কলকাতা, 18 জুন : নতুন মরসুমে পুণে সিটি ISL-এ থাকবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে । চমক দেখিয়ে ভারতীয় ফুটবলের এই ফ্র্যাঞ্চাইজ়ি লিগ শুরু হলেও ইতিমধ্যেই অংশগ্রহনকারী দলগুলো আর্থিক ক্ষতির মুখে পড়েছে । সেই ক্ষতির মাত্রা এতটাই চড়া যে তা নিয়ে মুখ খোলা শুরু করেছে তারা । তারই প্রথম প্রকাশ পুণে সিটি FC । শোনা গিয়েছিল মুম্বই সিটি FC-র সঙ্গে মিশে যাবে । বাস্তবে তা হয়নি ।
পুণে সিটি FC-র খেলাকে ঘিরে তাদের শহরে কোনও আগ্রহ তৈরি হয়নি । বরং দল পরিচালনা করতে গিয়ে কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে । ফুটবলারদের দু'মাসের বেতন বাকি । যা নিয়ে ইতিমধ্যেই হিউমসহ একাধিক ফুটবলার বকেয়া নিয়ে সরব হয়েছেন । যদিও ফ্র্যাঞ্চাইজ়ি তরফে দ্রুত বকেয়া মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে ।
সোমবার পুণে সিটি FC-র মালিকপক্ষের তরফে বলা হয়েছে, দল উঠে যাবে বলে যে খবর ছড়িয়ে পড়েছে তার কোনও ভিত্তি নেই । তবে দলের আর্থিক অবস্থার উন্নতির জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করার কথা স্বীকার করা হয়েছে । বিনিয়োগকারী সংস্থা খোঁজার কাজও শুরু হয়েছে । এই অবস্থায় ফুটবলাররা নতুন ক্লাবের সন্ধানে । ফুটবল মহল মনে করছে ISL-র চমক ক্রমেই ফিকে হচ্ছে । পুণের এই অবস্থা তারই প্রথম নিদর্শন মাত্র ।