৷ বারবার আক্রমণ করলেও রহিম আলি-অনিরুদ্ধ থাপাদের রুখে দিল হীরা মণ্ডল-রাজু গায়কোয়াডরা ৷ ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন হীরা মণ্ডল ৷ অন্যদিকে চূড়ান্ত ফ্লপ লাল-হলুদের আক্রমণভাগ ৷ গোটা ম্যাচে বিপক্ষের গোলমুখে মাত্র একটি শট নিয়েছেন সিডোয়েল-চুকুরা ৷

আরও পড়ুন : Ex-footballers back SC East Bengal : ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে, আশাবাদী প্রাক্তনরা

চলতি আইএসএলের প্রথম চার ম্যাচে এখনও পর্যন্ত মাত্র 2 পয়েন্ট আদায় করতে পেরেছে এসসি ইস্টবেঙ্গল । 7 তারিখ পরের ম্যাচে গোয়ার মুখোমুখি হবে লাল-হলুদ ৷ ঘুরে দাঁড়াতে ওই ম্যাচে জয় ছাড়া কোনও রাস্তা নেই মানোলো দিয়াজের ছেলেদের কাছে ৷

Last Updated : Dec 3, 2021, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.