কলকাতা, 11 অক্টোবর : বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা ভারতীয় দলে । চোট পেলেন সন্দেশ ঝিঙ্গান ।
15 অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত । বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে পরবর্তী পর্যায়ের আশা জিইয়ে রাখতে কলকাতার ম্যাচ জিততেই হবে তাদের । তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ । সেই লক্ষ্যে ISL ফ্র্যাঞ্চাইজ়ি নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় দল । 34 মিনিটে সুনীল ছেত্রীর গোলে ভারতীয় দল এগিয়ে গেলেও 10মিনিটের মধ্যে নর্থ ইস্ট ইউনাইটেডকে সমতায় ফেরান আসামো গায়ান । ভারতীয় দলের কোচ স্টিমাচ আগেই বলেছিলেন, তিনি 15 অক্টোবরের ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলতে চান৷ সেজন্য প্রস্তুতি ম্যাচে সব ফুটবলারকে দেখে নিতে চান । পরিকল্পনা অনুযায়ী বিরতির পর এগারো জন ফুটবলারকে বদল করলেও স্টিমাচের কাছে বড় ধাক্কা সন্দেশ ঝিঙ্গানের চোট । মাঠে নামার দশ মিনিটের মধ্যে গোড়ালি ধরে বসে পড়েন ভারতীয় দলের এক নম্বর ডিফেন্ডার । খোড়াতে খোড়াতে মাঠ ছাড়তে দেখা যায় তাকে ।
ওমানের বিরুদ্ধে ভারতীয় দলের ড্র করার অন্যতম কারিগর ছিলেন সন্দেশ ঝিঙ্গান ও গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু । তবে, সন্দেশ ঝিঙ্গানের চোট পাওয়ার এই অস্বস্তির মাঝেও প্রশংসায় ভাসলেন ভারতীয় দলের গোলরক্ষক । অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেডের গোলরক্ষক কোচ সন্দীপ নন্দী বলছেন, বর্তমানে এশিয়ার প্রথম তিনজন গোলরক্ষকের মধ্যে থাকবেন গুরপ্রীত । তরুণ গোলরক্ষককে কেরিয়ারের প্রথম দিন থেকে দেখেছেন । কিন্তু গুরপ্রীত দক্ষতার চূড়ান্ত পর্যায়ে বিচরণ করছেন । যা ভারতীয় দলের অন্যতম শক্তিও বটে ।