ETV Bharat / sports

প্রথম পরীক্ষায় সফল বাগানের স্প্যানিশ কোচ, জোড়া গোলে নায়ক চামারা - Durand Cup opener

মরশুমের প্রথম ম্যাচে জোড়া গোল করে দলকে জেতালেন সালভো চামারো ।

চামারো
author img

By

Published : Aug 3, 2019, 1:30 AM IST

কলকাতা, 3 অগাস্ট : মোহনবাগানের জার্সিতে প্রথম ম্যাচ ৷ তাঁকে ঘিরে জয়ের ছক কষেছিলেন কোচ ৷ আর সেই সালভো চামারোর সৌজন্যেই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে জয় পেল মোহনবাগান । যুবভারতীতে মহামেডানকে হারিয়ে অভিযান শুরু করল সবুজ-মেরুন শিবির ৷ ম্যাচের ফল 2-0 । দুটি গোলই করেছেন চামারো ৷

ম্যাচের দু'মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার বেইটার ফ্রি কিক থেকে হেডে গোল করেন চামারো । 22 মিনিটে ফের মহামেডানের জালে বল ঢোকান স্প্যানিশ এই স্ট্রাইকার । আশুতোষ মেহতার সেন্টারে মাথা ছুঁইয়ে গোল করেন বাগানের নতুন নয় নম্বর । পা তুলনায় কম চললেও তাঁর হেড যথেষ্ট শক্তিশালী । তবে, জোড়া গোল করে চামারো ম্যাচের নায়ক হলেও মাঝমাঠে নজর কাড়লেন বেইটা । তাঁর বল নিয়ন্ত্রণ যথেষ্ট ভালো ৷ ম্যাচের প্রথমার্ধে বাগানের যাবতীয় দাপটের কারণ তিনিই ।

এই সংক্রান্ত আরও খবর : অনেক স্প্যানিশ-রাশিয়ান দেখেছি, সাফল্য তো 3 ভারতীয় কোচের : সুব্রত

ম্যাচের আগের দিন প্রতিপক্ষকে মেপে নিয়ে প্ল্যান বি'তে যাওয়ার কথা বলেছিলেন মহামেডান কোচ সুব্রত ভট্টাচার্য । প্রথম 22 মিনিটেই দল দু'গোলে পিছিয়ে পড়ায় তাঁর পরিকল্পনা সফল হয়নি । তবে বেইটাকে জ়োনাল মার্কিং করতেই মোহনবাগান ছন্দহীন হতে থাকে । তবে সুযোগ এসেছিল মহামেডানের কাছেও ৷ বিরতির এক মিনিট আগে বাগান গোলকিপার শিলটন পালকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন আর্থার । সেইসময় গোলটা হলে ম্যাচের ছবিটা অন্যরকম হতেই পারত ।

Mohun Bagan
গোল করে উচ্ছ্বাস বাগান খেলোয়াড়দের

বিরতির পর ধীরে ধীরে ম্যাচের উপর আধিপত্য বিস্তার করে মহামেডান । শুধুমাত্র পাল্লা দিয়ে প্রতিপক্ষকে রুখে দেওয়াই নয়, অন্তত দু'বার গোলের মুখ খুলেছিল তারা । আর্থার ও তীর্থঙ্কর সুযোগ নষ্ট না করলে মহামেডান হয়ত এক পয়েন্ট নিয়ে ফিরতে পারত ।

এই সংক্রান্ত আরও খবর : সুব্রতর শব্দব্রহ্ম থামাতে চামারোই ভরসা মোহনবাগানে !

মরশুমের প্রথম ম্যাচে নতুন স্প্যানিশ ঘরানার সঙ্গে কতটা আত্মস্থ হলেন ফুটবলাররা তা দেখতে যুবভারতীতে ভিড় জমিয়েছিলেন মোহনবাগান সমর্থকরা । ম্যাচ শেষে আশার আলো নিয়ে মাঠ ছাড়লেন । প্রথম ম্যাচের পরে সর্বোচ্চ বিশেষণ জুড়ে দেওয়া ঠিক হবে না । তা সত্ত্বেও বলা যায়, প্রথম পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ কিবু ভিকুনা । তবে আগামীদিনে দলের বেশ কিছু সমস্যা সমাধানে বসতে হবে বাগান কোচকে ৷ বিশেষত, বেইটাকে মার্কিং করার পর যেভাবে বাগান ছন্দহীন হলে গেল তা নিশ্চয়ই স্প্যানিশ কোচের নোটবুকে লেখা রয়েছে ৷ তাঁর ছেলেদের মধ্যে আশার আলো থাকলেও কিছু ফাঁকফোকর রয়েছে । অন্যদিকে, মহামেডানের খেলায় বারেবারে গুণগত মানের অভাব ফুটে উঠল ৷

