ETV Bharat / sports

যুবভারতীতে ভারত-আফগানিস্তান প্রাক-বিশ্বকাপের লড়াই - Sunil chettri

ভারত বনাম আফগানিস্তান প্রাক বিশ্বকাপ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেল সল্টলেক যুবভারতী স্টেডিয়াম ৷ আগামী 9 জুন ভারতীয় ফুটবলের মক্কায় নামবে সুনীল ছেত্রীরা ৷

yuvabharati
যুবভারতী
author img

By

Published : Mar 3, 2020, 8:33 AM IST

Updated : Mar 3, 2020, 9:10 AM IST

কলকাতা, 3 মার্চ: কলকাতায় আফগানিস্তানের বিরুদ্ধে খেলবেন সুনীল ছেত্রীরা ৷ এ কথা নিশ্চিত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ৷ আগামী জুনে ভারত বনাম আফগানিস্তান প্রাক-বিশ্বকাপ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে যুবভারতী স্টেডিয়াম ৷ ম্যাচটি হবে 9 জুন ৷ 2022 FIFA বিশ্বকাপ এবং 2023 AFC কাপের জয়েন্ট কোয়ালিফায়ার এই ম্যাচ ৷

দেশের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম যুবভারতীতে গত বছরের শেষদিকে ভারত-বাংলাদেশ প্রাক বিশ্বকাপ ম্যাচটি খেলা হয়েছিল ৷ ভারতীয় ফুটবলের মক্কায় সেই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে কোনওমতে হার বাঁচিয়েছিল সুনীল ছেত্রীরা ৷ ম্যাচটি 1-1 গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছিল ব্লু টাইগাররা ৷ 26 মার্চ গ্রুপ ই-র পরবর্তী ম্যাচে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কাতারের বিরুদ্ধে নামবে ভারত ৷ তারপর যুবভারতীতে আফগানিস্তানের মুখোমুখি হবে তারা ৷

গ্রুপ ই-তে ভারতের সঙ্গে রয়েছে শক্তিশালী কাতার, ওমান, বাংলাদেশ এবং আফগানিস্তান ৷ যুগ্ম যোগ্যতা অর্জনকারী রাউন্ডে প্রথম থেকেই জয়ের জন্য লড়াই করে আসছে ইগর স্টিম্যাকের দল ৷ দোহায় প্রথম ম্যাচে শক্তিশালী কাতারের বিরুদ্ধে ড্র করে বাহবা কুড়িয়েছিল ভারত ৷ তবে ঘরের মাঠে ওমানের বিরুদ্ধে 1-2 গোলে হারের মুখ দেখতে হয় ৷ এরপর বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে ড্রয়ে ফলে গ্রুপের প্রথম দুইয়ের মধ্যে থাকতে পারেনি ব্লু টাইগার্স ৷ এরপর মাসকটে পঞ্চম ম্যাচে 1-0 গোলে ওমানের বিরুদ্ধে হারও রয়েছে ৷

fifa world cup qualifier match
প্রাক বিশ্বকাপে ভারত

পাঁচটি ম্যাচে ভারতের সংগ্রহ মোটে তিন পয়েন্ট ৷ বাকি রয়েছে তিনটি ম্যাচ ৷ কাতার এবং আফগানিস্তান ম্যাচের মাঝে বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল ৷ কাতার ম্যাচ কঠিন হলেও বাংলাদেশ এবং আফগানিস্তানের বিরুদ্ধে ছয় পয়েন্টই পাখির চোখ ইগর স্টিম্যাকের ছেলেদের ৷

কলকাতা, 3 মার্চ: কলকাতায় আফগানিস্তানের বিরুদ্ধে খেলবেন সুনীল ছেত্রীরা ৷ এ কথা নিশ্চিত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ৷ আগামী জুনে ভারত বনাম আফগানিস্তান প্রাক-বিশ্বকাপ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে যুবভারতী স্টেডিয়াম ৷ ম্যাচটি হবে 9 জুন ৷ 2022 FIFA বিশ্বকাপ এবং 2023 AFC কাপের জয়েন্ট কোয়ালিফায়ার এই ম্যাচ ৷

দেশের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম যুবভারতীতে গত বছরের শেষদিকে ভারত-বাংলাদেশ প্রাক বিশ্বকাপ ম্যাচটি খেলা হয়েছিল ৷ ভারতীয় ফুটবলের মক্কায় সেই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে কোনওমতে হার বাঁচিয়েছিল সুনীল ছেত্রীরা ৷ ম্যাচটি 1-1 গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছিল ব্লু টাইগাররা ৷ 26 মার্চ গ্রুপ ই-র পরবর্তী ম্যাচে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কাতারের বিরুদ্ধে নামবে ভারত ৷ তারপর যুবভারতীতে আফগানিস্তানের মুখোমুখি হবে তারা ৷

গ্রুপ ই-তে ভারতের সঙ্গে রয়েছে শক্তিশালী কাতার, ওমান, বাংলাদেশ এবং আফগানিস্তান ৷ যুগ্ম যোগ্যতা অর্জনকারী রাউন্ডে প্রথম থেকেই জয়ের জন্য লড়াই করে আসছে ইগর স্টিম্যাকের দল ৷ দোহায় প্রথম ম্যাচে শক্তিশালী কাতারের বিরুদ্ধে ড্র করে বাহবা কুড়িয়েছিল ভারত ৷ তবে ঘরের মাঠে ওমানের বিরুদ্ধে 1-2 গোলে হারের মুখ দেখতে হয় ৷ এরপর বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে ড্রয়ে ফলে গ্রুপের প্রথম দুইয়ের মধ্যে থাকতে পারেনি ব্লু টাইগার্স ৷ এরপর মাসকটে পঞ্চম ম্যাচে 1-0 গোলে ওমানের বিরুদ্ধে হারও রয়েছে ৷

fifa world cup qualifier match
প্রাক বিশ্বকাপে ভারত

পাঁচটি ম্যাচে ভারতের সংগ্রহ মোটে তিন পয়েন্ট ৷ বাকি রয়েছে তিনটি ম্যাচ ৷ কাতার এবং আফগানিস্তান ম্যাচের মাঝে বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল ৷ কাতার ম্যাচ কঠিন হলেও বাংলাদেশ এবং আফগানিস্তানের বিরুদ্ধে ছয় পয়েন্টই পাখির চোখ ইগর স্টিম্যাকের ছেলেদের ৷

Last Updated : Mar 3, 2020, 9:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.