ETV Bharat / sports

SC East Bengal vs Chennaiyin FC: চেন্নাইয়িনের বিরুদ্ধে লড়াই করেও জয় অধরা লাল-হলুদের - SC East Bengal and Chennaiyin FC match ends in a draw

ডার্বির হারের পর চেন্নায়িন সিটি এফসির বিরুদ্ধে কিছুটা মান বাঁচাল লাল-হলুদ শিবিরের। চেন্নায়িন সিটি এফসির বিরুদ্ধে 2-2 গোলে ম্যাচ শেষ করল তারা (SC East Bengal vs Chennaiyin FC)। হাতে এল এক পয়েন্ট।

SC East Bengal vs Chennaiyin FC
SC East Bengal vs Chennaiyin FC
author img

By

Published : Feb 2, 2022, 10:54 PM IST

পানাজি, 2 ফেব্রুয়ারি: ফ্রি-কিক এবং হেডে দুরন্ত গোলের সঙ্গে নাছোড় ফুটবল ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের প্রাপ্তির ভাড়ারে এক পয়েন্ট। পরিসংখ্যান বলছে, মাঠে তারা ফেলে এল দুই পয়েন্ট। কারণ, প্রথমবার লাল-হলুদ পরিসংখ্যানে প্রতিপক্ষকে পিছনে ফেলল। চেন্নায়িন সিটি এফসির বিরুদ্ধে 2-2 গোলে ম্যাচ শেষ করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal vs Chennaiyin FC)। পয়েন্ট টেবিলে মারিও রিবেইরোর দলের অবস্থান বদল হল না। কিন্তু, এই ড্রয়ে চেন্নাইয়িনের প্রথম চারে ঢুকে পড়ার সম্ভাবনা বড়সড় ধাক্কা খেল। ম্যাচের সেরা এসসি ইস্টবেঙ্গলের ডাচ ফুটবলার সিডোয়েল।

ধারাবাহিকভাবে ভাল খেলে চলা ফুটবলারের নামের পাশে যখন আত্মঘাতী গোলের দোষ চাপে তখন পুরো দল চাপে পড়ে যায়। দুই মিনিটের মাথায় জেরির সেন্টার বিপদমুক্ত করতে গিয়ে হীরা মণ্ডল তা নিজেদের গোলে পাঠিয়ে দেন‌। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার ধাক্কায় এসসি ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। কিন্তু, তা কঠিন হয়ে ওঠে নিনথৈয়ের গোলে। পনেরো মিনিটে নিনথৈয়ের গোল চেন্নায়িন এফসিকে এগিয়ে দেয়। শুরুর পনেরো মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়ার ধাক্কা বিরতির আগে একাধিক আক্রমণেও ঢাকতে পারেনি লাল-হলুদ। এই সময় মার্সেলোর গোল করতে না পারা কাজটা আরও কঠিন করে দেয়। অথচ দুটো দলই হারের ধাক্কা শুধরে খেলতে নেমেছিল।

আরও পড়ুন: মুম্বইয়ের বিরুদ্ধে বদলা নেওয়ার লড়াইয়ে এটিকে মোহনবাগান

এসসি ইস্টবেঙ্গল যেমন ডার্বিতে তিন গোল হজম করেছে, চেন্নায়িন এফসিও তিন গোলে হেরেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ডার্বির হার থেকে প্রাপ্তি লড়াই, মারিও রিবেইরো সেটাই বলেছিলেন। লড়াইকে রসদ করে পয়েন্ট টেবিলে অন্তত একটু ভদ্রস্থ জায়গায় পৌঁছতে চাইছে লাল-হলুদ। সেই লড়াইয়ের ছবি চেন্নাইয়িনের বিরুদ্ধে সময় যত গড়িয়েছে ততই ফুটে উঠেছে। দু'গোলে পিছিয়ে পড়া থেকে ড্র করার ছবি এসসি ইস্টবেঙ্গল আইএসএলে এতদিন দেখাতে পারেনি। বুধবার সন্ধ্যার ম্যাচে সেটাই দেখা গেল। 60 মিনিটে ফ্রিকিকে সিডোয়েলের দুরন্ত গোল সেই লড়াইয়ের স্বাক্ষর থাকল। বিরতির পরে একটা সময় পুর খেলাটি হচ্ছিল চেন্নাইয়িনের পক্ষে। 75 মিনিটে পেরোসোভিচকে তুলে নিয়ে স্প্যানিশ মিডফিল্ডার সোতাকে নামান মারিও রিবেইরো। পুর দ্বিতীয়ার্ধ জুড়েই ছিল লাল-হলুদ। একানব্বই মিনিটে কর্ণার থেকে হেডে নামতের সমতা সূচক গোল সেই দাপটের ফসল। গোলরক্ষক দেবজিৎ মজুমদার অসাধারণ একটি বল না বাঁচালে চেন্নাইয়িনকে খালি হাতেই ফিরতে হত।

