কলকাতা, 15 ফেব্রুয়ারি : ফের শাস্তির মুখে পড়তে চলেছেন রবি ফাওলার । শুধু তিনি নন, এবার তাঁর ডেপুটি টনি গ্রান্টও শাস্তির মুখে । তাঁদের বিরুদ্ধে অভিযোগ 12 ফেব্রুয়ারি তিলক ময়দানে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলার সময় ছাপার অযোগ্য কটূক্তি করেছেন ওঁরা দুজন। রবি ফাওলার ইতিমধ্যে চার ম্যাচ নির্বাসন এবং পাঁচ লক্ষ টাকা জরিমানার শাস্তির মধ্যে রয়েছেন। ফলে ডাগ আউটে বসতে পারছেন না।
হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের দিন তিনি নাকি গ্যালারি থেকেই প্রতিপক্ষ ফুটবলারদের উদ্দেশ্যে কটূক্তি করেছেন বলে ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ফলসরূপ 18 ফেব্রুয়ারি ডার্বির আগের দিন তাঁকে আত্মপক্ষ সমর্থনের জন্য শৃঙ্খলারক্ষা কমিটির সামনে উপস্থিত হতে হবে।
ফাওলারের পাশাপাশি টনি গ্র্যান্টের বিরদ্ধেও কটূক্তি করার অভিযোগ উঠেছে। ম্যাচ কমিশনার এবং হায়দরাবাদ এফসির কোচের বিরুদ্ধে গ্রান্ট নাকি কটূক্তি করেছেন। এবং সেটা তিনি করেছিলেন ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে। তার এই কাজের জন্য 17 ফেব্রুয়ারি দুপুর দু’টোয় শৃঙ্খলারক্ষা কমিটির সামনে উপস্থিত হতে বলা হয়েছে।
কোচ এবং তাঁর সহকারির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। শাস্তি অপেক্ষা করছে। এই অবস্থায় ডার্বির আগে অস্বস্তি লাল হলুদ সাজঘরে থাকবে, তা বলাই যায় । যদিও এসসি ইস্টবেঙ্গলের ডিফেন্ডার রাজু গাইকোয়াড় জানিয়েছেন, তাঁরা ডার্বির জন্য তৈরি । 17 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নবম স্থানে রয়েছে লাল হলুদ ।
আরও পড়ুন : ডার্বি নিয়ে বাড়তি চিন্তা নেই হাবাসের
তিনি বলেন, "আইএসএলের প্রথম ডার্বিতে দল তৈরি ছিল না । তবে 16টি ম্যাচ খেলার পরে বোঝাপড়া বেড়েছে। দলের খেলার উন্নতি হয়েছে । এবার প্রতিপক্ষ যে দলই হোক না কেন, আমরা তৈরি । রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, মার্সেলিনহো ভালো ফুটবলার । ওদের ছেড়ে রাখলেই বিপদ । তারা যাতে জায়গা না পায় সেদিকে সতর্ক থাকতে হবে ৷"