ETV Bharat / sports

চোট পেলেন সন্দেশ ঝিঙ্গান, বাংলাদেশ ম্যাচের আগে বড় ধাক্কা

author img

By

Published : Oct 11, 2019, 1:30 AM IST

Updated : Oct 11, 2019, 6:51 AM IST

15 অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত ৷ তার আগেই চোট পেলেন দলের এক নম্বর ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান ৷

ছবি

কলকাতা, 11 অক্টোবর : বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা ভারতীয় দলে । চোট পেলেন সন্দেশ ঝিঙ্গান ।

15 অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত । বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে পরবর্তী পর্যায়ের আশা জিইয়ে রাখতে কলকাতার ম্যাচ জিততেই হবে তাদের । তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ । সেই লক্ষ্যে ISL ফ্র্যাঞ্চাইজ়ি নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় দল । 34 মিনিটে সুনীল ছেত্রীর গোলে ভারতীয় দল এগিয়ে গেলেও 10মিনিটের মধ্যে নর্থ ইস্ট ইউনাইটেডকে সমতায় ফেরান আসামো গায়ান । ভারতীয় দলের কোচ স্টিমাচ আগেই বলেছিলেন, তিনি 15 অক্টোবরের ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলতে চান৷ সেজন্য প্রস্তুতি ম্যাচে সব ফুটবলারকে দেখে নিতে চান । পরিকল্পনা অনুযায়ী বিরতির পর এগারো জন ফুটবলারকে বদল করলেও স্টিমাচের কাছে বড় ধাক্কা সন্দেশ ঝিঙ্গানের চোট । মাঠে নামার দশ মিনিটের মধ্যে গোড়ালি ধরে বসে পড়েন ভারতীয় দলের এক নম্বর ডিফেন্ডার । খোড়াতে খোড়াতে মাঠ ছাড়তে দেখা যায় তাকে ।

ওমানের বিরুদ্ধে ভারতীয় দলের ড্র করার অন্যতম কারিগর ছিলেন সন্দেশ ঝিঙ্গান ও গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু । তবে, সন্দেশ ঝিঙ্গানের চোট পাওয়ার এই অস্বস্তির মাঝেও প্রশংসায় ভাসলেন ভারতীয় দলের গোলরক্ষক । অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেডের গোলরক্ষক কোচ সন্দীপ নন্দী বলছেন, বর্তমানে এশিয়ার প্রথম তিনজন গোলরক্ষকের মধ্যে থাকবেন গুরপ্রীত । তরুণ গোলরক্ষককে কেরিয়ারের প্রথম দিন থেকে দেখেছেন । কিন্তু গুরপ্রীত দক্ষতার চূড়ান্ত পর্যায়ে বিচরণ করছেন । যা ভারতীয় দলের অন্যতম শক্তিও বটে ।

কলকাতা, 11 অক্টোবর : বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা ভারতীয় দলে । চোট পেলেন সন্দেশ ঝিঙ্গান ।

15 অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত । বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে পরবর্তী পর্যায়ের আশা জিইয়ে রাখতে কলকাতার ম্যাচ জিততেই হবে তাদের । তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ । সেই লক্ষ্যে ISL ফ্র্যাঞ্চাইজ়ি নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় দল । 34 মিনিটে সুনীল ছেত্রীর গোলে ভারতীয় দল এগিয়ে গেলেও 10মিনিটের মধ্যে নর্থ ইস্ট ইউনাইটেডকে সমতায় ফেরান আসামো গায়ান । ভারতীয় দলের কোচ স্টিমাচ আগেই বলেছিলেন, তিনি 15 অক্টোবরের ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলতে চান৷ সেজন্য প্রস্তুতি ম্যাচে সব ফুটবলারকে দেখে নিতে চান । পরিকল্পনা অনুযায়ী বিরতির পর এগারো জন ফুটবলারকে বদল করলেও স্টিমাচের কাছে বড় ধাক্কা সন্দেশ ঝিঙ্গানের চোট । মাঠে নামার দশ মিনিটের মধ্যে গোড়ালি ধরে বসে পড়েন ভারতীয় দলের এক নম্বর ডিফেন্ডার । খোড়াতে খোড়াতে মাঠ ছাড়তে দেখা যায় তাকে ।