পানাজি, 2 ফেব্রুয়ারি: ফ্রি-কিক এবং হেডে দুরন্ত গোলের সঙ্গে নাছোড় ফুটবল ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের প্রাপ্তির ভাড়ারে এক পয়েন্ট। পরিসংখ্যান বলছে, মাঠে তারা ফেলে এল দুই পয়েন্ট। কারণ, প্রথমবার লাল-হলুদ পরিসংখ্যানে প্রতিপক্ষকে পিছনে ফেলল। চেন্নায়িন সিটি এফসির বিরুদ্ধে 2-2 গোলে ম্যাচ শেষ করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal vs Chennaiyin FC)। পয়েন্ট টেবিলে মারিও রিবেইরোর দলের অবস্থান বদল হল না। কিন্তু, এই ড্রয়ে চেন্নাইয়িনের প্রথম চারে ঢুকে পড়ার সম্ভাবনা বড়সড় ধাক্কা খেল। ম্যাচের সেরা এসসি ইস্টবেঙ্গলের ডাচ ফুটবলার সিডোয়েল।

ধারাবাহিকভাবে ভাল খেলে চলা ফুটবলারের নামের পাশে যখন আত্মঘাতী গোলের দোষ চাপে তখন পুরো দল চাপে পড়ে যায়। দুই মিনিটের মাথায় জেরির সেন্টার বিপদমুক্ত করতে গিয়ে হীরা মণ্ডল তা নিজেদের গোলে পাঠিয়ে দেন‌। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার ধাক্কায় এসসি ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। কিন্তু, তা কঠিন হয়ে ওঠে নিনথৈয়ের গোলে। পনেরো মিনিটে নিনথৈয়ের গোল চেন্নায়িন এফসিকে এগিয়ে দেয়। শুরুর পনেরো মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়ার ধাক্কা বিরতির আগে একাধিক আক্রমণেও ঢাকতে পারেনি লাল-হলুদ। এই সময় মার্সেলোর গোল করতে না পারা কাজটা আরও কঠিন করে দেয়। অথচ দুটো দলই হারের ধাক্কা শুধরে খেলতে নেমেছিল।

আরও পড়ুন: মুম্বইয়ের বিরুদ্ধে বদলা নেওয়ার লড়াইয়ে এটিকে মোহনবাগান

এসসি ইস্টবেঙ্গল যেমন ডার্বিতে তিন গোল হজম করেছে, চেন্নায়িন এফসিও তিন গোলে হেরেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ডার্বির হার থেকে প্রাপ্তি লড়াই, মারিও রিবেইরো সেটাই বলেছিলেন। লড়াইকে রসদ করে পয়েন্ট টেবিলে অন্তত একটু ভদ্রস্থ জায়গায় পৌঁছতে চাইছে লাল-হলুদ। সেই লড়াইয়ের ছবি চেন্নাইয়িনের বিরুদ্ধে সময় যত গড়িয়েছে ততই ফুটে উঠেছে। দু'গোলে পিছিয়ে পড়া থেকে ড্র করার ছবি এসসি ইস্টবেঙ্গল আইএসএলে এতদিন দেখাতে পারেনি। বুধবার সন্ধ্যার ম্যাচে সেটাই দেখা গেল। 60 মিনিটে ফ্রিকিকে সিডোয়েলের দুরন্ত গোল সেই লড়াইয়ের স্বাক্ষর থাকল। বিরতির পরে একটা সময় পুর খেলাটি হচ্ছিল চেন্নাইয়িনের পক্ষে। 75 মিনিটে পেরোসোভিচকে তুলে নিয়ে স্প্যানিশ মিডফিল্ডার সোতাকে নামান মারিও রিবেইরো। পুর দ্বিতীয়ার্ধ জুড়েই ছিল লাল-হলুদ। একানব্বই মিনিটে কর্ণার থেকে হেডে নামতের সমতা সূচক গোল সেই দাপটের ফসল। গোলরক্ষক দেবজিৎ মজুমদার অসাধারণ একটি বল না বাঁচালে চেন্নাইয়িনকে খালি হাতেই ফিরতে হত।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.