ETV Bharat / sports

আর্থিক ক্ষতি মেটাতে ইনভেস্টরের খোঁজ পুণে সিটি FC-র - football

নতুন মরসুমে পুণে সিটি ISL-এ থাকবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে । বিনিয়োগকারী সংস্থা খোঁজার কাজও শুরু হয়েছে ।

পুণে সিটি FC
author img

By

Published : Jun 18, 2019, 2:57 PM IST

Updated : Jun 18, 2019, 3:10 PM IST

কলকাতা, 18 জুন : নতুন মরসুমে পুণে সিটি ISL-এ থাকবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে । চমক দেখিয়ে ভারতীয় ফুটবলের এই ফ্র্যাঞ্চাইজ়ি লিগ শুরু হলেও ইতিমধ্যেই অংশগ্রহনকারী দলগুলো আর্থিক ক্ষতির মুখে পড়েছে । সেই ক্ষতির মাত্রা এতটাই চড়া যে তা নিয়ে মুখ খোলা শুরু করেছে তারা । তারই প্রথম প্রকাশ পুণে সিটি FC । শোনা গিয়েছিল মুম্বই সিটি FC-র সঙ্গে মিশে যাবে । বাস্তবে তা হয়নি ।

পুণে সিটি FC-র খেলাকে ঘিরে তাদের শহরে কোনও আগ্রহ তৈরি হয়নি । বরং দল পরিচালনা করতে গিয়ে কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে । ফুটবলারদের দু'মাসের বেতন বাকি । যা নিয়ে ইতিমধ্যেই হিউমসহ একাধিক ফুটবলার বকেয়া নিয়ে সরব হয়েছেন । যদিও ফ্র্যাঞ্চাইজ়ি তরফে দ্রুত বকেয়া মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে ।

সোমবার পুণে সিটি FC-র মালিকপক্ষের তরফে বলা হয়েছে, দল উঠে যাবে বলে যে খবর ছড়িয়ে পড়েছে তার কোনও ভিত্তি নেই । তবে দলের আর্থিক অবস্থার উন্নতির জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করার কথা স্বীকার করা হয়েছে । বিনিয়োগকারী সংস্থা খোঁজার কাজও শুরু হয়েছে । এই অবস্থায় ফুটবলাররা নতুন ক্লাবের সন্ধানে । ফুটবল মহল মনে করছে ISL-র চমক ক্রমেই ফিকে হচ্ছে । পুণের এই অবস্থা তারই প্রথম নিদর্শন মাত্র ।

কলকাতা, 18 জুন : নতুন মরসুমে পুণে সিটি ISL-এ থাকবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে । চমক দেখিয়ে ভারতীয় ফুটবলের এই ফ্র্যাঞ্চাইজ়ি লিগ শুরু হলেও ইতিমধ্যেই অংশগ্রহনকারী দলগুলো আর্থিক ক্ষতির মুখে পড়েছে । সেই ক্ষতির মাত্রা এতটাই চড়া যে তা নিয়ে মুখ খোলা শুরু করেছে তারা । তারই প্রথম প্রকাশ পুণে সিটি FC । শোনা গিয়েছিল মুম্বই সিটি FC-র সঙ্গে মিশে যাবে । বাস্তবে তা হয়নি ।

পুণে সিটি FC-র খেলাকে ঘিরে তাদের শহরে কোনও আগ্রহ তৈরি হয়নি । বরং দল পরিচালনা করতে গিয়ে কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে । ফুটবলারদের দু'মাসের বেতন বাকি । যা নিয়ে ইতিমধ্যেই হিউমসহ একাধিক ফুটবলার বকেয়া নিয়ে সরব হয়েছেন । যদিও ফ্র্যাঞ্চাইজ়ি তরফে দ্রুত বকেয়া মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে ।

সোমবার পুণে সিটি FC-র মালিকপক্ষের তরফে বলা হয়েছে, দল উঠে যাবে বলে যে খবর ছড়িয়ে পড়েছে তার কোনও ভিত্তি নেই । তবে দলের আর্থিক অবস্থার উন্নতির জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করার কথা স্বীকার করা হয়েছে । বিনিয়োগকারী সংস্থা খোঁজার কাজও শুরু হয়েছে । এই অবস্থায় ফুটবলাররা নতুন ক্লাবের সন্ধানে । ফুটবল মহল মনে করছে ISL-র চমক ক্রমেই ফিকে হচ্ছে । পুণের এই অবস্থা তারই প্রথম নিদর্শন মাত্র ।

Intro:ক্লাব কোচেরাই নন এবার সুব্রত রোষানলে স্টিমাচ

কলকাতা,১০জুনঃ কাজ শুরু করে দিলেন সুব্রত ভট্টাচার্য। তিন প্রধানের অন্য দুই দল যখন প্র্যাকটিস শুরু করার দিন ঠিক করতে পারল না তখন সাদা কালো জার্সির প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। কোচিং জীবনে প্রথমবার রেড রোডের ধারের ক্লাবের দায়িত্বে ময়দানের বাবলুদা। ফলে সফলতম কোচের তকমা রক্ষার দায় তাঁর কাঁধে কিছুটা হলেও বর্তায়। এই অবস্থায় মহমেডানের প্রথম দিনের অনুশীলনের শেষে সুব্রত ভট্টাচার্য বলছেন তিনি যেকোনও চ্যালেঞ্জ নিতে তৈরি। কলকাতা ফুটবলে বুদ্ধি করে খেললে বড় নামের বিরুদ্ধে সাহসী লড়াই দওয়া সম্ভব বলে মনে করেন। মাঝের কুড়ি পঁচিশ দিনে তাই প্রসেনজিৎ পাল, প্রিয়ন্ত সিং, তীর্থঙ্কর সরকারকে নিয়ে লড়ইটা নিজের মত করে সাজাতে চান। আপাতত ক্লাবের মাঠে অনুশীলন করলেও কল্যানীতে আবাসিক শিবির করার পরিকল্পনা রয়েছে। বলা হচ্ছে কলকাতা লিগে স্প্যানিশ ফুটবল বুদ্ধির সঙ্গে বঙ্গ কোচেদের ফুটবল কৌশলের লড়াই। যা কলকাতা লিগের ইউএসপি বটে। কিন্তু বিদেশি কোচেদের ফুটবল বুদ্ধির কোনও প্রশংসাকেই পাত্তা দিতে চান না মহমেডান কোচ। কোনও রাখঢাক না করে তাঁর চাচাছোলা সমালোচনা,“ভারতীয় ফুটবলে যাবতীয় সাফল্য এসেছে অমল দত্ত প্রদীপ ব্যানার্জীদের হাত ধরে। সাফল্য এনেছেন রহিম সাহেব। আমি আগেও বিদেশি কোচেদের সঙ্গে টেক্কা দিয়ে সাফল্য পেয়েছি। এবারও তাই কোনও চ্যালেঞ্জকেই বাড়তি গুরুত্ব দিচ্ছি না। সাফল্য পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। ”
শুধু ক্লাব পর্যায়ের বিদেশি কোচই নন সুব্রত ভট্টাচার্যের তোপে নবনিযুক্ত ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচও। কিংস কাপের তৃতীয় হওয়াকে ফুৎকারে উড়িয়ে দিচ্ছেন। তাঁর মতে ফার্গুসন আসলেও ভারতীয় দলকে নিয়ে খেতাব জিততে পারবেন না।Body:MsConclusion:
Last Updated : Jun 18, 2019, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.