ভারতীয় ফুটবলাররাই দলের চালিকাশক্তি, দলের জয়ে তৃপ্ত ভিকুনা

জয় দিয়ে ভারতীয় ফুটবলে কোচিং ইনিংস শুরু করেছেন । দলের চার স্প্যানিশ ফুটবলারের মধ্যে তিনজনকে নামিয়েছিলেন । স্প্যানিশ ত্রিফলায় জয় এসেছে ৷ তবুও মোহনবাগান কোচ বলছেন, "ভারতীয় ফুটবলাররাই তাঁর দলের চালিকাশক্তি । বিদেশিরা তাঁদের সাহায্য করেন মাত্র ।" সমর্থকদের নিরন্তর সমর্থন পেয়েও খুশি ভিকুনা । তবে পরের ম্যাচে খেলোয়াড়দের শারীরিকভাবে আরও ফিট দলকে চান । দলের জয়ে তৃপ্ত ভিকুনা বলছেন, "বিশ্বের সেরা দলও উন্নতি করতে চায় । (শেষপর্যন্ত) ম্যাচের রাশ নিজেদের হাতে রাখতে চাই ৷ এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে ।"

Kibu Vicuna
ম্যাচ শেষে বাগান কোচ কিবু ভিকুনা

সতীর্থ ও সমর্থকদের গোল উৎসর্গ চামারোর

শুধু সবুজ মেরুন জার্সিতে নয়, ভারতীয় ক্লাব ফুটবলে গতকাল অভিষেক হল চামারোর ৷ আর প্রথম ম্যাচে জোড়া গোল করে সবুজ-মেরুন জনতার নয়নের মণি হয়ে উঠেছেন চামারো । সমর্থকদের সমর্থনের কথা তাঁর মুখেও । স্পেন-পর্তুগালের ক্লাব ম্যাচে ভালো খেলা চামারো ভারতীয় ক্লাব ফুটবলে থিতু হওয়ার জন্য গোল করতে চেয়েছিলেন । প্রথম ম্যাচে লক্ষ্য পূরণ হওয়ায় আরও গোলের স্বপ্ন স্প্যানিশ স্ট্রাইকারের মুখে । দুটো গোল সতীর্থদের উৎসর্গ করলেন । একইসঙ্গে নিজের পরিবার ও বাগান সমর্থকরা রয়েছেন উৎসর্গের তালিকায় ।

Salvo Chamorro
গোল করে আত্মহারা চামারো

কলকাতা, 3 অগাস্ট : মোহনবাগানের জার্সিতে প্রথম ম্যাচ ৷ তাঁকে ঘিরে জয়ের ছক কষেছিলেন কোচ ৷ আর সেই সালভো চামারোর সৌজন্যেই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে জয় পেল মোহনবাগান । যুবভারতীতে মহামেডানকে হারিয়ে অভিযান শুরু করল সবুজ-মেরুন শিবির ৷ ম্যাচের ফল 2-0 । দুটি গোলই করেছেন চামারো ৷

ম্যাচের দু'মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার বেইটার ফ্রি কিক থেকে হেডে গোল করেন চামারো । 22 মিনিটে ফের মহামেডানের জালে বল ঢোকান স্প্যানিশ এই স্ট্রাইকার । আশুতোষ মেহতার সেন্টারে মাথা ছুঁইয়ে গোল করেন বাগানের নতুন নয় নম্বর । পা তুলনায় কম চললেও তাঁর হেড যথেষ্ট শক্তিশালী । তবে, জোড়া গোল করে চামারো ম্যাচের নায়ক হলেও মাঝমাঠে নজর কাড়লেন বেইটা । তাঁর বল নিয়ন্ত্রণ যথেষ্ট ভালো ৷ ম্যাচের প্রথমার্ধে বাগানের যাবতীয় দাপটের কারণ তিনিই ।

