ETV Bharat / sports

ঘুরে দাঁড়ানোর কথা বলছেন লাল হলুদ অধিনায়ক

author img

By

Published : Nov 29, 2020, 11:00 PM IST

আক্রমণে বৈচিত্র্য আনতে হবে ৷ মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ ৷ ম্যাচে নামার আগে শুক্রবারের ভুলগুলো শুধরে নিতে হবে ৷ বললেন SC ইস্টবেঙ্গলের অধিনায়ক ড্যানি ফক্স ৷

East Bengal Club
East Bengal Club

কলকাতা, 29 নভেম্বর : ডার্বি অতীত । এখন ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা লাল হলুদের সংসারে । অধিনায়ক ড্যানি ফক্স বলছেন, ডার্বিতে হারলেও তাঁদের দলকে যথেষ্ট ফিট মনে হয়েছে ।

মঙ্গলবার SC ইস্টবেঙ্গল দ্বিতীয় ম্যাচ খেলবে মুম্বই সিটির বিরুদ্ধে । ডার্বির ধাক্কা সরিয়ে ঘুরে দাঁড়ানোর ডাক ইতিমধ্যে কোচ রবি ফাওলার দিয়েছেন । সেই রেশ ধরে লাল হলুদের 34 বছর বয়সি ডিফেন্ডার বলছেন,"ডার্বিতে একটা গোল করতে পারলে ছবিটা অন্যরকম হত । সারা ম্যাচ জুড়ে বেশ কিছু সুযোগ তৈরি করেও ব্যর্থ হয়েছি । তা সত্ত্বেও বলতে পারি আমরা ভালো খেলেছি, "আক্ষেপ লাল হলুদ অধিনায়কের গলায় । পাশাপাশি তিনি যোগ করেছেন, "প্রস্তুতির সময় কম পেলেও আমরা রবি ফাওলারের পরিকল্পনা মতোই খেলেছি । " মাত্র দুসপ্তাহ একসঙ্গে প্রাকটিস করার সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল । ইতিমধ্যে কোচ রবি ফাওলার প্রস্তুতির অভাবের কথা বলেছেন । বিষয়টি অস্বীকার করছেন না ড্যানিয়েল ফক্স ।

"আক্রমণে আমাদের বৈচিত্র্য আনতে হবে । আরও উন্নতির কোনও শেষ হয় না । আমরা যদি ডার্বি জিততাম তাহলেও প্রচুর জায়গা থাকত," বলেছেন ইস্টবেঙ্গলের স্কটিশ ডিফেন্ডার । মঙ্গলবারের মুম্বই সিটি ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে সতর্কতার সুর । "আমাদের জন্য মঙ্গলবারের ম্যাচটি কঠিন হতে চলেছে । তবে এই ম্যাচটা আরও কয়েকদিন পরে হলে ভালো হত । তবে শুক্রবারের ম্যাচের ভুলগুলো মঙ্গলবার শুধরে নিতে চাই ৷" বলেছেন ড্যানিয়েল ফক্স । প্রথম ম্যাচে হারলেও দলের খেলায় সমর্থকরা বিরূপ প্রতিক্রিয়া দেখায়নি । সমর্থকদের এই পাশে থাকার মানসিকতায় আস্থা পাচ্ছেন লাল হলুদ ফুটবলাররা । ড্যানি ফক্স বলছেন,"সোশাল মিডিয়ায় সমর্থকদের প্রতিক্রিয়া উৎসাহিত করতে সাহায্য করছে । আমরা জেতার জন্য মাঠে নামব । বেশি ম্যাচে জেতা আমাদের লক্ষ্য । সেটা আমাদের জন্য, সমর্থকদের জন্য জরুরি ।"

কলকাতা, 29 নভেম্বর : ডার্বি অতীত । এখন ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা লাল হলুদের সংসারে । অধিনায়ক ড্যানি ফক্স বলছেন, ডার্বিতে হারলেও তাঁদের দলকে যথেষ্ট ফিট মনে হয়েছে ।

মঙ্গলবার SC ইস্টবেঙ্গল দ্বিতীয় ম্যাচ খেলবে মুম্বই সিটির বিরুদ্ধে । ডার্বির ধাক্কা সরিয়ে ঘুরে দাঁড়ানোর ডাক ইতিমধ্যে কোচ রবি ফাওলার দিয়েছেন । সেই রেশ ধরে লাল হলুদের 34 বছর বয়সি ডিফেন্ডার বলছেন,"ডার্বিতে একটা গোল করতে পারলে ছবিটা অন্যরকম হত । সারা ম্যাচ জুড়ে বেশ কিছু সুযোগ তৈরি করেও ব্যর্থ হয়েছি । তা সত্ত্বেও বলতে পারি আমরা ভালো খেলেছি, "আক্ষেপ লাল হলুদ অধিনায়কের গলায় । পাশাপাশি তিনি যোগ করেছেন, "প্রস্তুতির সময় কম পেলেও আমরা রবি ফাওলারের পরিকল্পনা মতোই খেলেছি । " মাত্র দুসপ্তাহ একসঙ্গে প্রাকটিস করার সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল । ইতিমধ্যে কোচ রবি ফাওলার প্রস্তুতির অভাবের কথা বলেছেন । বিষয়টি অস্বীকার করছেন না ড্যানিয়েল ফক্স ।

"আক্রমণে আমাদের বৈচিত্র্য আনতে হবে । আরও উন্নতির কোনও শেষ হয় না । আমরা যদি ডার্বি জিততাম তাহলেও প্রচুর জায়গা থাকত," বলেছেন ইস্টবেঙ্গলের স্কটিশ ডিফেন্ডার । মঙ্গলবারের মুম্বই সিটি ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে সতর্কতার সুর । "আমাদের জন্য মঙ্গলবারের ম্যাচটি কঠিন হতে চলেছে । তবে এই ম্যাচটা আরও কয়েকদিন পরে হলে ভালো হত । তবে শুক্রবারের ম্যাচের ভুলগুলো মঙ্গলবার শুধরে নিতে চাই ৷" বলেছেন ড্যানিয়েল ফক্স । প্রথম ম্যাচে হারলেও দলের খেলায় সমর্থকরা বিরূপ প্রতিক্রিয়া দেখায়নি । সমর্থকদের এই পাশে থাকার মানসিকতায় আস্থা পাচ্ছেন লাল হলুদ ফুটবলাররা । ড্যানি ফক্স বলছেন,"সোশাল মিডিয়ায় সমর্থকদের প্রতিক্রিয়া উৎসাহিত করতে সাহায্য করছে । আমরা জেতার জন্য মাঠে নামব । বেশি ম্যাচে জেতা আমাদের লক্ষ্য । সেটা আমাদের জন্য, সমর্থকদের জন্য জরুরি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.