ETV Bharat / sports

মেসির বার্সেলোনা থাকলেও জিততে তৈরি, বললেন পিয়ারলেস কোচ - পিয়ারলেস

জিততে মরিয়া পিয়ারলেস ৷ লড়াইয়ের অঙ্গীকার জর্জ টেলিগ্রাফের ৷

পিয়ারলেস
author img

By

Published : Sep 29, 2019, 5:20 AM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : হারানোর কিছু নেই । বরং সামনে রয়েছে সবকিছু পাওয়ার সুযোগ ৷ আর তা হাতছাড়া করতে রাজি নয় পিয়ারলেস ৷ তাই আজ অলআউট খেলার প্রতিজ্ঞা করেই মাঠে নামছেন জহর দাসের ছেলেরা ৷

বারাসত স্টেডিয়ামে পিয়ারলেসের প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। তথাকথিত দুই ছোট দলের লড়াই । আর পুরো ময়দানের চোখ থাকবে সেদিকে ৷ কারণ, সেই ম্যাচের উপরই নির্ভর কোন দল চ্যাম্পিয়ন হবে ৷ আর পিয়ারলেসের সামনে রয়েছে ইতিহাস স্পর্শ করার সুযোগ ৷ 61 বছর আগে শেষবার তথাকথিত ছোটো দল হিসেবে কলকাতা লিগ জিতেছিল ইস্টার্ন রেল ৷ প্রদীপ ব্যানার্জি, তাপস সোমদের নিয়ে ইতিহাস গড়েছিলেন পি কে ব্যানার্জি ৷ আর সেই ইস্টার্ন রেলের চাণক্য বলছেন, "জীবদ্দশায় এরকম ঘটনার প্রেক্ষাপট তৈরি হবে তা কোনওদিন ভাবিনি । লড়াইটা কঠিন । সফল হলে ভালো লাগবে ৷"

পি কে ব্যানার্জির শুভেচ্ছা পিয়ারলেস শিবিরে পৌঁছাবে কি না তা জানা নেই । তবে কলকাতা লিগ খেতাবকেই পাখির চোখ করছেন জহর ৷ তাঁর মতে, চাপ পিয়ারলেসের নয়, বরং ইস্টবেঙ্গলের ৷ তাই দলের ছেলেদের জয় ছিনিয়ে আনতে বলেছেন । পূর্ণশক্তির দল নিয়েই নামছেন তাঁরা । মাত্র একদিনের ব্যবধানে কৃত্রিম ঘাসের মাঠে খেলার ধকল সামলাতে হবে ক্রোমা, কালু, জিতেনদের । লিগের শেষ ধাপে দাঁড়িয়ে তা নিয়ে অবশ্য মাথা ঘামাতে চাইছে না পিয়ারলেস শিবির ৷ তাঁদের একটাই লক্ষ্য - জয় ৷

যদিও ম্যাচটা এতটা সহজ হবে না বলেই মত বিশেষজ্ঞদের ৷ চলতি লিগে যথেষ্ট ভালো খেলেছে জর্জ টেলিগ্রাফ ৷ চ্যালেঞ্জ নিতে তৈরি তাঁরাও । রঞ্জন ভট্টাচার্যের ছেলেদের সামনে রয়েছে প্রথম তিনে শেষ করার সুযোগ । সেকথা মাথায় রেখে রঞ্জন বলছেন, "আমরা এক গোল হজম করলে দু'গোল দেওয়ার মানসিকতা নিয়ে মাঠে নামব ৷" যদিও ইচে না থাকার ফলে কিছুটা হলেও ডিফেন্স নিয়ে চিন্তায় থাকছেন রঞ্জন ৷ সেই চিন্তা সরিয়ে অকুতোভয় জর্জ কোচ বলছেন, তিন বিদেশিকেই গোল করার জন্যে ঝাঁপাতে বলবেন ।

জহর অবশ্য বলছেন, বিপরীতে মেসির বার্সেলোনা থাকলেও তাঁরা জয় ছিনিয়ে আনতে তৈরি । তবে ম্যাচে গড়াপেটা হতে পারে বলে একটা আশঙ্কা তৈরি হয়েছে পিয়ারলেস শিবিরে । যদিও সেটা নিয়ে ভেবে নিজেদের ফোকাস টলাতে চাইছেন না পিয়ারলেস কোচ ৷ বলছেন, "যা আমাদের হাতে নেই, তা নিয়ে চিন্তা করে লাভ নেই ।"

