ETV Bharat / sports

হ্যাটট্রিক রোনাল্ডোর, মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টারে জ়ুভেন্তাস - Juventus beat Atletico Madrid

রোনাল্ডোর হ্যাটট্রিকের সৌজন্যে কোয়ার্টার ফাইনালে জ়ুভেন্তাস

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
author img

By

Published : Mar 13, 2019, 8:52 AM IST

তুরিন, ১৩ মার্চ : চ্যাম্পিয়ন্স লিগে ফের রোনাল্ডো ম্যাজিক। তাঁর হ্যাটট্রিকের সৌজন্যেই অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ (দু'লেগ মিলিয়ে ৩-২) হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল জ়ুভেন্তাস।

প্রথম লেগে মাদ্রিদে ২-০ গোলে হেরেছিল জ়ুভেন্তাস। ফিরতি লেগে ঘরের মাঠে জ়ুভেন্তাসের জন্য কাজটা একদমই সহজ ছিল না। কিন্তু, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য এটাই ছিল জ্বলে ওঠার সেরা মঞ্চ। ম্যাচের প্রথম থেকেই অ্যাটলেটিকো মাদ্রিদের উপর চাপ বাড়াতে থাকে জ়ুভেন্তাস। একের পর এক আক্রমণ করলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হচ্ছিল তারা। শেষপর্যন্ত ডেডলক ভাঙেন রোনাল্ডো। ২৭ মিনিটে ট্রেডমার্ক হেডে গোল করেন। ব্যবধান কমিয়ে অ্যাটলেটিকোর উপর আরও চাপ বাড়াতে থাকে জ়ুভেন্তাস। দ্বিতীয়ার্ধে শুরুতেই তার ফসল মেলে। রোনাল্ডোর বুলেট হেডার কোনওক্রমে ওব্লাক বাঁচিয়ে দিলেও গোল-লাইন টেকনোলজিতে দেখা যায়, বল গোল লাইন পার করেছে। খেলার ফল ২-২ থাকা অবস্থয় দুই দলই গোলের জন্য মরিয়া ওঠে। যখন মনে হচ্ছিল খেলা অতিরিক্ত সময়ে গড়াবে, তখন পেনাল্টি পায় জ়ুভেন্তাস। খেলার বয়স তখন ৮৪ মিনিট। ওব্লাককে উলটো দিকে ফেলে গোল করেন রোনাল্ডো।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি রোনাল্ডোর ১২৪ তম গোল ও অষ্টম হ্যাটট্রিক। আর প্রতিযোগিতার ইতিহাসে সর্বাধিক হ্যাটট্রিকের তালিকায় যুগ্মভাবে মেসির সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন তিনি।

তুরিন, ১৩ মার্চ : চ্যাম্পিয়ন্স লিগে ফের রোনাল্ডো ম্যাজিক। তাঁর হ্যাটট্রিকের সৌজন্যেই অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ (দু'লেগ মিলিয়ে ৩-২) হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল জ়ুভেন্তাস।

প্রথম লেগে মাদ্রিদে ২-০ গোলে হেরেছিল জ়ুভেন্তাস। ফিরতি লেগে ঘরের মাঠে জ়ুভেন্তাসের জন্য কাজটা একদমই সহজ ছিল না। কিন্তু, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য এটাই ছিল জ্বলে ওঠার সেরা মঞ্চ। ম্যাচের প্রথম থেকেই অ্যাটলেটিকো মাদ্রিদের উপর চাপ বাড়াতে থাকে জ়ুভেন্তাস। একের পর এক আক্রমণ করলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হচ্ছিল তারা। শেষপর্যন্ত ডেডলক ভাঙেন রোনাল্ডো। ২৭ মিনিটে ট্রেডমার্ক হেডে গোল করেন। ব্যবধান কমিয়ে অ্যাটলেটিকোর উপর আরও চাপ বাড়াতে থাকে জ়ুভেন্তাস। দ্বিতীয়ার্ধে শুরুতেই তার ফসল মেলে। রোনাল্ডোর বুলেট হেডার কোনওক্রমে ওব্লাক বাঁচিয়ে দিলেও গোল-লাইন টেকনোলজিতে দেখা যায়, বল গোল লাইন পার করেছে। খেলার ফল ২-২ থাকা অবস্থয় দুই দলই গোলের জন্য মরিয়া ওঠে। যখন মনে হচ্ছিল খেলা অতিরিক্ত সময়ে গড়াবে, তখন পেনাল্টি পায় জ়ুভেন্তাস। খেলার বয়স তখন ৮৪ মিনিট। ওব্লাককে উলটো দিকে ফেলে গোল করেন রোনাল্ডো।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি রোনাল্ডোর ১২৪ তম গোল ও অষ্টম হ্যাটট্রিক। আর প্রতিযোগিতার ইতিহাসে সর্বাধিক হ্যাটট্রিকের তালিকায় যুগ্মভাবে মেসির সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন তিনি।

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Juventus Stadium, Turin, Italy. 12th March 2019.
1. 00:00 Massimiliano Allegri arriving at the news conference
2.  00:19 SOUNDBITE (Italian) Massimiliano Allegri, Juventus head coach: " The thing that I liked most this evening is something that I asked to the squad and that they did very well. And it's that they should avoid to play a neurotic match because the atmosphere inside and  outside and almost everywhere was suggesting that the match would last just 10 minutes only. Yes, it was true that we had to avoid to concede any goal but it was also true that we had 95 minutes to turn around the result."   
3. 00:51 Wide shot of press conference room
4. 00:56 SOUNDBITE (Italian) Massimiliano Allegri, Juventus head coach:
++TRANSLATION TO FOLLOW++
5. 01:25 Wide shot of press conference room
6. 01:30 SOUNDBITE (Italian) Massimiliano Allegri, Juventus head coach:
++TRANSLATION TO FOLLOW++
7. 02:06 Massimiliano Allegri leaving the press conference room
8. 02:18 Cutaway cameraman
9. 02:22 Diego Simeone arriving at the news conference
10. 02:36 SOUNDBITE (Spanish) Diego Simeone, Atletico de Madrid head coach:
++TRANSLATION TO FOLLOW++
11. 03:17 Wide shot of press conference room
12. 03:22 SOUNDBITE (Spanish) Diego Simeone, Atletico de Madrid head coach:
++TRANSLATION TO FOLLOW++
13. 03:58 Wide shot of press conference room
14. 04:03 SOUNDBITE (Spanish) Diego Simeone, Atletico de Madrid head coach:
++TRANSLATION TO FOLLOW++
15. 04:54 Diego Simeone leaving the press conference room
SOURCE: SNTV
DURATION: 05:06
STORYLINE:
Reaction after Cristiano Ronaldo made a mockery of Atletico Madrid's vaunted defense, and then mocked its coach as well.
Ronaldo scored a hat trick against the normally resilient Spanish side to send Juventus into the Champions League quarterfinals with a 3-0 win on Tuesday as the Bianconeri fought back from a two-goal first-leg defeat.
The former Real Madrid player outjumped Atletico's defenders to score a header in each half and then converted a late penalty for his first hat trick since joining Juventus in the summer - and just when they needed it most.
He celebrated at the final whistle by mimicking the obscene gesture Atletico coach Diego Simeone made after the Spanish side's second goal in the first leg - having the final say against a rival he so often defeated as a Real Madrid player.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.