এই সংক্রান্ত আরও খবর : অনেক স্প্যানিশ-রাশিয়ান দেখেছি, সাফল্য তো 3 ভারতীয় কোচের : সুব্রত

ম্যাচের আগের দিন প্রতিপক্ষকে মেপে নিয়ে প্ল্যান বি'তে যাওয়ার কথা বলেছিলেন মহামেডান কোচ সুব্রত ভট্টাচার্য । প্রথম 22 মিনিটেই দল দু'গোলে পিছিয়ে পড়ায় তাঁর পরিকল্পনা সফল হয়নি । তবে বেইটাকে জ়োনাল মার্কিং করতেই মোহনবাগান ছন্দহীন হতে থাকে । তবে সুযোগ এসেছিল মহামেডানের কাছেও ৷ বিরতির এক মিনিট আগে বাগান গোলকিপার শিলটন পালকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন আর্থার । সেইসময় গোলটা হলে ম্যাচের ছবিটা অন্যরকম হতেই পারত ।

Mohun Bagan
গোল করে উচ্ছ্বাস বাগান খেলোয়াড়দের

বিরতির পর ধীরে ধীরে ম্যাচের উপর আধিপত্য বিস্তার করে মহামেডান । শুধুমাত্র পাল্লা দিয়ে প্রতিপক্ষকে রুখে দেওয়াই নয়, অন্তত দু'বার গোলের মুখ খুলেছিল তারা । আর্থার ও তীর্থঙ্কর সুযোগ নষ্ট না করলে মহামেডান হয়ত এক পয়েন্ট নিয়ে ফিরতে পারত ।

এই সংক্রান্ত আরও খবর : সুব্রতর শব্দব্রহ্ম থামাতে চামারোই ভরসা মোহনবাগানে !

মরশুমের প্রথম ম্যাচে নতুন স্প্যানিশ ঘরানার সঙ্গে কতটা আত্মস্থ হলেন ফুটবলাররা তা দেখতে যুবভারতীতে ভিড় জমিয়েছিলেন মোহনবাগান সমর্থকরা । ম্যাচ শেষে আশার আলো নিয়ে মাঠ ছাড়লেন । প্রথম ম্যাচের পরে সর্বোচ্চ বিশেষণ জুড়ে দেওয়া ঠিক হবে না । তা সত্ত্বেও বলা যায়, প্রথম পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ কিবু ভিকুনা । তবে আগামীদিনে দলের বেশ কিছু সমস্যা সমাধানে বসতে হবে বাগান কোচকে ৷ বিশেষত, বেইটাকে মার্কিং করার পর যেভাবে বাগান ছন্দহীন হলে গেল তা নিশ্চয়ই স্প্যানিশ কোচের নোটবুকে লেখা রয়েছে ৷ তাঁর ছেলেদের মধ্যে আশার আলো থাকলেও কিছু ফাঁকফোকর রয়েছে । অন্যদিকে, মহামেডানের খেলায় বারেবারে গুণগত মানের অভাব ফুটে উঠল ৷

ভারতীয় ফুটবলাররাই দলের চালিকাশক্তি, দলের জয়ে তৃপ্ত ভিকুনা

জয় দিয়ে ভারতীয় ফুটবলে কোচিং ইনিংস শুরু করেছেন । দলের চার স্প্যানিশ ফুটবলারের মধ্যে তিনজনকে নামিয়েছিলেন । স্প্যানিশ ত্রিফলায় জয় এসেছে ৷ তবুও মোহনবাগান কোচ বলছেন, "ভারতীয় ফুটবলাররাই তাঁর দলের চালিকাশক্তি । বিদেশিরা তাঁদের সাহায্য করেন মাত্র ।" সমর্থকদের নিরন্তর সমর্থন পেয়েও খুশি ভিকুনা । তবে পরের ম্যাচে খেলোয়াড়দের শারীরিকভাবে আরও ফিট দলকে চান । দলের জয়ে তৃপ্ত ভিকুনা বলছেন, "বিশ্বের সেরা দলও উন্নতি করতে চায় । (শেষপর্যন্ত) ম্যাচের রাশ নিজেদের হাতে রাখতে চাই ৷ এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে ।"

