ETV Bharat / sports

মোহনবাগানে যোগ দেবেন রিয়াল মাদ্রিদ যুব দলের প্রাক্তন ডিফেন্ডার

রিয়াল মাদ্রিদের যুব দলের প্রাক্তন ডিফেন্ডার জ়েভিয়ার গঞ্জালেস মুনোজ়কে দলে নিল মোহনবাগান ।

জ়েভিয়ার গঞ্জালেস মুনোজ়
author img

By

Published : Jul 7, 2019, 7:46 PM IST

Updated : Jul 7, 2019, 11:33 PM IST

কলকাতা, 7 জুলাই : রিয়াল মাদ্রিদের যুব দলের প্রাক্তন ডিফেন্ডার জ়েভিয়ার গঞ্জালেস মুনোজ়কে দলে নিল মোহনবাগান । তিরিশ বছর বয়সী স্প্যানিশ ফুটবলারটি গত মরসুমে হংকংয়ের লি মান ক্লাবে খেলেছেন । কোচ কিবু ভিকুনার তৎপরতায় জ়েভিয়ার গঞ্জালেস মুনোজ়কে সই করানোর ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন সবুজ মেরুন কর্তারা ।

আগামী কাল গোয়া উড়ে যাচ্ছে মোহনবাগান । সেখানে দশ দিনের আবাসিক শিবির । নতুন স্প্যানিশ ডিফেন্ডারটি সেখানেই সরাসরি যোগ দেবেন । নতুন মরসুমে সবুজ মেরুনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে স্প্যানিশ ডিফেন্ডারটি বলেন, "বহু বছর ক্লাব ফুটবল খেলেছি । নতুন মরসুমে মোহনবাগানে খেলব । ভারতীয় ক্লাব ফুটবলে খেলার জন্য মুখিয়ে রয়েছি আমি । ক্লাবের ম্যানেজমেন্টের লোকেদের সঙ্গে কথা বলে খুশি । শুনেছি বেশ কয়েকজন স্প্যানিশ ফুটবলার রয়েছেন । তাঁদের সঙ্গে একযোগে ক্লাবকে সাফল্য এনে দেওয়াই আমার লক্ষ্য ।"

হংকংয়ের ক্লাব থেকে ভারতের মোহনবাগানে আসছেন জ়েভিয়ার গঞ্জালেস মুনোজ় । তারও আগে তিনি 2008-09 মরসুমে ইউডি আলমেরিয়া B-তে খেলেছিলেন । তার পর লুসেনা CF, করডোবা CF B, দেপোর্টিভো ডে লা করুনা B ক্লাবে খেলেছেন । পোল্যান্ডের ক্লাব দলেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর । আক্রমণাত্মক ফুটবলের জন্য দক্ষ সেন্ট্রাল ডিফেন্ডারের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন কিবু ভিকুনা । তাঁর সেই পরিকল্পনা সফল করতেই সম্ভবত জ়েভিয়ার গঞ্জালেস মুনোজ় সেরা বাজি হতে পারেন ।

কলকাতা, 7 জুলাই : রিয়াল মাদ্রিদের যুব দলের প্রাক্তন ডিফেন্ডার জ়েভিয়ার গঞ্জালেস মুনোজ়কে দলে নিল মোহনবাগান । তিরিশ বছর বয়সী স্প্যানিশ ফুটবলারটি গত মরসুমে হংকংয়ের লি মান ক্লাবে খেলেছেন । কোচ কিবু ভিকুনার তৎপরতায় জ়েভিয়ার গঞ্জালেস মুনোজ়কে সই করানোর ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন সবুজ মেরুন কর্তারা ।

