কলকাতা, ১০ মার্চ : ১৬ বছরের খরা কাটেনি। শেষ ম্যাচ জিতেও এবার আই লিগ হাতছাড়া হয়েছে ইস্টবেঙ্গলের। তবে, দল ব্যর্থ হলেও ফুটবলারদের পাশে রয়েছেন কোচ আলেয়ান্দ্রো। ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে দলের প্রশংসা করেন লাল-হলুদ কোচ। তিনি জানান, কয়েকদিন বিশ্রাম নিয়ে সুপার কাপের জন্য দলকে তৈরি করতে শুরু করবেন।
গতকাল সাংবাদিক বৈঠকে আলোয়ান্দ্রো বলেন, "আমি আমার দলের জন্য গর্বিত। আমার দল এই মরশুমে ভালো খেলেছে। ইস্টবেঙ্গল লিগ জয়ের যোগ্য দাবিদার ছিল। যে দল চ্যাম্পিয়ন হয়েছে, তারা ইস্টবেঙ্গলের থেকে কেবল এক পয়েন্ট বেশি পেয়েছে। আর কিছু নয়। অনেক প্রতিকূলতা সত্ত্বেও আমরা এগিয়েছি। এবার আমাদের ভালোটা ধরে রাখতে হবে। আপাতত কয়েকদিন বিশ্রাম নিয়ে সুপার কাপের জন্য দলকে তৈরি করতে চাই।"
আইলিগ হাতছাড়া হওয়ায় মাঠের মধ্যে কান্নায় ভেঙে পড়েছিলেন লাল-হলুদ ফুটবলাররা। তাঁদের জন্য সান্ত্বনার হাত বাড়িয়ে দিয়েছিলেন কোচ। চেন্নাই সিটি FC-কে নিয়েও বিশেষ কিছু বলতে চাননি। তা ছাড়া, খেতাব হারানোর ময়নাতদন্তে কোনও একটি ম্যাচকে কাঠগড়ায় তুলতে রাজি নন তিনি। শুধুমাত্র ইতিবাচক দিকগুলো নিয়ে সামনে চলার কথা বলছেন লাল-হলুদ হেডস্যার।
নতুন মরশুমেও দলের দায়িত্ব তাঁর কাঁধে। সামনে ISL। সেখানে তাঁকে নতুন চ্যালেঞ্জ সামলাতে হবে। তবে, লাল-হলুদ কোচ বলছেন, নতুন মরশুমের জন্য তাঁর দল তৈরি।