ওমানের বিরুদ্ধে ভারতীয় দলের ড্র করার অন্যতম কারিগর ছিলেন সন্দেশ ঝিঙ্গান ও গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু । তবে, সন্দেশ ঝিঙ্গানের চোট পাওয়ার এই অস্বস্তির মাঝেও প্রশংসায় ভাসলেন ভারতীয় দলের গোলরক্ষক । অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেডের গোলরক্ষক কোচ সন্দীপ নন্দী বলছেন, বর্তমানে এশিয়ার প্রথম তিনজন গোলরক্ষকের মধ্যে থাকবেন গুরপ্রীত । তরুণ গোলরক্ষককে কেরিয়ারের প্রথম দিন থেকে দেখেছেন । কিন্তু গুরপ্রীত দক্ষতার চূড়ান্ত পর্যায়ে বিচরণ করছেন । যা ভারতীয় দলের অন্যতম শক্তিও বটে ।

Intro:বাংলাদেশ বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচের আগে বড় ধাক্কা ভারতীয় দলে। চোট পেলেন সন্দেশ ঝিঙ্গান। 15অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রাক বিশ্বকাপের ম্যাচে ভারতীয় দল বাংলাদেশের মুখোমুখি হবে। প্রাক বিশ্বকাপে আশা জিইয়ে রাখতে কলকাতার ম্যাচ জিততেই হবে। তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না ভারতীয় দলের কোচ ইগর স্টিমার। সেই লক্ষ্যে আইএসএল ফ্রাঞ্চাইজি নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় দল। 34মিনিটে সুনীল ছেত্রীর গোলে ভারতীয় দল এগিয়ে গেলেও 10মিনিটের মধ্যে নর্থ ইস্ট ইউনাইটেড কে সমতায় ফেরান আসামো গায়ান। ভারতীয় দলের কোচ স্টিমাচ আগেই বলেছিলেন তিনি পনেরো তারিখের ম্যাচে আক্রমনাত্মক ফুটবল খেলতে চান সেজন্যে প্রস্তুতি ম্যাচে সব ফুটবলার কে দেখে নিতে চান। পরিকল্পনা অনুযায়ী বিরতির পরে কার্যত এগারো জন ফুটবলারকে বদল করলেও স্টিমাচের কাছে বড় ধাক্কা সন্দেশ ঝিঙ্গানের চোট। মাঠে নামার দশ মিনিটের মধ্যে গোড়ালি ধরে বসে পড়েন ভারতীয় দলের এক নম্বর ডিফেন্ডার। তাকে খোড়াতে খোড়াতে মাঠ ছাড়তে দেখা যায়। ওমানের বিরুদ্ধে ভারতীয় দলের ড্র করার অন্যতম কারিগর ছিলেন সন্দেশ ঝিঙ্গান ও গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু।সন্দেশ ঝিঙ্গানের চোট পাওয়ার অস্বস্তির মধ্যে প্রশংসায় ভাসলেন ভারতীয় দলের গোলরক্ষক। নর্থইস্ট ইউনাইটেডের গোলরক্ষক কোচ সন্দীপ নন্দী বলেছেন বর্তমানে এশিয়ার প্রথম তিন গোলরক্ষকের মধ্যে থাকবেন গুরপ্রীত। তরুণ গোলরক্ষককে কেরিয়ারের প্রথম দিন থেকে দেখেছেন।কিন্তু গুরপ্রীত দক্ষতার চূড়ান্ত পর্যায়ে বিচরন করছে। যা ভারতীয় দলের অন্যতম শক্তিও বটে।


Body:ভারতীয় দল।


Conclusion:
Last Updated : Oct 11, 2019, 6:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.