আগামী কাল গোয়া উড়ে যাচ্ছে মোহনবাগান । সেখানে দশ দিনের আবাসিক শিবির । নতুন স্প্যানিশ ডিফেন্ডারটি সেখানেই সরাসরি যোগ দেবেন । নতুন মরসুমে সবুজ মেরুনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে স্প্যানিশ ডিফেন্ডারটি বলেন, "বহু বছর ক্লাব ফুটবল খেলেছি । নতুন মরসুমে মোহনবাগানে খেলব । ভারতীয় ক্লাব ফুটবলে খেলার জন্য মুখিয়ে রয়েছি আমি । ক্লাবের ম্যানেজমেন্টের লোকেদের সঙ্গে কথা বলে খুশি । শুনেছি বেশ কয়েকজন স্প্যানিশ ফুটবলার রয়েছেন । তাঁদের সঙ্গে একযোগে ক্লাবকে সাফল্য এনে দেওয়াই আমার লক্ষ্য ।"

হংকংয়ের ক্লাব থেকে ভারতের মোহনবাগানে আসছেন জ়েভিয়ার গঞ্জালেস মুনোজ় । তারও আগে তিনি 2008-09 মরসুমে ইউডি আলমেরিয়া B-তে খেলেছিলেন । তার পর লুসেনা CF, করডোবা CF B, দেপোর্টিভো ডে লা করুনা B ক্লাবে খেলেছেন । পোল্যান্ডের ক্লাব দলেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর । আক্রমণাত্মক ফুটবলের জন্য দক্ষ সেন্ট্রাল ডিফেন্ডারের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন কিবু ভিকুনা । তাঁর সেই পরিকল্পনা সফল করতেই সম্ভবত জ়েভিয়ার গঞ্জালেস মুনোজ় সেরা বাজি হতে পারেন ।

Intro:রিয়াল মাদ্রিদের যুব দলের সেন্ট্রাল ডিফেন্ডারকে নিল মোহনবাগান

কলকাতা,৭জুলাইঃ রিয়াল মাদ্রিদের যুব দলের প্রাক্তন ডিফেন্ডার জেভিয়ার গঞ্জালেস মুনোজকে দলে নিল মোহনবাগান। তিরিশ বছর বয়সী স্প্যানিশ ফুটবলারটি গত মরসুমে হংকংয়ের লি মান ক্লাবে খেলেছেন। কোচ কিবু ভিকুনার তৎপরতায় জেভিয়ার গঞ্জালেস মুনোজকে সই করানোর ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন সবুজ মেরুন রিক্রুটাররা। সোমবার গোয়া উড়ে যাচ্ছে মোহনবাগান। সেখানে দশ দিনের আবাসিক শিবির। নতুন স্প্যানিশ ডিফেন্ডারটি সেখানেই সরাসরি যোগ দেবেন। নতুন মরসুমে সবুজ মেরুনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে স্প্যানিশ ডিফেন্ডারটি বলেছেন,“বহু বছর ক্লাব ফুটবল খেলার পরে নতুন মরসুমে মোহনবাগানে খেলবে। ভারতীয় ক্লাব ফুটবলে খেলার জন্য মুখিয়ে রয়েছি আমি। ক্লাবের ম্যানেজমেন্টের লোকেদের সঙ্গে কথা বলে খুশি। শুনেছি বেশ কয়েকজন স্প্যানিশ ফুটবলার রয়েছেন। তাদের সঙ্গে একযোগে ক্লাবকে সাফল্য এনে দেওয়াই আমার লক্ষ্য। ”
হংকংয়ের ক্লাব থেকে ভারতের মোহনবাগানে আসছেন জেভিয়ার গঞ্জালেস মুনোজ। তারও আগে তিনি ২০০৮-০৯ মরসুমে ইউডি আলমেরিয়া বি তে খেলেছিলেন। তারপর লুসেনা সিএফ, করডোবা সি এফ বি, দেপারদিভো ডে লা করুনা বি ক্লাবে খেলেছেন। পোল্যান্ডের ক্লাব দলেও খেলারজেভিয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আক্রমণাত্মক ফুটবলের জন্য দক্ষ সেন্ট্রাল ডিফেন্ডারের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন কিবু ভিকুনা। তাঁর সেই পরিকল্পনা সফল করতে হয়ত জেভিয়ার গঞ্জালেস মুনোজ সেরা বাজি।Body:MbConclusion:
Last Updated : Jul 7, 2019, 11:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.