ETV Bharat / sports

SC East Bengal : 33 জনের চূড়ান্ত দল ঘোষণা লাল-হলুদের - SC East Bengal

21 নভেম্বর তারা তাদের প্রথম ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামবে। ইতিমধ্যে প্রস্তুতির অংশ হিসেবে তিনটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে এসসি ইস্টবেঙ্গল। চলতি সপ্তাহে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

sc east bengal
দল ঘোষণা লাল হলুদের
author img

By

Published : Nov 8, 2021, 10:22 PM IST

কলকাতা, 8 নভেম্বর : আইএসএল-এ মাঠে বল গড়ানোর 10 দিন আগেই এসি ইস্টবেঙ্গল তাদের 33 সদস্যের দল বেছে নিল। গত বছরের তুলনায় এ বছরের দলে ভারসাম্য বেশি। গত বছরের আইএসএল-এ সোনার গ্লাভস জয়ী অরিন্দম ভট্টাচার্য যেমন রয়েছেন, তেমনই আদিল খান, রাজু গাইকোয়াড়ের মত অভিজ্ঞতা সম্পন্ন ডিফেন্ডার ৷

আক্রমণ এবং মাঝমাঠে ভারতের অনূর্ধ্ব-23 দলের অমরজিত সিং, মহম্মদ রফিক, জ্যাকিচাদ সিং, বিকাশ জাইরু রয়েছেন। বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে মানুলো দিয়াজ জোর দিয়েছেন তারুণ্যের ওপর। ফলে পারথ গ্লোরির ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা, ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ফ্রানজো পেরেজরা কার্যত তাঁদের সেরা সময়ে লাল-হলুদ জার্সিতে আইএসএল-এ খেলতে এসেছেন ৷ নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা, ক্রোট স্ট্রাইকার অ্যান্টেনিও পেরোসোভিককে দলে নেওয়াই হয়েছে তাদের পুরানো দলের হয়ে পারফরম্যান্স এবং ক্রীড়া নৈপুন্যের কারণে ৷

আরও পড়ুন : আইএসএলের আগে নয়া জার্সি ইস্টবেঙ্গলের, রয়েছে সাবেকি ছোঁয়া

বাধ্যতামূলক স্বেচ্ছা নির্বাসনের পরে সোমবার এসসি ইস্টবেঙ্গল ফের অনুশীলনে। 21 নভেম্বর তারা তাদের প্রথম ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে মাঠে নামবে। ইতিমধ্যে প্রস্তুতির অংশ হিসেবে তিনটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে এসসি ইস্টবেঙ্গল। চলতি সপ্তাহে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা ৷ দলের প্রস্তুতিতে খুশি লাল-হলুদ কোচ ৷ দিয়াজ বলেছেন, "দল বাছার সময় ভারসাম্যের ওপর জোর দেওয়া হয়েছে ৷ যাতে তারুণ্য এবং অভি়জ্ঞতা সঠিক মেলবন্ধন থাকে ৷ আমাদের দলে এমন কিছু ফুটবলার রয়েছে যারা প্রতিভাবান এবং অভিজ্ঞতা সম্পন্ন ৷ দলের বিদেশি ফুটবলাররা সর্বোচ্চস্তরে ফুটবল খেলে আইএসএলে লাল-হলুদ জার্সি পড়েছেন ৷ তাই দলের গভীরতা নিয়ে আমি খুশি।"

কলকাতা, 8 নভেম্বর : আইএসএল-এ মাঠে বল গড়ানোর 10 দিন আগেই এসি ইস্টবেঙ্গল তাদের 33 সদস্যের দল বেছে নিল। গত বছরের তুলনায় এ বছরের দলে ভারসাম্য বেশি। গত বছরের আইএসএল-এ সোনার গ্লাভস জয়ী অরিন্দম ভট্টাচার্য যেমন রয়েছেন, তেমনই আদিল খান, রাজু গাইকোয়াড়ের মত অভিজ্ঞতা সম্পন্ন ডিফেন্ডার ৷

আক্রমণ এবং মাঝমাঠে ভারতের অনূর্ধ্ব-23 দলের অমরজিত সিং, মহম্মদ রফিক, জ্যাকিচাদ সিং, বিকাশ জাইরু রয়েছেন। বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে মানুলো দিয়াজ জোর দিয়েছেন তারুণ্যের ওপর। ফলে পারথ গ্লোরির ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা, ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ফ্রানজো পেরেজরা কার্যত তাঁদের সেরা সময়ে লাল-হলুদ জার্সিতে আইএসএল-এ খেলতে এসেছেন ৷ নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা, ক্রোট স্ট্রাইকার অ্যান্টেনিও পেরোসোভিককে দলে নেওয়াই হয়েছে তাদের পুরানো দলের হয়ে পারফরম্যান্স এবং ক্রীড়া নৈপুন্যের কারণে ৷

আরও পড়ুন : আইএসএলের আগে নয়া জার্সি ইস্টবেঙ্গলের, রয়েছে সাবেকি ছোঁয়া

বাধ্যতামূলক স্বেচ্ছা নির্বাসনের পরে সোমবার এসসি ইস্টবেঙ্গল ফের অনুশীলনে। 21 নভেম্বর তারা তাদের প্রথম ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে মাঠে নামবে। ইতিমধ্যে প্রস্তুতির অংশ হিসেবে তিনটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে এসসি ইস্টবেঙ্গল। চলতি সপ্তাহে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা ৷ দলের প্রস্তুতিতে খুশি লাল-হলুদ কোচ ৷ দিয়াজ বলেছেন, "দল বাছার সময় ভারসাম্যের ওপর জোর দেওয়া হয়েছে ৷ যাতে তারুণ্য এবং অভি়জ্ঞতা সঠিক মেলবন্ধন থাকে ৷ আমাদের দলে এমন কিছু ফুটবলার রয়েছে যারা প্রতিভাবান এবং অভিজ্ঞতা সম্পন্ন ৷ দলের বিদেশি ফুটবলাররা সর্বোচ্চস্তরে ফুটবল খেলে আইএসএলে লাল-হলুদ জার্সি পড়েছেন ৷ তাই দলের গভীরতা নিয়ে আমি খুশি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.