ETV Bharat / sports

শেষবারের মতো আই লিগ ট্রফি হাতে শহর পরিক্রমা করবে মোহনবাগান - সবুজ মেরুন

বর্তমান কোরোনা পরিস্থিতিতে বেশিভাগ মোহনবাগান ফুটবলার শহরে নেই ৷ তাই ভিডিয়ো বার্তায় আই লিগ জয়ের মুহূর্তের কথা শোনাবেন তাঁরা ৷ চ্য়াম্পিয়ন হওয়ার জন্য় যে গান তৈরি হয়েছে, সেই গান দিয়ে শুরু হবে অনুষ্ঠান ৷

road_show_of_mohunbagan_with_ileague_trophy_at_kolkata
আই লিগ ট্রফি হাতে শহর পরিক্রমা করবে মোহনবাগান
author img

By

Published : Oct 16, 2020, 1:50 PM IST

কলকাতা, 16 অক্টোবর : কোরোনার কারণে এ বছরের আই লিগের সব ম্য়াচ শেষ করতে পারেনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ৷ ফলে পয়েন্টের বিচারেই লিগ টেবিলে শীর্ষে থাকা মোহনবাগানকেই চ্য়াম্পিয়ন ঘোষণা করে AIFF ৷ এবার আনলক পর্বে কলকাতার এক পাঁচতারা হোটেলে রবিবার মোহনবাগানের হাতে আই লিগের ট্রফি তুলে দেবে জাতীয় ফুটবল সংস্থা ৷ এরপর আই লিগ হাতে ট্রফি হাতে শেষবারের মতো শহর পরিক্রমায় নামবে পালতোলা শিবির ৷ কলকাতার রাজপথের দখল নেবে সবুজ মেরুন বাহিনী ৷

ট্রফি তুলে দেওয়ার এই অনুষ্ঠানে রাজ্য়ের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত থাকবেন ৷ অনুষ্ঠানে হাজির থাকবেন মোহনবাগান প্রেসিডেন্ট টুটু বসু ৷ আই লিগ CEO সুনন্দ ধর এবং ফেডারেশনের কর্তারা মোহনবাগান কর্তাদের হাতে ট্রফি তুলে দেবেন ৷ মোহনবাগানের গত মরসুমে থাকা যেসব ফুটবলার শহরে রয়েছেন তাঁরা সবাই রবিবারে অনুষ্ঠানে থাকবেন ৷ তবে, বর্তমান কোরোনা পরিস্থিতিতে বেশিরভাগ ফুটবলার যে যার দেশে বা রাজ্য়ে ফিরে গিয়েছেন ৷ তাঁরা ভিডিয়ো বার্তায় আই লিগ ট্রফি জয়ের মুহূর্তের কথা শোনাবেন ৷ আই লিগ চ্য়াম্পিয়ন হওয়ার জন্য় একটি গান বাঁধা হয়েছে মোহনবাগানে ৷ রবিবারের অনুষ্ঠানের সূচনা হবে, সেই গান বাজিয়ে ৷


ট্রফি প্রদানকে কেন্দ্র করে সদস্য সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। হোটেলে ট্রফি পাওয়ার পরে শহর পরিক্রমা করবে মোহনবাগান। কাচের বাক্সে রাখা আই লিগ ট্রফি নিয়ে হাওড়া, ধর্মতলা, দেশপ্রিয় পার্ক, হেদুয়া-বিবেকানন্দ রোড হয়ে মোহনবাগান তাঁবুতে পৌছবে আই লিগ ট্রফি। এই ট্রফি পরিক্রমায় সমর্থকরাও অংশ নিতে পারে ৷ নভেম্বর মাসের 2 তারিখ থেকে থেকে পাঁচ তারিখ পর্যন্ত সমর্থক ও আমজনতার জন্য ক্লাব তাবুতে ট্রফি দর্শনের ব্যবস্থা করেছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ।

ISL-এ এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মোহনবাগান । ফলে এরপর আর আই লিগে তারা খেলবে না । চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলেও খেলছে ISL-এ। ফলে এই দুই দলের দ্বৈরথ আর দেখা যাবে না আই লিগে । সেই লড়াই জারি থাকবে ISL-এ।

কলকাতা, 16 অক্টোবর : কোরোনার কারণে এ বছরের আই লিগের সব ম্য়াচ শেষ করতে পারেনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ৷ ফলে পয়েন্টের বিচারেই লিগ টেবিলে শীর্ষে থাকা মোহনবাগানকেই চ্য়াম্পিয়ন ঘোষণা করে AIFF ৷ এবার আনলক পর্বে কলকাতার এক পাঁচতারা হোটেলে রবিবার মোহনবাগানের হাতে আই লিগের ট্রফি তুলে দেবে জাতীয় ফুটবল সংস্থা ৷ এরপর আই লিগ হাতে ট্রফি হাতে শেষবারের মতো শহর পরিক্রমায় নামবে পালতোলা শিবির ৷ কলকাতার রাজপথের দখল নেবে সবুজ মেরুন বাহিনী ৷

ট্রফি তুলে দেওয়ার এই অনুষ্ঠানে রাজ্য়ের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত থাকবেন ৷ অনুষ্ঠানে হাজির থাকবেন মোহনবাগান প্রেসিডেন্ট টুটু বসু ৷ আই লিগ CEO সুনন্দ ধর এবং ফেডারেশনের কর্তারা মোহনবাগান কর্তাদের হাতে ট্রফি তুলে দেবেন ৷ মোহনবাগানের গত মরসুমে থাকা যেসব ফুটবলার শহরে রয়েছেন তাঁরা সবাই রবিবারে অনুষ্ঠানে থাকবেন ৷ তবে, বর্তমান কোরোনা পরিস্থিতিতে বেশিরভাগ ফুটবলার যে যার দেশে বা রাজ্য়ে ফিরে গিয়েছেন ৷ তাঁরা ভিডিয়ো বার্তায় আই লিগ ট্রফি জয়ের মুহূর্তের কথা শোনাবেন ৷ আই লিগ চ্য়াম্পিয়ন হওয়ার জন্য় একটি গান বাঁধা হয়েছে মোহনবাগানে ৷ রবিবারের অনুষ্ঠানের সূচনা হবে, সেই গান বাজিয়ে ৷


ট্রফি প্রদানকে কেন্দ্র করে সদস্য সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। হোটেলে ট্রফি পাওয়ার পরে শহর পরিক্রমা করবে মোহনবাগান। কাচের বাক্সে রাখা আই লিগ ট্রফি নিয়ে হাওড়া, ধর্মতলা, দেশপ্রিয় পার্ক, হেদুয়া-বিবেকানন্দ রোড হয়ে মোহনবাগান তাঁবুতে পৌছবে আই লিগ ট্রফি। এই ট্রফি পরিক্রমায় সমর্থকরাও অংশ নিতে পারে ৷ নভেম্বর মাসের 2 তারিখ থেকে থেকে পাঁচ তারিখ পর্যন্ত সমর্থক ও আমজনতার জন্য ক্লাব তাবুতে ট্রফি দর্শনের ব্যবস্থা করেছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ।

ISL-এ এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মোহনবাগান । ফলে এরপর আর আই লিগে তারা খেলবে না । চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলেও খেলছে ISL-এ। ফলে এই দুই দলের দ্বৈরথ আর দেখা যাবে না আই লিগে । সেই লড়াই জারি থাকবে ISL-এ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.