কলকাতা, 29 সেপ্টেম্বর : হারানোর কিছু নেই । বরং সামনে রয়েছে সবকিছু পাওয়ার সুযোগ ৷ আর তা হাতছাড়া করতে রাজি নয় পিয়ারলেস ৷ তাই আজ অলআউট খেলার প্রতিজ্ঞা করেই মাঠে নামছেন জহর দাসের ছেলেরা ৷

বারাসত স্টেডিয়ামে পিয়ারলেসের প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। তথাকথিত দুই ছোট দলের লড়াই । আর পুরো ময়দানের চোখ থাকবে সেদিকে ৷ কারণ, সেই ম্যাচের উপরই নির্ভর কোন দল চ্যাম্পিয়ন হবে ৷ আর পিয়ারলেসের সামনে রয়েছে ইতিহাস স্পর্শ করার সুযোগ ৷ 61 বছর আগে শেষবার তথাকথিত ছোটো দল হিসেবে কলকাতা লিগ জিতেছিল ইস্টার্ন রেল ৷ প্রদীপ ব্যানার্জি, তাপস সোমদের নিয়ে ইতিহাস গড়েছিলেন পি কে ব্যানার্জি ৷ আর সেই ইস্টার্ন রেলের চাণক্য বলছেন, "জীবদ্দশায় এরকম ঘটনার প্রেক্ষাপট তৈরি হবে তা কোনওদিন ভাবিনি । লড়াইটা কঠিন । সফল হলে ভালো লাগবে ৷"

পি কে ব্যানার্জির শুভেচ্ছা পিয়ারলেস শিবিরে পৌঁছাবে কি না তা জানা নেই । তবে কলকাতা লিগ খেতাবকেই পাখির চোখ করছেন জহর ৷ তাঁর মতে, চাপ পিয়ারলেসের নয়, বরং ইস্টবেঙ্গলের ৷ তাই দলের ছেলেদের জয় ছিনিয়ে আনতে বলেছেন । পূর্ণশক্তির দল নিয়েই নামছেন তাঁরা । মাত্র একদিনের ব্যবধানে কৃত্রিম ঘাসের মাঠে খেলার ধকল সামলাতে হবে ক্রোমা, কালু, জিতেনদের । লিগের শেষ ধাপে দাঁড়িয়ে তা নিয়ে অবশ্য মাথা ঘামাতে চাইছে না পিয়ারলেস শিবির ৷ তাঁদের একটাই লক্ষ্য - জয় ৷

যদিও ম্যাচটা এতটা সহজ হবে না বলেই মত বিশেষজ্ঞদের ৷ চলতি লিগে যথেষ্ট ভালো খেলেছে জর্জ টেলিগ্রাফ ৷ চ্যালেঞ্জ নিতে তৈরি তাঁরাও । রঞ্জন ভট্টাচার্যের ছেলেদের সামনে রয়েছে প্রথম তিনে শেষ করার সুযোগ । সেকথা মাথায় রেখে রঞ্জন বলছেন, "আমরা এক গোল হজম করলে দু'গোল দেওয়ার মানসিকতা নিয়ে মাঠে নামব ৷" যদিও ইচে না থাকার ফলে কিছুটা হলেও ডিফেন্স নিয়ে চিন্তায় থাকছেন রঞ্জন ৷ সেই চিন্তা সরিয়ে অকুতোভয় জর্জ কোচ বলছেন, তিন বিদেশিকেই গোল করার জন্যে ঝাঁপাতে বলবেন ।

জহর অবশ্য বলছেন, বিপরীতে মেসির বার্সেলোনা থাকলেও তাঁরা জয় ছিনিয়ে আনতে তৈরি । তবে ম্যাচে গড়াপেটা হতে পারে বলে একটা আশঙ্কা তৈরি হয়েছে পিয়ারলেস শিবিরে । যদিও সেটা নিয়ে ভেবে নিজেদের ফোকাস টলাতে চাইছেন না পিয়ারলেস কোচ ৷ বলছেন, "যা আমাদের হাতে নেই, তা নিয়ে চিন্তা করে লাভ নেই ।"

