ETV Bharat / sports

Manchester City Win : হাফ-ডজন গোলে সমর্থকদের ক্রিসমাস গিফট ম্যান সিটি-র - Raheem Sterling scores twice for Man City

দ্বিতীয়স্থানে থাকা লিভারপুলের সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিল গুয়ার্দিওয়ালার ছেলেরা ৷ এদিন সিটির হয়ে জোড়া গোল ইংরেজ স্ট্রাইকার রহিম স্টার্লিং'য়ের (Raheem Sterling scores twice for Man City) ৷ এছাড়া গোলের খাতায় নাম তুললেন ডি ব্রুইন, রিয়াদ মাহরেজ, ইকে গুন্দোয়ান এবং এমেরিক ল্য়াপোর্তে ৷

Manchester City Win
হাফ-ডজন গোলে সমর্থকদের ক্রিসমাস গিফট ম্যান সিটির
author img

By

Published : Dec 27, 2021, 9:32 AM IST

ম্যাঞ্চেস্টার, 27 ডিসেম্বর : প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যাওয়ার জয় একপ্রকার নিশ্চিতই ছিল ৷ তবে বিরতির পর যে লড়াইটা লেস্টার ছুঁড়ে দিয়েছিল, তাতে সাময়িকভাবে ম্যাঞ্চেস্টার সিটির জয় নিয়ে দেখা দিয়েছিল প্রশ্ন ৷ যদিও সেসব আশঙ্কাকে দূর সরিয়ে দ্বিতীয়ার্ধে 'ফক্স'-দের কফিনে আরও দু'গোল পুঁতে দিল 'স্কাই ব্লুজ' ৷ সেইসঙ্গে বক্সিং-ডে'তে হাফডজন গোলে সমর্থকদের ক্রিসমাস গিফট দিল তারা ৷ লেস্টারের বিরুদ্ধে সিটির জয় এল 6-3 গোলে (Manchester City beat Leicester City) ৷

প্রিমিয়র লিগে এই নিয়ে টানা ন'ম্যাচে জয় পেল ম্যান সিটি ৷ লেস্টারকে হারিয়ে দ্বিতীয়স্থানে থাকা লিভারপুলের সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিল গুয়ার্দিয়োলার ছেলেরা ৷ জোড়া গোল ইংরেজ স্ট্রাইকার রহিম স্টার্লিং'য়ের (Raheem Sterling scores twice for Man City) ৷ এছাড়া গোলের খাতায় নাম তুললেন ডি ব্রুইন, রিয়াদ মাহরেজ, ইকে গুন্দোয়ান এবং এমেরিক ল্য়াপোর্তে ৷

5 মিনিটে বেলজিয়ান মিডিও ব্রুইনের গোলে ম্যাচে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ এরপর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মাহরেজ ৷ 21 মিনিটে ফের গোল গুন্দোয়ানের ৷ 24 মিনিটে দিনের দ্বিতীয় পেনাল্টি থেকে ব্যবধান 4-0 করেন স্টার্লিং ৷ তবে বিরতির পর দমে না গিয়ে প্রত্যাঘাত ছুঁড়ে দেয় লেস্টার ৷ 55, 59 এবং 65 মিনিটে গোল করে স্কোরলাইন 4-3 করে ফেলে তারা ৷

আরও পড়ুন : David Williams : সুযোগ মিলছে না প্রথম দলে, সবুজ-মেরুন ছাড়তে পারেন উইলিয়ামস

যখন এক উত্তেজক ম্যাচের অপেক্ষায় প্রহর গুনছে ইতিহাদ তখন দুরন্ত হেডে ব্যবধান বাড়িয়ে 5-3 করেন ল্যাপোর্তে ৷ আর ম্যাচ শেষের তিন মিনিট আগে স্টার্লিং'য়ের দ্বিতীয় গোলে হাফডজন গোলের বৃত্ত সম্পূর্ণ করে সিটি ৷ 19 ম্যাচ পর 47 পয়েন্ট নিয়ে শীর্ষে তারা ৷ লিগের অন্য ম্যাচে নরউইচ সিটিকে 5-0 গোলে হারিয়ে প্রথম চারে উঠে এল আর্সেনাল (Arsenal beat Norwich City ) ৷ গানার্সদের হয়ে জোড়া গোল বুকায়ো সাকার ৷

ম্যাঞ্চেস্টার, 27 ডিসেম্বর : প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যাওয়ার জয় একপ্রকার নিশ্চিতই ছিল ৷ তবে বিরতির পর যে লড়াইটা লেস্টার ছুঁড়ে দিয়েছিল, তাতে সাময়িকভাবে ম্যাঞ্চেস্টার সিটির জয় নিয়ে দেখা দিয়েছিল প্রশ্ন ৷ যদিও সেসব আশঙ্কাকে দূর সরিয়ে দ্বিতীয়ার্ধে 'ফক্স'-দের কফিনে আরও দু'গোল পুঁতে দিল 'স্কাই ব্লুজ' ৷ সেইসঙ্গে বক্সিং-ডে'তে হাফডজন গোলে সমর্থকদের ক্রিসমাস গিফট দিল তারা ৷ লেস্টারের বিরুদ্ধে সিটির জয় এল 6-3 গোলে (Manchester City beat Leicester City) ৷

প্রিমিয়র লিগে এই নিয়ে টানা ন'ম্যাচে জয় পেল ম্যান সিটি ৷ লেস্টারকে হারিয়ে দ্বিতীয়স্থানে থাকা লিভারপুলের সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিল গুয়ার্দিয়োলার ছেলেরা ৷ জোড়া গোল ইংরেজ স্ট্রাইকার রহিম স্টার্লিং'য়ের (Raheem Sterling scores twice for Man City) ৷ এছাড়া গোলের খাতায় নাম তুললেন ডি ব্রুইন, রিয়াদ মাহরেজ, ইকে গুন্দোয়ান এবং এমেরিক ল্য়াপোর্তে ৷

5 মিনিটে বেলজিয়ান মিডিও ব্রুইনের গোলে ম্যাচে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ এরপর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মাহরেজ ৷ 21 মিনিটে ফের গোল গুন্দোয়ানের ৷ 24 মিনিটে দিনের দ্বিতীয় পেনাল্টি থেকে ব্যবধান 4-0 করেন স্টার্লিং ৷ তবে বিরতির পর দমে না গিয়ে প্রত্যাঘাত ছুঁড়ে দেয় লেস্টার ৷ 55, 59 এবং 65 মিনিটে গোল করে স্কোরলাইন 4-3 করে ফেলে তারা ৷

আরও পড়ুন : David Williams : সুযোগ মিলছে না প্রথম দলে, সবুজ-মেরুন ছাড়তে পারেন উইলিয়ামস

যখন এক উত্তেজক ম্যাচের অপেক্ষায় প্রহর গুনছে ইতিহাদ তখন দুরন্ত হেডে ব্যবধান বাড়িয়ে 5-3 করেন ল্যাপোর্তে ৷ আর ম্যাচ শেষের তিন মিনিট আগে স্টার্লিং'য়ের দ্বিতীয় গোলে হাফডজন গোলের বৃত্ত সম্পূর্ণ করে সিটি ৷ 19 ম্যাচ পর 47 পয়েন্ট নিয়ে শীর্ষে তারা ৷ লিগের অন্য ম্যাচে নরউইচ সিটিকে 5-0 গোলে হারিয়ে প্রথম চারে উঠে এল আর্সেনাল (Arsenal beat Norwich City ) ৷ গানার্সদের হয়ে জোড়া গোল বুকায়ো সাকার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.