ETV Bharat / sports

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: শেষ আটে রিয়ালের মুখোমুখি রোনাল্ডো? - শেষ আটে রিয়ালের মুখোমুখি রোনাল্ডো?

ঘোষিত হল চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনাল ড্র ৷

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: শেষ আটে রিয়ালের মুখোমুখি রোনাল্ডো?
চ্যাম্পিয়ন্স লিগ ড্র: শেষ আটে রিয়ালের মুখোমুখি রোনাল্ডো?
author img

By

Published : Jul 11, 2020, 2:28 PM IST

নিওন, 11 জুলাই : কোরোনার চোখ রাঙানির মধ্যেই ফিরছে ক্লাব সেরার লড়াই ৷ বেশ কয়েক মাস স্থগিত থাকার পর অগাস্টেই শুরু হচ্ছে UEFA চ্যাম্পিয়ন্স লিগ ৷ তার আগে UEFA-র হেডকোয়ার্টারে সুইৎজারল্যান্ডের নিওনে হয়ে গেল কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র ৷ আর এই ড্রয়ে শেষ আটে পুরানো ক্লাব রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৷

এখনও শেষ ষোলোর চারটে ম্যাচ বাকি রয়েছে ৷ রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো দলগুলি শেষ আটে উঠবে কি না তা এখনও নিশ্চিত নয় ৷ শেষ ষোলোর বাধা পার করে ফেললে জুভেন্তাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ৷ এখনও পর্যন্ত কোয়ার্টার ফাইনালে নিশ্চিত লিপজিগ, অ্যাটলেটিকো মাদ্রিদ, আটলান্টা ও PSG-র ৷ বাকি আটটি দল শেষ ষোলোর প্রথম লেগ খেলেছে ৷ বাকি রয়েছে দ্বিতীয় লেগ ৷ রিয়াল মাদ্রিদ দ্বিতীয় লেগ খেলবে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ৷ প্রথম লেগে সিটি 2-1 গোলে জিতেছে ৷ অন্যদিকে জুভেন্তাসের প্রতিপক্ষ লিয়ঁ ৷ যেখানে লিয়ঁর মাঠে প্রথম লেগে হেরেছে রোনাল্ডোরা ৷ ক্যাম্প ন্যু-তে বার্সেলোনা খেলবে নাপোলির বিরুদ্ধে (প্রথম গেল 1-1 ড্র) ৷ চেলসি খেলবে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৷ প্রথম লেগে যে ম্যাচ 3-0 গোলে হেরেছে চেলসি ৷

চ্যাম্পিয়ন্স লিগ ড্র
চ্যাম্পিয়ন্স লিগ ড্র

তবে বাকি চারটি দল অনিশ্চিত থাকলেও শেষ আটের ড্র হয়েছে ৷ সেখানে ম্যান সিটি ও রিয়ালের মধ্যে জয়ী দল খেলবে জুভে ও লিয়ঁর মধ্যে জয়ী দলের বিরুদ্ধে ৷ বার্সেলোনা-নাপোলির ম্যাচে জয়ী দলের প্রতিপক্ষ হবে বায়ার্ন ও চেলসির মধ্যে জয়ী দল ৷ লিপজিগের প্রতিপক্ষ অ্যাটলেটিকো ৷ আটলান্টা খেলবে PSG-র বিরুদ্ধে ৷

চ্যাম্পিয়ন্স লিগ ড্র
চ্যাম্পিয়ন্স লিগ ড্র

কোরোনার কারণে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল দুই লেগের পরিবর্তে হবে এক লেগের ৷ শেষ ষোলোর ম্যাচগুলি নিজেদের মাঠে হলেও শেষ আট ও চারের ম্যাচগুলি হবে পর্তুগালের লিসবনে ৷ 23 অগাস্ট ফাইনাল ম্যাচ খেলা হবে লিসবনের এস্তাদিও বেনফিকা স্টেডিয়ামে ৷ তাহলে আর কী? রাত জেগে ক্লাব সেরার লড়াই দেখা জন্য তৈরি হন ফুটবল ভক্তরা ৷

নিওন, 11 জুলাই : কোরোনার চোখ রাঙানির মধ্যেই ফিরছে ক্লাব সেরার লড়াই ৷ বেশ কয়েক মাস স্থগিত থাকার পর অগাস্টেই শুরু হচ্ছে UEFA চ্যাম্পিয়ন্স লিগ ৷ তার আগে UEFA-র হেডকোয়ার্টারে সুইৎজারল্যান্ডের নিওনে হয়ে গেল কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র ৷ আর এই ড্রয়ে শেষ আটে পুরানো ক্লাব রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৷

এখনও শেষ ষোলোর চারটে ম্যাচ বাকি রয়েছে ৷ রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো দলগুলি শেষ আটে উঠবে কি না তা এখনও নিশ্চিত নয় ৷ শেষ ষোলোর বাধা পার করে ফেললে জুভেন্তাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ৷ এখনও পর্যন্ত কোয়ার্টার ফাইনালে নিশ্চিত লিপজিগ, অ্যাটলেটিকো মাদ্রিদ, আটলান্টা ও PSG-র ৷ বাকি আটটি দল শেষ ষোলোর প্রথম লেগ খেলেছে ৷ বাকি রয়েছে দ্বিতীয় লেগ ৷ রিয়াল মাদ্রিদ দ্বিতীয় লেগ খেলবে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ৷ প্রথম লেগে সিটি 2-1 গোলে জিতেছে ৷ অন্যদিকে জুভেন্তাসের প্রতিপক্ষ লিয়ঁ ৷ যেখানে লিয়ঁর মাঠে প্রথম লেগে হেরেছে রোনাল্ডোরা ৷ ক্যাম্প ন্যু-তে বার্সেলোনা খেলবে নাপোলির বিরুদ্ধে (প্রথম গেল 1-1 ড্র) ৷ চেলসি খেলবে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৷ প্রথম লেগে যে ম্যাচ 3-0 গোলে হেরেছে চেলসি ৷

চ্যাম্পিয়ন্স লিগ ড্র
চ্যাম্পিয়ন্স লিগ ড্র

তবে বাকি চারটি দল অনিশ্চিত থাকলেও শেষ আটের ড্র হয়েছে ৷ সেখানে ম্যান সিটি ও রিয়ালের মধ্যে জয়ী দল খেলবে জুভে ও লিয়ঁর মধ্যে জয়ী দলের বিরুদ্ধে ৷ বার্সেলোনা-নাপোলির ম্যাচে জয়ী দলের প্রতিপক্ষ হবে বায়ার্ন ও চেলসির মধ্যে জয়ী দল ৷ লিপজিগের প্রতিপক্ষ অ্যাটলেটিকো ৷ আটলান্টা খেলবে PSG-র বিরুদ্ধে ৷

চ্যাম্পিয়ন্স লিগ ড্র
চ্যাম্পিয়ন্স লিগ ড্র

কোরোনার কারণে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল দুই লেগের পরিবর্তে হবে এক লেগের ৷ শেষ ষোলোর ম্যাচগুলি নিজেদের মাঠে হলেও শেষ আট ও চারের ম্যাচগুলি হবে পর্তুগালের লিসবনে ৷ 23 অগাস্ট ফাইনাল ম্যাচ খেলা হবে লিসবনের এস্তাদিও বেনফিকা স্টেডিয়ামে ৷ তাহলে আর কী? রাত জেগে ক্লাব সেরার লড়াই দেখা জন্য তৈরি হন ফুটবল ভক্তরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.