ETV Bharat / sports

স্ত্রীকে গোল উৎসর্গ রয় কৃষ্ণর - রয় কৃষ্ণ

বছরের শুরুতেই দল জয়ে ফিরেছে, গোল পেয়েছেন ফিজির স্ট্রাইকার ।

স্ত্রীকে গোল উৎসর্গ রয় কৃষ্ণর
স্ত্রীকে গোল উৎসর্গ রয় কৃষ্ণর
author img

By

Published : Jan 4, 2021, 10:32 PM IST

পানাজি, 4 জানুয়ারি : নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে করা গোলটি স্ত্রী নাজিয়াকে উপহার দিলেন এটিকে মোহনবাগানের গোল মেশিন রয় কৃষ্ণ । রবিবার চলতি আইএসএলে জয়ের সরণিতে ফিরেছে এটিকে-মোহনবাগান। প্রতিপক্ষের কড়া মার্কিংয়ে যখন গোলের দরজা খোলা যাচ্ছিল না তখন হতাশ হলেও হাল ছাড়েনি সবুজ মেরুন ফুটবলাররা । রয় কৃষ্ণের গোল সেই মরিয়া চেষ্টার ফসল ।

বছরের শুরুতেই দল জয়ে ফিরেছে, গোল পেয়েছেন ফিজির স্ট্রাইকার । প্রথম পর্বের শেষ ম্যাচে এটিকে-মোহনবাগানের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি । তার আগে এই জয় পুরো দলকে আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করেন রয় কৃষ্ণ । তবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে করা গোলটি তিনি স্ত্রীকে উপহার দিতে চান । তাঁর কথায়, "স্ত্রী নাজিয়া আমার সবচেয়ে বড় সমালোচক এবং সমর্থক । গোল না পেলে আমাকে উদ্বুদ্ধ করে । নিজেও খুশি থাকে না । এবার ক্রিসমাস পালন করতে ফিজি থেকে এখানে চলে এসেছে । আমাকে চমকে দেওয়ার জন্য আসার ব্যাপারটি গোপন রেখেছিল ৷"

20 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকলেও এটিকে-মোহনবাগানের গোল মেশিন বলছেন, প্লে অফ এখনও নিশ্চিত নয় । কারণ, আগামী এগারোটি ম্যাচে হিসাব অনেক বদল হবে । একটা দুটো ম্যাচ অনেক কিছু বদলে দেয় ।তাই সতর্ক হয়ে লড়াই এবং অনুশীলনে বাড়তি পরিশ্রমের কথা বলছেন তিনি । সাতটি ম্যাচে সবুজ-মেরুন গোল হজম না করে জয় পেল । যা হাবাস এবং তার দলকে তৃপ্তি দিয়েছে । তবে এই পারফরম্যান্স মুম্বই সিটি এফসির বিরুদ্ধে বাড়তি সুবিধা দেবে বলে কেউ মনে করছেন না ।

পানাজি, 4 জানুয়ারি : নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে করা গোলটি স্ত্রী নাজিয়াকে উপহার দিলেন এটিকে মোহনবাগানের গোল মেশিন রয় কৃষ্ণ । রবিবার চলতি আইএসএলে জয়ের সরণিতে ফিরেছে এটিকে-মোহনবাগান। প্রতিপক্ষের কড়া মার্কিংয়ে যখন গোলের দরজা খোলা যাচ্ছিল না তখন হতাশ হলেও হাল ছাড়েনি সবুজ মেরুন ফুটবলাররা । রয় কৃষ্ণের গোল সেই মরিয়া চেষ্টার ফসল ।

বছরের শুরুতেই দল জয়ে ফিরেছে, গোল পেয়েছেন ফিজির স্ট্রাইকার । প্রথম পর্বের শেষ ম্যাচে এটিকে-মোহনবাগানের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি । তার আগে এই জয় পুরো দলকে আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করেন রয় কৃষ্ণ । তবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে করা গোলটি তিনি স্ত্রীকে উপহার দিতে চান । তাঁর কথায়, "স্ত্রী নাজিয়া আমার সবচেয়ে বড় সমালোচক এবং সমর্থক । গোল না পেলে আমাকে উদ্বুদ্ধ করে । নিজেও খুশি থাকে না । এবার ক্রিসমাস পালন করতে ফিজি থেকে এখানে চলে এসেছে । আমাকে চমকে দেওয়ার জন্য আসার ব্যাপারটি গোপন রেখেছিল ৷"

20 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকলেও এটিকে-মোহনবাগানের গোল মেশিন বলছেন, প্লে অফ এখনও নিশ্চিত নয় । কারণ, আগামী এগারোটি ম্যাচে হিসাব অনেক বদল হবে । একটা দুটো ম্যাচ অনেক কিছু বদলে দেয় ।তাই সতর্ক হয়ে লড়াই এবং অনুশীলনে বাড়তি পরিশ্রমের কথা বলছেন তিনি । সাতটি ম্যাচে সবুজ-মেরুন গোল হজম না করে জয় পেল । যা হাবাস এবং তার দলকে তৃপ্তি দিয়েছে । তবে এই পারফরম্যান্স মুম্বই সিটি এফসির বিরুদ্ধে বাড়তি সুবিধা দেবে বলে কেউ মনে করছেন না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.