কলকাতা, 5 জুলাই: বিচ্ছেদ হলেও স্পোর্টিং রাইটস এখনও তাদের হাতেই আছে ৷ তাই নতুন কোনও নাম বা ক্লাব লাইসেন্সিং নিয়ে খেলতে পারবে না ইস্টবেঙ্গল ৷ ফেডারেশনকে চিঠিতে স্পষ্ট জানিয়ে দিলেন কোয়েসের চেয়ারম্যান অজিত আইজ্যাক ৷ তাঁর এই চিঠিতে দিশেহারা শতবর্ষের ক্লাব ৷ 10 জুলাই থেকে শুরু হতে চলেছে ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া ৷ এই অবস্থায় কোয়েসের NOC না পেলে বড়সড় সমস্যার মুখে পড়বে ইস্টবেঙ্গল ৷
স্পোর্টিং রাইটসের প্রকৃত অবস্থান জানতে চেয়ে ইস্টবেঙ্গল এবং তার বিদায়ী বিনিয়োগ সংস্থাকে চিঠি দিয়েছিল ফেডারেশন । স্পোর্টিং রাইটস নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার কথা বুঝত পেরেই তাদের এই পদক্ষেপ । প্রত্যুত্তরে ইস্টবেঙ্গল চিঠিতে কোয়েসের সঙ্গে সম্পর্ক ছেদের কথা জানায় । তার 24 ঘণ্টা পরে বিনিয়োগ সংস্থার চেয়ারম্যান অজিত আইজ্যাক ফেডারেশনকে চিঠি দিয়ে অবস্থান ব্যাখ্যা করলেন । প্রথমবার এই বিতর্কে সরাসরি মাঠে নামতে দেখা গেল তাঁকে । চিঠিতে তিনি লিখেছেন, স্পোর্টিং রাইটস এখনও তাদের কাছেই আছে । তাই এই অবস্থায় অন্য কোন ব্যক্তি (পড়ুন ইস্টবেঙ্গল ক্লাব) আবেদন করলেও তা যেন গ্রাহ্য করা না হয় । যতক্ষণ না তারা সরকারিভাবে কোনও বিবৃতি দিচ্ছে ততক্ষণ যেন ফেডারেশন কোনও পদক্ষেপ না নেয় ।
30মে ইস্টবেঙ্গল এবং তার বিনিয়োগ সংস্থার মধ্যে সম্পর্ক ছেদ হলেও স্পোর্টিং রাইটস হস্তান্তর নিয়ে সমস্যা চলছেই । দুই পক্ষ বলছে বিষয়টি নিয়ে আইনজীবীরা কাজ করছেন । দ্রুত তার নিষ্পত্তি হবে । এই নিয়ে কোনও দিনক্ষণ কেউ নির্দিষ্ট করে বলেনি । 2018সালে ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া বাধার সময় 70 শতাংশ অংশীদারিত্ব বিনিয়োগ সংস্থার হাতে চলে যায় । বিচ্ছেদ হলেও কেন তা নিয়ে স্বচ্ছতা সামনে আসছে না তা নিয়ে অনেক শব্দ খরচ হয়েছে । বলা হচ্ছে, ইস্টবেঙ্গলের আর্থিক দাবি মানতে রাজি নয় বিদায়ী সংস্থা । আবার এও বলা হচ্ছে, আর্থিক দাবি করছে বিনিয়োগ সংস্থা ৷ ইস্টবেঙ্গল ওই অর্থ দিয়ে দিলে ক্রীড়া স্বত্ব ফেরত দেওয়া হবে । ক্লাব ও বিনিয়োগ সংস্থার এই সমস্যার মাঝে পড়ে ক্লাবের পক্ষে দেশের কোনও ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে ।
অতীতে ইস্টবেঙ্গল স্পনসরের সঙ্গে বিচ্ছেদের কাগজ জমা দিয়েছিল । এবারও ইস্টবেঙ্গলের থেকে সেরকমই স্বচ্ছতার আশা ছিল ফেডারেশনের । কিন্তু ফেডারেশনকে দেওয়া অজিত আইজ্যাকের চিঠি পুরো বিষয়টিতে ভিন্ন মাত্রা দিল ।