ETV Bharat / sports

ফেডেরার থেকে রোনাল্ডো, সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রীড়াবিদের ফোর্বস তালিকা প্রকাশ

টেনিস তারকা রজার ফেডরার ফোর্বসের তালিকায় শীর্ষ স্থানে উঠে এলেন ৷ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ 2020 সালে তাঁর উপার্জিত অর্থের পরিমাণ 105 মিলিয়ন US ডলার ৷

image
রজার ফেডরার
author img

By

Published : May 30, 2020, 4:10 PM IST

দিল্লি, 30 মে : লিওনেল মেসিকে সরিয়ে সর্বাধিক উপার্জনকারী ক্রীড়াব্যক্তিত্বদের তালিকায় সবার উপরে উঠে এলেন টেনিস তারকা রজার ফেডেরার ৷ গতকালই প্রকাশ হয়েছে ফোর্বসের বার্ষিক তালিকা ৷ সেখানেই 106.3 মিলিয়ন US ডলার উপার্জন করে 2020 সালে সবার উপরে আছেন রজার ফেডরার ৷

টেনিস থেকে এই প্রথম কোনও খেলোয়াড় ফোর্বসের তালিকায় শীর্ষ স্থানে উঠে এলেন ৷ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ 2020 সালে তাঁর উপার্জিত অর্থের পরিমাণ 105 মিলিয়ন US ডলার ৷ এক থেকে 104 মিলিয়ন US ডলার উপার্জন করে তৃতীয় স্থানে নেমে এসেছেন আর এক ফুটবল তারকা লিও মেসি ৷

ফোর্বসের তালিকায় সবার উপরে টেনিস তারকা থাকলেও, পরের তিনটি স্থানে আছেন তিন ফুটবলার ৷ রোনাল্ডো ও মেসির পরেই আছেন ব্রাজিলিও ফুটবল তারকা নেইমার জুনিয়ার ৷ 2020 সালে তিনি উপার্জন করছেন 95.5 মিলিয়ন US ডলার ৷ পাঁচ নম্বর স্থানে আছেন অ্যামেরিকান বাস্কেট বল তারকা লিবর্ন জেমস ৷ তিনি 88.2 মিলিয়ন US ডলার উপার্জন করেছেন ৷

ফোর্বসের সম্পাদক কার্ট বাডেনহাউসেন বলেন, ‘‘ কোরোনা ভাইরাসের জন্য রোনাল্ডো, মেসির মতো ফুটবলারদের বেতন কাটছাঁট হয়েছে ৷ আর এটাই টেনিস তারকা ফেডেরাকে এক নম্বর স্থান অর্জন করার সুযোগ করে দিয়েছে ৷’’

জাপানের নাওমি ওসাকা 37.4 মিলিয়ন US ডলার উপার্জন করে মহিলাদের মধ্যে সবার উপরে ৷ মহিলাদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন সেরেনা উইলিয়ামস ৷ তাঁর উপার্জিত অর্থের পরিমাণ 36 মিলিয়ন US ডলার ৷

ফোর্বসের তালিকায় 100 জনের মধ্যে মাত্র এক জন ক্রিকেটার আছেন ৷ তিনি ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তাঁর উপার্জিত অর্থ 26 মিলিয়ন US ডলার ৷

দিল্লি, 30 মে : লিওনেল মেসিকে সরিয়ে সর্বাধিক উপার্জনকারী ক্রীড়াব্যক্তিত্বদের তালিকায় সবার উপরে উঠে এলেন টেনিস তারকা রজার ফেডেরার ৷ গতকালই প্রকাশ হয়েছে ফোর্বসের বার্ষিক তালিকা ৷ সেখানেই 106.3 মিলিয়ন US ডলার উপার্জন করে 2020 সালে সবার উপরে আছেন রজার ফেডরার ৷

টেনিস থেকে এই প্রথম কোনও খেলোয়াড় ফোর্বসের তালিকায় শীর্ষ স্থানে উঠে এলেন ৷ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ 2020 সালে তাঁর উপার্জিত অর্থের পরিমাণ 105 মিলিয়ন US ডলার ৷ এক থেকে 104 মিলিয়ন US ডলার উপার্জন করে তৃতীয় স্থানে নেমে এসেছেন আর এক ফুটবল তারকা লিও মেসি ৷

ফোর্বসের তালিকায় সবার উপরে টেনিস তারকা থাকলেও, পরের তিনটি স্থানে আছেন তিন ফুটবলার ৷ রোনাল্ডো ও মেসির পরেই আছেন ব্রাজিলিও ফুটবল তারকা নেইমার জুনিয়ার ৷ 2020 সালে তিনি উপার্জন করছেন 95.5 মিলিয়ন US ডলার ৷ পাঁচ নম্বর স্থানে আছেন অ্যামেরিকান বাস্কেট বল তারকা লিবর্ন জেমস ৷ তিনি 88.2 মিলিয়ন US ডলার উপার্জন করেছেন ৷

ফোর্বসের সম্পাদক কার্ট বাডেনহাউসেন বলেন, ‘‘ কোরোনা ভাইরাসের জন্য রোনাল্ডো, মেসির মতো ফুটবলারদের বেতন কাটছাঁট হয়েছে ৷ আর এটাই টেনিস তারকা ফেডেরাকে এক নম্বর স্থান অর্জন করার সুযোগ করে দিয়েছে ৷’’

জাপানের নাওমি ওসাকা 37.4 মিলিয়ন US ডলার উপার্জন করে মহিলাদের মধ্যে সবার উপরে ৷ মহিলাদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন সেরেনা উইলিয়ামস ৷ তাঁর উপার্জিত অর্থের পরিমাণ 36 মিলিয়ন US ডলার ৷

ফোর্বসের তালিকায় 100 জনের মধ্যে মাত্র এক জন ক্রিকেটার আছেন ৷ তিনি ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তাঁর উপার্জিত অর্থ 26 মিলিয়ন US ডলার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.