Intro:"আমাদের হারানোর কিছু নেই।কিন্তু পাওয়ার অনেক কিছু আছে। তাই পিছনে তাকানোর কোনও সুযোগ এই অবস্থায় আমাদের কাছে নেই।অলআউট খেলব আমরা," এভাবেই সাজঘরের মেজাজ বর্ননা করলেন জহর দাস। বারসাত স্টেডিয়ামে রবিবার প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। তথাকথিত দুই ছোট দলের লড়াই। কিন্তু রবিবারের ময়দানের চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে জহর দাস বনাম রঞ্জন ভট্টাচার্য র ফুটবল বুদ্ধির ডুয়েলে র দিকে তাকিয়ে থাকবে। চলতি কলকাতা লিগ সাম্প্রতিক অতীতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়। এতটাই রংবদল হয়েছে যে লিগ খেতাব জয়ের দৌড়ে সবার আগে পিয়ারলেস। 61 বছর আগে 1958সালে ছোট দল হিসেবে কলকাতা লিগ খেতাব জিতেছিল ইষ্টার্ন রেল।প্রদীপ ব্যানার্জি, বাঘা সোমের ছেলে তাপস সোম যে ইতিহাস গড়েছিলেন তা এবার স্পর্শ করার সামনে পিয়ারলেস। সল্টলেকের বাড়ি থেকে অশতিপর প্রদীপ ব্যানার্জি সেভাবে বেরোতে পারেন না। বয়স তার শরীরে জোরালো থাবা বসিয়েছে। তবে ভারতীয় ফুটবলের পিতখমহ ব্যক্তিত্ব পিকে ব্যানার্জি বলছেন, "জীবদ্দশায় এরকম ঘটনার প্রেক্ষাপট তৈরি হবে তা কোনও সময় ভাবিনি। লড়াইটা কঠিন। সফল হলে ভালো লাগবে।"
পিকে ব্যানার্জির শুভেচ্ছা পিয়ারলেস শিবিরে পৌছেছে কি না তা জানা যায়নি। তবে জহর দাস কলকাতা লিগ খেতাব কে পাখির চোখের মত করে দেখছেন। তার মতে চাপ তাদের নয়। তাই ফুটবলারদের শুধু মাত্র জয় ছিনিয়ে আনতে বলেছেন।পূর্নশক্তির দল নিয়ে নামছে পিয়ারলেস। মাত্র একদিনের ব্যবধানে কৃত্রিম ঘাসের মাঠে খেলার ধকল নিতে হবে ক্রোমা, কালু ওগবা, জিতেন মূর্মুদের। লিগের এই অবস্থায় দাঁড়িয়ে বিষয়টি স্থান দিতে চাইছেন না কেউ। প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ চলতি লিগে যথেষ্ট ভালো খেলছে। জহর দাস বলছেন উলটো দিকে মেসির বার্সেলোনা থাকলেও তারা জয় ছিনিয়ে আনতে তৈরি। শোনা যাচ্ছে গড়াপেটা হতে পারে। আশঙ্কা র খবর পিয়ারলেস শিবিরে এসেছে। জহর দাস বলছেন যা তাদের হাতে নেই তা নিয়ে চিন্তা করে লাভ নেই।অন্যদিকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি জর্জ টেলিগ্রাফ।তাদের সামনে প্রথম তিনে শেষ করার সুযোগ। সেকথা মাথায় রেখে কোচ রঞ্জন ভট্টাচার্য বলছেন তারা এক গোল হজম করলে দুগোল দেওয়ার মানসিকতা নিয়ে মাঠে নামবেন। দলের বিদেশি ডিফেন্ডার ইচে নেই। অকুতোভয় জর্জ কোচ বলছেন তিনি তিন বিদেশি কে গোল করার জন্যে ঝাপাতে বলবেন।
ইস্টবেঙ্গল বনাম কাস্টমস এবং পিয়ারলেস বনাম জর্জ টেলিগ্রাফের ম্যাচ চলাকালীন মোহনবাগান নিজেদের মাঠে কালিঘাট মিলন সংঘের বিরুদ্ধে খেলবে। কিবু ভিকুনা র দলের সামনে খেতাব জয়ের সম্ভাবনা খাতায় কলমে বেচে। সবু মেরুনের স্প্যানিশ কোচ সেই সম্ভাবনা য় চোখ না দিয়ে সামনের টুর্নামেন্টের জন্যে দলকে তৈরি করতে চান। বাংলাদেশে টুর্নামেন্ট খেলতে যাবে মোহনবাগান।26সদস্যের দল নিয়ে যাওয়া হবে। কলকাতা লিগে সব ফুটবলার কে দেখতে পারেননি কিবু ভিকুনা। কালিঘাটের বিরুদ্ধে সেই খামতি মেটাতে চান।
তাই রবিবারের ময়দানে ফুটবলের রংবদলের গল্প। যা ঘিরে পারদ চড়ছে।


Body:প্রিভিউ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.