Kibu Vicuna
ম্যাচ শেষে বাগান কোচ কিবু ভিকুনা

সতীর্থ ও সমর্থকদের গোল উৎসর্গ চামারোর

শুধু সবুজ মেরুন জার্সিতে নয়, ভারতীয় ক্লাব ফুটবলে গতকাল অভিষেক হল চামারোর ৷ আর প্রথম ম্যাচে জোড়া গোল করে সবুজ-মেরুন জনতার নয়নের মণি হয়ে উঠেছেন চামারো । সমর্থকদের সমর্থনের কথা তাঁর মুখেও । স্পেন-পর্তুগালের ক্লাব ম্যাচে ভালো খেলা চামারো ভারতীয় ক্লাব ফুটবলে থিতু হওয়ার জন্য গোল করতে চেয়েছিলেন । প্রথম ম্যাচে লক্ষ্য পূরণ হওয়ায় আরও গোলের স্বপ্ন স্প্যানিশ স্ট্রাইকারের মুখে । দুটো গোল সতীর্থদের উৎসর্গ করলেন । একইসঙ্গে নিজের পরিবার ও বাগান সমর্থকরা রয়েছেন উৎসর্গের তালিকায় ।

Salvo Chamorro
গোল করে আত্মহারা চামারো
Intro:মরসুমের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ মহমেডানের বিরুদ্ধে স্প্যানিশ ঘরানার কতটা আত্মস্থ হল তা দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড় জমিয়েছিলেন মোহনবাগান সমর্থকরা। দিনের শেষে আশার আলো নিয়ে মাঠ ছাড়লেন। প্রথম ম্যাচের পরে সর্বোচ্চ বিশেষন জুড়ে দেওয়া ঠিক হবে না। তা সত্ত্বেও বলা যায় কিবু ভিকুনা সসন্মানে উর্ত্তীন। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে সহজ জয় পেল মোহনবাগান। ম্যাচের ফল 2-0।গোলদাতা সালভো চামারো।
ম্যাচের দুই মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার বেইটার ফ্রি কিক থেকে হেড করে প্রথম গোল সালভো চামারো র। 22 মিনিটে ফের গোল স্প্যানিশ স্ট্রাইকারের। আশুতোষ মেহতার সেন্টারে মাথা ছুইয়ে গোল করলেন। নয় নম্বর জার্সির চামারো র হেডটা যথেষ্ট শক্তিশালী। তুলনায় পা চলে কম।
জোড়া গোল চামারো করলেও মোহনবাগানের মাঝমাঠে নজর কাড়লেন বেইটা। স্প্যানিশ মিডফিল্ডারের বল নিয়ন্ত্রন যথেষ্ট ভালো। ম্যাচের প্রথমার্ধে যাবতীয় দাপটের কারন তিনি।
প্রতিপক্ষকে মেপে নিয়ে প্ল্যান বি তে যাওয়ার কথা বলেছিলেন মহমেডান কোচ সুব্রত ভট্টাচার্য। দল দ্রুত দুগোলে পিছিয়ে পড়ায় তার পরিকল্পনা সফল হয়নি। তবে বেইটার জন্যে জোনাল মার্কিং করতেই মোহনবাগান ছন্দহীন হতে থাকে।বিরতির এক মিনিট আগে শিলটন পালকে একা পেয়েও গোল করতে ব্যর্থ আর্থার। তিনি সফল হলে ম্যাচের ছবিটা অন্যরকম হতে পারত।
বিরতির পরে ধীরে ধীরে ম্যাচের ওপর আধিপত্য বিস্তার করে মহমেডান। পাল্লা দিয়ে প্রতিপক্ষ কে রুখে দেওয়া নয় অন্তত দুবার গোল মুখ খুলে ফেলেছিল তারা । আর্থার ও তীর্থঙ্কর সুযোগ নষ্ট না করলে মহমেডান হয়ত একটা পয়েন্ট নিয়ে ফিরতে পারত।
মরসুমের প্রথম ম্যাচের শেষে জয়ী মোহনবাগান। কিবু ভিকুনার ছেলেদের আশার আলো থাকলেও ভেদ শক্তি কম। মহমেডানের খেলায় গুনগত মানের অভাব। যা হয়ত সাদা কালো শিবিরের হতাশার কারন হবে।



Body:মোহনবাগানের


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.